iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

ibas++ urgent Notice । Additional DDO Role নেওয়ার/বাতিলের জন্য আবেদনের নির্দেশনা দেখুন

iBAS++ এ One NID One User Multiple Role কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে-যে বিষয়ে আইবাস++ ড্যাসবোর্ডে উল্লেখ করেছে – ibas++ urgent Notice

কত তারিখের মধ্যে অতিরিক্ত ইউজার বাতিল করতে হবে? এ কার্যক্রম বাস্তবায়নের জন্য আপনার মূল ইউজার আইডি (Pay Fixation এর সাথে সম্পর্কিত) ব্যতিত অতিরিক্ত ইউজার আইডি সিস্টেমে বিদ্যমান আছে। উক্ত আইডিসমূহ ১৫ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে বাতিল (Delete) করার জন্য অনুরোধ করা যাচ্ছে। Additional DDO Role মূল ইউজার আইডিতে সংযোজন করার জন্য আপনি উক্ত ইউজার আইডিতে লগইন করে আবেদন করুন। পরবর্তীতে ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে Additional DDO Role নেওয়ার জন্য আবেদন করুন।

ডিডিও কে? আয়ন- ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) সরকারি কোষাগার হতে অর্থ উত্তোলন, ব্যয় ও বিতরণের জন্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। একজন আয়ন ব্যয়ন কর্মকর্তা বা ডিডিও’কে দাপ্তরিক প্রয়োজনে কর্তৃপক্ষের আদেশের পরিপ্রেক্ষিতে একাধিক কার্যালয়ের ডিডিও হিসেবে দায়িত্ব পালন করতে হয়। পূর্বে একাধিক কার্যালয়ের ডিডিও ( Additional Charge) হিসেবে দায়িত্ব পালনের জন্য iBAS++ সিস্টেমে একাধিক ইউজার আইডি open করতে হতো। “One User One User ID” ধারণা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ডিডিও তিনি তার মূল আইডিতে অতিরিক্ত দায়িত্ব ( Additional Charge) এর রোল ( Role) সংযোজন করতে পারবেন।

আইবাস++ ডিডিও আইডি হতেই ইউজার ডিলিট করা যাবে। অনলাইনে আবেদনের মাধ্যমে ইউজার রোল যোগ বা বিয়োগ করা যাবে

আপনার আইবাস++ এ লগিন করুন এবং কার্যকরী পদক্ষেপ নিন।

ibas++ urgent Notice । Additional DDO Role নেওয়ার/বাতিলের জন্য আবেদনের নির্দেশনা দেখুন

Caption: user guidline pdf

Ibas++ User Delete or Add Process 2024 । পুরাতন ইউজার ডিলিট বা যোগের আবেদন করতে পারবেন

  1. প্রথমে আপনি আপনার মূল ইউজার আইডি অর্থাৎ যে ইউজার আইডি ব্যবহার করে বেতন-বিল এর কার্যক্রমসহ আপনার মূল অফিসের দায়িত্ব পালন করেন উক্ত আইডিতে লগ ইন করুন।
    চিত্রঃ ১
    1| Page
  2. লগ ইন করার পর প্রদর্শিত মেন্যু থেকে Security মেন্যুতে ক্লিক করুন।
  3. হোম পেইজের বাম পাশে পুনরায় Security মেন্যুতে ক্লিক করুন ( চিত্রঃ ৩)। তারপর Entry তে ক্লিক করুন।
  4. Additional Responsibility Management এ ক্লিক করুন।
  5. Additional Charge Entry তে ক্লিক করুন
  6. প্রদর্শিত পেইজে স্বয়ংক্রিয়ভাবে User Login ID দেখতে পাবেন। নিচে Go বাটনে
    ক্লিক করুন।
  7. Go বাটনে ক্লিক করলে Current pay point, Current office, Current designation, Current post, Current role, User name, NID, Mobile number Existing additional responsibility স্বয়ংক্রিয়ভাবে আসবে।
  8. New additional responsibility এর নিচে Pay point, Ministry, Department, Office, Field office, Post নির্বাচন করুন।
  9. From Date এর ঘরে অতিরিক্ত দায়িত্বে কবে থেকে দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন সে তারিখ নির্বাচন করুন এবং To Date এর ঘরে কত তারিখ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন সে তারিখ নির্বাচন করুন।
  10. প্রয়োজনীয় Supporting documents upload বাটনে ক্লিক করে আপলোড করুন।
  11. সকল তথ্য সঠিক থাকলে Save বাটনে ক্লিক করুন।
  12. Save বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি OTP (One Time Password) যাবে। উক্ত OTP নির্দিষ্ট স্থানে টাইপ করুন এবং Verify বাটনে ক্লিক করুন।
  13. Verify বাটনে ক্লিক করলে আপনার মূল ইউজার আইডির বিপরীতে অতিরিক্ত দায়িত্ব ( Additional Charge) Assign হয়ে যাবে এবং নিম্নোক্ত Message দেখাবে।
  14. পরবর্তীতে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস Additional responsibility assign অনুমোদন (Approve) করবেন।

আইবাস++ হতে রিপোর্ট বের করার নিয়ম?

ibas++ Report – প্রথমে আইবাস++ এ বেতন বিল দাখিল করতে হয় –কর্মকর্তা বা কর্মচারী যারই বেতন বিল দাখিল করা হোক না কেন, বেতন বিল এন্ট্রি ও দাখিল কার্যক্রম শেষ করার পর Report মেন্যু হতে রিপোর্ট করতে হয়। আপনি যদি সরকারি ব্যাংকিং ব্যবস্থায় গৃহ নির্মাণ ঋণ গ্রহণ করতে চান তবে আইবাস++ হতে আপনি একটি ঋণ প্রাপ্তির যোগ্যতা সনদ আইবাস++ হতে বের করতে পারেন। নিচের মত একটি প্রত্যয়ন পত্র আইবাস++ হতে অটো জেনারেট করে আপনি এটি গৃহ নির্মাণ প্রাপ্তির জন্য ব্যবহার করতে পারেন।

Report generated from ibas++ । যেভাবে আইবাস++ হতে বেতন রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট বের করবেন

ibas++ GPF Subscription Configuration । DDO ID থেকে যে কোন সময় জিপিএফ চাঁদা বৃদ্ধি করা যাবে

online gpf account balance check । Ibas++ gpf balance check । bas++ gpf statement 2022-23 । ibas++ অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

ibas++ gpf । জিপিএফ স্লিপ । জিপিএফ ব্যালেন্স চেক

Update Staff GPF Subscription from ibas++ । কর্মচারীদের জিপিএফ চাঁদা হ্রাস বৃদ্ধির পদ্ধতি

ibas increment 1 july 2024 | ১ জুলাই ২০২৪ এর ইনক্রিমেন্ট সার্ভিস বুকে এন্ট্রি পদ্ধতি

New ibas++ Website । সরকারি আইবাস++ নতুন ওয়েবসাইট আগামী ১লা জুলাই উদ্বোধন করা হবে

TA Bill Data Load Failed ibas++ । টিএ বিল ফরওয়ার্ড করা যাচ্ছে না কেন?

IBAS++ EID UL Azha Bill Submission 2024 । উৎসব ভাতা (ঈদ বোনাস) দাখিল করা যাচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *