iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

Special Benefit by ibas++ । সরকারি কর্মচারীগণ যে হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে

বিশেষ ভাতা প্রাপ্যতার ফলে কর্মচারীদের প্রতি বছর এটি ১০০০ টাকাই থাকবে – সরকারি কর্মচারীগণ যে হারে বিশেষ সুবিধা প্রাপ্ত হবে

বিশেষ সুবিধা বৈষম্য কিভাবে আনলো? – ১৪ লক্ষ কর্মচারীর মধ্যে ৯০ শতাংশের মূল বেতন ২০০০০ টাকার নিচে থাকে তাই কর্মচারীগণ ১০০০ টাকা হারেই বিশেষ সুবিধা পাবেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তা যাদের মূল বেতন সিলিংয়ে পৌছে গেছে তাদের বরং কপাল খুলে গেল। গত তিন/চার বছরেও যাদের কোন ইনক্রিমেন্ট লাগেনি তারা এবার বিশেষ সুবিধা বিশেষভাবেই পাবেন। যেমন-ধরুন কোন কর্মকর্তা মূল বেতন শেষ ধাপে বা সিলিংয়ে পৌছে ৭১,২০০ টাকা হয়েছে এ বছর তার বার্ষিক বেতন বৃদ্ধি না হলেও বিশেষ সুবিধা ৭১২০০*৫% = ৩৫৬০ টাকা পাবেন। মোট বেতন ৩৫৬০ টাকা বাড়বে। কর্মচারীদের ক্ষেত্রেও যারা সিলিংয়ে পৌছে গেছে তাদেরও বাড়বে। যেমন ১২তম গ্রেডে কোন কর্মচারীর শেষ সিলিংয়ে ২৭৩০০ টাকা হলে ৫% হারে ১৩৬৫ টাকা পাবেন।

পিআরএল ভোগীদের জন্য কি ভবিষ্যত সুবিধায় আসবে? না। আসবে না। পিআরএল বা অবসর উত্তর ছুটিতে থাকাকালীন বিশেষ সুবিধা ১০০০ টাকা বা ৫% ভোগ করতে পারবে। কিন্তু পিআরএল শেষ সুবিধাও শেষ। অবসর-উত্তর ছুটিতে (PRL) থাকা কর্মচারীগণ PRL গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন। এটি যেহেতু মূল বেতনের সাথে যোগ হবে না তাই পেনশনকালীন কোন সুবিধা প্রাপ্ত হবে না। তবে পেনশনে গেলে তিনি নীট পেনশনের উপর ৫% অথবা ৫০০ টাকা বিশেষ সুবিধা পাবেন। যদি কেউ পিআরএল অবস্থায় বিশেষ সুবিধা ১০০০ টাকা পেতেন তিনি ৫০০ টাকা পাবেন, বিশেষ সুবিধা পিআরএল গেলে কমে যাবে।

সরকারি কর্মচারীদের কার কত বাড়বে? /কর্মচারীদের বাড়বে ১০০০ টাকা এবং কর্মকর্তাদের বাড়বে ৪০০০ টাকা

প্রতি বছর কর্মকর্তাদের বিশেষ সুবিধা বাড়লেও কর্মচারীদের ক্ষেত্রে এটি বাড়বে না। কারণ মূল বেতন ২০০০০ টাকা ক্রসই করতে পারবে না। যারা ক্রস করবে তাদের বাড়বে।

Caption: special benefit chart 2023

মূল বেতন অনুসারে নিচের স্বারনি অনুসারেই আইবাস++ এ অটো যোগ হয়ে যাবে। 

৭৮০০০5%৩৯০০৩৯০০
৭১০৫০5%৩৫৫৩৩৫৫৩
৬৩৫৭০5%৩১৭৯৩১৭৯
৫৮৫০০5%২৯২৫২৯২৫
৫১৩০০5%২৫৬৫২৫৬৫
৫২৪৮০5%২৬২৪২৬২৪
৩৮৮৯০5%১৯৪৫১৯৪৫
৩০৮৪০5%১৫৪২১৫৪২
২৯৫১০5%১৪৭৬১৪৭৬
২০৪৪০5%১০২২১০২২
১৫৯৮০5%৭৯৯১০০০
১৫১৮০5%৭৫৯১০০০
১৫৫০০5%৭৭৫১০০০
১৪৪০০5%৭২০১০০০
১৪৩৯০5%৭২০১০০০
১৩৭৮০5%৬৮৯১০০০
১২৭০০5%৬৩৫১০০০
১৩০৫০5%৬৫৩১০০০
১৩২৩০5%৬৬২১০০০
১২২৪০5%৬১২১০০০

 

অটো কি মূলবেতন যোগ হবে?

না। এটি মূল বেতনে যোগ হবে না। বিশেষ সুবিধা হিসেবে কোন কোড তৈরি করে তাতে বরাদ্দ থাকবে, সেখান থেকেই এ ব্যয় নির্বাহ করা হবে। এটি কোন দিনই মূল বেতনে যুক্ত হবে না ফলে বাড়ি ভাড়া বা পেনশন সুবিধায় কোন প্রভাবই আসবে না। বিশেষ ভাতা হিসেবে প্রতি বছর পেতে থাকবে। অনেকটা মহার্ঘ ভাতার মতই।

সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা ২০২৩ । প্রতিবছর ৫% হারে সর্বনিম্ন ১০০০ টাকা বিশেষ সুবিধা পাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *