ibas pay fixation – নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণিবিন্যাসে বিল প্রস্তুতে প্রয়োজনীয় অফিস আইডি এবং ইকোনমিক কোডের ডাউনলোড লিংক: BC 1 Forms , অফিস/প্রজেক্ট আইডি , নতুন কোড, পুরাতন-নতুন ইকোনমিক কোড, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহের অর্থনৈতিক কোডের রূপান্তর টি.আর. ফরম নং ১৩(গেজেটেড বেতন বিল ), টি.আর. ফরম নং ১৪(ভ্রমণ ব্যয় বিল -গেজেটেড), টি.আর. ফরম নং ১৫(সংস্থাপন কর্মচারীগণের বেতন বিল ), টি.আর. ফরম নং ১৯(ভ্রমণ ব্যয় বিল -নন-গেজেটেড), টি.আর. ফরম নং ২১(ক্রয় , সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল) পুনঃ উপযোজনের পরিপত্র , মাঠ পর্যায়ে বাজেট প্রণয়ন অনলাইন রেজিস্ট্রেশন ম্যানুয়াল নতুন।

iBAS++ (Integrated Budget and Accounting System) is an Integrated Financial Management Information System (GFMIS) of Government of Bangladesh (GoB). It is a software system to keep track of all types of financial transactions, including receipts and payments. The system has been designed to ensure faster delivery of services to the clients. It has been developed over time to meet their emerging financial needs. The system, as of now, contains as many as eight modules that support activities like budget preparation, budget execution, accounting, online bill submission and payment, financial reporting, and so on.

সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয় প্রতিবছর তা কর্মচারী বা কর্মকর্তাদের বার্ষিক পারফরমেন্স যাই থাকুক না কেন? বার্ষিক ইনক্রিমেন্ট পূর্ব নির্ধারিত, যদি সাময়িক বরখাস্ত এবং বিনা বেতন ছুটি মঞ্জুর না করা হয়। শাস্তি প্রাপ্ত কোন কর্মচারীর ক্ষেত্রে ইনক্রিমেন্ট লাগে না। এছাড়া কোন কর্মচারীকে শাস্তি স্বরূপ ১ বা ২ বা ৩ বছরের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত রাখতে পারে। সরকারি চাকরির ইনক্রিমেন্ট ২০২২ । ২ মিনিটে বের করে ফেলুন ফিক্সেশন কপি

উচ্চতর গ্রেড, গ্রেড অবনমন ইত্যাদি কারণে পে ফিক্সেশন করা হয় / পদোন্নতি হলেই পে ফিক্সেশন করতে হবে?

বেতন বাড়ুক বা নাই বাড়ুক পদোন্নতি পেলে অবশ্যই পে ফিক্সেশন করতে হবে।

Pay Fixation মোবাইল দিয়ে Increment এর কপি বের করুন ২ ... - ibas++

payfixation.gov.bd এই সাইটে গিয়ে উচ্চতর গ্রেড এবং পদোন্নতি সংক্রান্ত ফিক্সেশন সম্পন্ন করা যাবে।

অনলাইনে পে ফিক্সেশন করার নিয়ম ২০২৩

  1. ১/৭/২০২২ তা‌রি‌খের বা‌র্ষিক ইন‌ক্রি‌মেন্ট লেগে গেছে।
  2. সরকা‌রি কর্মকর্তা-কর্মচার‌ীদের ১/৭/২০২২ তা‌রি‌খে বা‌র্ষিক ইন‌ক্রি‌মেন্ট যুক্ত হয়।
  3. আপনার ইন‌ক্রি‌মেন্ট যোগ হ‌য়ে‌ছে কিনা দে‌খতে প্র‌বেশ করতে হ‌বে
  4. নিম্নের সাই‌টে: ব্রাউজা‌রে payfixation.gov.bd লিখ‌ে
  5. GO তে ক্লিক কর‌লে নি‌চের সাই‌টে কনভার্ট হ‌বে
  6. https://ibas.finance.gov.bd/ibas2/Fixation সাই‌টে প্র‌বেশ করে
  7. কিছু ধাপগু‌লো অনুসরণ করে পে ফিক্সেশন শেষ করতে হবে।

মোবাইল দিয়ে কি পে ফিক্সেশন করা যায়?

মোবাইল দিয়ে Increment এর কপি বের করুন খুব সহজেই। প্রথমে Pay Fixation ওয়েবসাইটে প্রবেশ করুন এবং খুব সহজ আপনি ইচ্ছে করলে আপনার একাউন্টে ঢুকে মোবাইলের মাধ্যমে আপনার Increment এর কপি বের করে মোবাইলে সংরক্ষণ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। Increment Copy যা হচ্ছে আপনার প্রতি বছর কি পরিমান বেতন বৃদ্ধি পাচ্ছে তার একটি বিবরনী। এই বিবরণীটি সরকারী চাকুরীজীবীদের জন্য খুবই গুরুত্তপূর্ন একটি ডকুমেন্ট। আসুন আমরা নিচের ধাপ গুলো লক্ষ্য করি কিভাবে মোবাইলের মাধ্যমে তা করা যায়। ১ লা জুলাই ইনক্রিমেন্ট লাগছে কিনা চেক করবেন যেভাবে।

Payfixation gov bd – ইনক্রিমেন্ট কপি ২ মিনিটে মোবাইল দিয়ে বের করুন