Increment from ibas++ pay fixation 2021

প্রতি বছরই সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়। বার্ষিক ইনক্রিমেন্ট কপি Payfixation.gov.b এই ওয়েবসাইট থেকে বের করে চেক করতে হয় ইনক্রিমেন্ট লেগেছে কিনা। প্রতিটি কর্মচারী নিজেই ঘরে বসে এটি চেক করতে পারেন। আজ ঘরে বসে ল্যাপটপ বা মোবাইলেই ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করা পদ্ধতিটি বর্ণনা করবো।

যে কোন ব্রাউজারের সাহ্যয্যে অনলাইনে ইনক্রিমেন্ট চেক বা উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ অথবা পদোন্নতিতে বেতন নির্ধারণের জন্য http://www.payfixation.gov.bd/ ঠিকানায় প্রেবেশ করার পর নিচের স্ক্রিন আসবে। এই পেইজের সতর্কতা এবং পূর্ব প্রস্তুতি পড়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন। বিশেষ সতর্কতা: ধীর-স্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। তাড়াহুড়ো করতে যেয়ে কোন ভুল করলে আপনার কাজটি নিষ্পন্ন করতে বিলম্ব হতে পারে। কেবলমাত্র সরকারি কর্মচারীগণ এই সাইট ব্যবহার করবেন। ব্যাংক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সাইটটি প্রযোজ্য নয়।

পূর্ব প্রস্তুতি:

১. জাতীয় পরিচয়পত্র
২. মোবাইল ফোন নম্বর
৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
৬. প্রিন্ট করার ব্যবস্থা

payfixation.gov.bd is now integrated with ibas++

পরবর্তী স্ক্রীনে এসে আপনি জরুরী নির্দেশনাগুলো পড়ে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছিতে টিক চিহ্ন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করবেন।

 
জরুরী নির্দেশনা: (প্রিন্ট নিন এবং বেতন নির্ধারণের সময় নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে অনুসরণ করুন)
১. এই ওয়েবসাইটটি কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য এই ওয়েবসাইটটি প্রযোজ্য নয়।
২. অনলাইনে ০১.০৭.২০১৫ তারিখের বেতন নির্ধারণ সম্পন্ন করার পর বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরণ এবং হিসাবরক্ষণ কার্যালয় হতে তা’ প্রতিপাদন করতে হবে।

সাবধান: কৌতুহলবশতঃ অপ্রয়োজনে কোন অপসনে এন্ট্রি দিলে পরবর্তীতে প্রয়োজনীয় অপসনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে।
৩. যে সকল কর্মচারী ০১.০৭.২০১৫ তারিখের পর ইতোমধ্যে এ সকল সুবিধাদি গ্রহণ করেছেন তাঁদেরকেও অনলাইনের মাধ্যমে ফরম পূরণ এবং প্রতিপাদন সম্পন্ন করতে হবে। এসব সুবিধাদির মধ্যে যেটি আগে প্রাপ্য সেটির বেতন নির্ধারণ এবং প্রতিপাদন আগে সম্পন্ন করতে হবে। এন্ট্রি দেয়ার সময় 17 ডিজিটের (জন্ম সালসহ) এনআইডি এবং পূর্ণ ভেরিফিকেশন নম্বর (যেমন ২২০০-১৪২৫) লিখতে হবে। প্রয়োজনে ‘বেতন নির্ধারণী’ স্ক্রিনের ‘প্রিন্ট প্রিভিউ’ অপসন হতে পূর্ণ ভেরিফিকেশন নম্বর পাওয়া যাবে।
৪. আপলোড করতে হবে এমন কোন আদেশের সাইজ ৩ পৃষ্ঠার অধিক হলে এর ১ম পৃষ্ঠা, সংশ্লিষ্ট নামসম্বলিত পৃষ্ঠা এবং আদেশকারীর স্বাক্ষরযুক্ত শেষ পৃষ্ঠার সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে) আপলোড করতে হবে।
৫. প্রয়োজনে বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরনের নিয়মাবলী ‘ব্যবহার নির্দেশিকা’ তে দেখা যেতে পারে ।
2nd page payfixation.gov.bd is integrated with ibas++

আপনি নিম্নের যে বিষয়ে ফরম পূরণ করবেন তা নির্বাচন করুন। একাধিক বিষয়ে ফরম পূরণের প্রয়োজন হলে যেটি আগে প্রাপ্য সেটি আগে নির্বাচন ও সস্পন্ন করুন। ১ জুলাই ২০১৫ তারিখের বেতন নির্ধারণের জন্য “চলমান বেতন নির্ধারণ” নির্বাচন করুন।
সাবধান: কৌতুহলবশতঃ অপ্রয়োজনে কোন অপসনে এন্ট্রি দিলে পরবর্তীতে প্রয়োজনীয় অপশনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে। যদি ইনক্রিমেন্ট শীট বের করতে চান তাহলে ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করুন।

Pay Fixation Catagories like increment, new joining, Promotion etc

ইনক্রিমেন্ট এ ক্লিক করে করুন। অবশ্যই হ্যাঁ তে ক্লিক করুন। রিপোর্ট অপসনে যেতে চান? হ্যাঁ হলে ‘হ্যাঁ’ এবং না হলে ‘না’ চাপুন। *করণীয় সম্পর্কে ব্যবহার নির্দেশিকা দেখুন

স্বয়ংক্রিয়ভাবে যাঁদের ০১.০৭.২০২১ তারিখের ইনক্রিমেন্ট দেয়া হয়নি:-
1.নতুন নিয়োগপ্রাপ্ত,
2.নতুন নিয়োগপ্রাপ্ত (বেতন সংরক্ষণ) ,
3.যাঁদের ১৫.১২.২০১৫/০১.০৭.২০১৬/০১.০৭.২০১৭/০১.০৭.২০১৮/০১.০৭.২০১৯/০১.০৭.২০২০ তারিখের ইনক্রিমেন্ট এখনও দেয়া হয়নি,
4.হিসাবরক্ষণ অফিসে বেতন নির্ধারণী চুড়ান্তকরণের অপেক্ষাধীন।

landing page of payfixation.gov.bd with ibas++

আপনি নিম্নের যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা নির্বাচন করুন এই পেইজে এসে আপনি যদি সিভিল এ চাকরি করেন তাহলে বেসামরিক ক্লিক করুন। যদি রেলওয়েতে চাকরি করেন তবে রেলওয়েতে ক্লিক করুন। সিজিডিএফ এ চাকরি করলে সিজিডিএফ এ ক্লিক করুন। ক্লিক করলে অটোমেটিকলি পরবর্তী পেইজে চলে যাবেন।

ibas++ civil or landing page for next page

পরবর্তী পেইজে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং ভেরিফিকেশন নম্বর এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করতে হবে। লগিন বাটনে ক্লিক করা মাত্র আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। আপনার মোবাইলে ৪(চার) ডিজিটের Verification code অথবা OTP প্রেরণ করা হবে।

ন্যাশনাল আইডি, ভেরিফিকেশন নম্বর এবং ক্যাপচা এন্ট্রি করে লগিন এ ক্লিক করলেই পরবর্তী ধাপে লগইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত ৪ সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে এমন মেসেজ দেখাবে। Ok করা মাত্র মোবাইলে ম্যাসেজ টোন বেজে উঠেবে।

মোবাইলে আইবাস++ হতে ৪ সংখ্যার ভেরিফিকেশন নম্বর পাঠিয়ে দেওয়া হচ্ছে

অনলাইনে বেতন নির্ধারণে মোবাইল ভেরিফিকেশন নম্বর বা ওটিপি কোডটি স্বল্প সময়ের মধ্যে এন্ট্রি করতে হয়। অন্যথায় ওটিপিটি Expire হয়ে যায়। সেক্ষেত্রে পুনরায় আবার ওটিপি সেন্ট করতে হয় নিচের চিত্রের Resend Code বাটনে চাপ দিয়ে। মোবাইলে যাওয়া ভেরিফিকেশন কোড বা ওটিপি কোডটি এন্ট্রি করতে হয়।

ওয়েটিং ফর ওটিপি কোড

নিচের স্ক্রিনের মত একটি ম্যাসেজ আপনার ফোনে দেখাবে। সেটি অবশ্যই একটি টেলিটক নম্বর থেকে আসবে। কোডটি পে ফিক্সেশন অফিস থেকে অটো জেনারেট হবে। ওটিপি বা One Time Password টি অবশ্যই চার সংখ্যার হবে।

 

কোডটি বসিসে Validate করলে নিচের মত স্ক্রিন আসবে। ইনক্রিমেন্ট (ইনক্রিমেন্ট তারিখ) ড্রপডাউন লিস্ট থেকে ইনক্রিমেন্ট মাস বা সাল সিলেক্ট করে GO বাটনে ক্লিক করতে হবে।

গো ক্লিক না করা পর্যন্ত বেতন শো করবে না।

GO বাটনে ক্লিক করলেই সম্পূর্ণ তথ্য গুলো দেখাবে। কর্মচারীর নাম, পদবী, দপ্তরের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ নির্ধারিথ তারিখে মূল বেতন কত তা উল্লেখ থাকবে। অনেক সময় পদবী ঠিক থাকে না এক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে পদবী ঠিক করে নিতে হবে।

 

মূল বেতন দেখানো হচ্ছে

 

উপরের তথ্যগুলো বার্ষিক বেতন বৃদ্ধি শীটে দেওয়া আছে। বর্তমান বেতন গ্রেড স্কেল গ্রেড-১৪ তে ০১-০৭.২০২১ তারিখে ইনক্রিমেন্টসহ মূল বেতন ১৪,৪০০ টাকা। এটিই বৃদ্ধি প্রাপ্ত মূল বেতন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *