ibas++ GPF Subscription Configuration । DDO ID থেকে যে কোন সময় জিপিএফ চাঁদা বৃদ্ধি করা যাবে
সূচীপত্র
কর্মচারীদের জিপিএফ যে কোন সময় ডিডিও পরিবর্তন করতে পারবেন – জিপিএফ চাঁদা হ্রাস /বৃদ্ধির ক্ষমতা সম্পূর্ণ কর্মচারীর নিজের ইচ্ছার উপর নির্ভর করে – GPF চাঁদা পরিবর্তন করুন
জিপিএফ চাঁদার হ্রাস বৃদ্ধির ক্ষমতা – কর্মচারীর সম্মতিতে জিপিএফ চাঁদা যে কোন সময় হ্রাস বা বৃদ্ধি করা যাবে তবে কোন ভাবে মূল বেতন ৫% এর কম এবং ২৫% এর অধিক কর্তন করার ইচ্ছা পোষন করা যাবে না। জিপিএফ বিধিমালা ১৯৭৯ এর মাধ্যমে জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিল নিয়ন্ত্রিত হয় । নতুন বেসিকেই জিপিএফ বৃদ্ধি করা যাবে।
সাধারণ ভবিষ্য তহবিলে ১৩% সুদ বা মুনাফা প্রদান করা হয়। গত ৫ বছরের জিপিএফ এ মুনাফা দেওয়ার হার দেশের যে কোন স্থির বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ হওয়ায় সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণ তার মূল বেতনের সর্বোচ্চ পরিমাণ জিপিএফ জমা কর্তন করতে ইচ্ছুক। একজন নিম্ন আয়ের কর্মচারীও অন্য কোন খাতে টাকা জমা রাখার চেয়ে জিপিএফ এ তার মুল বেতনের সর্বোচ্চ পরিমাণ ২৫% কাটাতে ইচ্ছুক। প্রতি বছর জুন মাসের বেতন বিল হতে সাধারণ ভবিষ্য নীতিমালা অনুযায়ী বেতন বৃদ্ধি বা কমানো সুযোগ রাখা হয়েছে। জিপিএফ চাঁদার হার পরিবর্তনের সময়কাল ২০২৩
কর্মচারীদের জিপিএফ পরিবর্তনের জন্য আইবাস++ ডিডিও আইডি থেকে Accounting>GPF Management>GPF master data>GPF Subscription Configuration>input Staff NID>Change Subscription Amount>Save>Check DDO Mobile Message>input Code>done Update Staff GPF Subscription from ibas++ । কর্মচারীদের জিপিএফ চাঁদা হ্রাস বৃদ্ধির পদ্ধতি ২০২৩
GPF Subscription Configuration মেন্যু ছাড়া জিপিএফ চাঁদা হ্রাস বা বৃদ্ধি করা যাবে না / জিপিএফ চাঁদা পরিবর্তন করার অপশন
যে মেন্যুর মাধ্যমে জিপিএফ চাঁদা পরিবর্তন বা বন্ধ রাখা যায়।
Caption: ibas++ GPF Subscription Configuration
যেভাবে জিপিএফ চাঁদা পরিবর্তন করা যায় । জিপিএফ চাঁদা হ্রাস/বৃদ্ধির নিয়ম ২০২৪
- login to ibas++ DDO ID or go to accounts office
- click Accounting অথবা budget Execution
- Click GPF Management
- Click GPF master data
- Select GPF Subscription Configuration
- input Staff NID
- Change Subscription Amount (amount 5%-25% of basic)
- Save
- Done
জিপিএফ চাঁদা পরিবর্তন হলে গ্রাহক বা কর্মচারী কি জানতে পারবেন?
হ্যাঁ, জিপিএফ যে কোন পরিবর্তন গ্রাহককে আইবাস++ নোটিফিকেশন প্রেরণ করবেন।– gpf update by one click –Login to ibas++>go to budget execution>Click Budget Execution>Click Master Data>Click GPF Info Edit in Batch> Selection Group> Click GO> Change angist NID> Change amount gpf subscription> click Save> OTP From DDO Mobile> Click Ok> done
Update Staff GPF Subscription from ibas++ । কর্মচারীদের জিপিএফ চাঁদা হ্রাস বৃদ্ধির পদ্ধতি ২০২২
Pingback: জুন মাসে জুলাই মাসের মূল বেতনে ২৫% জিপিএফ বৃদ্ধি নয়।