পে ফিক্সেশন বাতিল না করলে কি হবে?– পে ফিক্সেশন বাতিল না করলে বিভিন্ন সমস্যা হতে পারে। অব্যাহতি ছাড়া যেতেহু পে ফিক্সেশন বাতিল করা যায় না তাই পে ফিক্সেশন বাতিল না করা পর্যন্ত আপনি সরকারের নিকট দায়বদ্ধ থাকলেন, পরবর্তীতে অডিট আপত্তি উত্থাপিত হইলে অবশ্যই সরকারি পাওনা পরিশোধ করতে হবে। চাকুরি হতে ইস্তফা প্রদানের দরখাস্ত (নমুনা)।

জিপিএফ জমাকৃত টাকা কি পাওয়া যাবে না? – অবশ্যই পাওয়া যাবে। চাকরি হতে কোন কারণে ইস্তফা প্রদান করলে  পে ফিক্সেশন বাতিল করার পূর্বে জিপিএফ চূড়ান্ত উত্তোলন করে নিবেন। জিপিএফ উত্তোলনের সময় আপনি শুধু মূল জমাকৃত অর্থ ফেরত পাবেন কোন প্রকার সুদ বা মুনাফা পাবেন না। pay fixation verification no

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনি একই দপ্তরে বা অন্য কোন দপ্তরে চাকরি গ্রহণ করে থাকেন অর্থাৎ নতুন কোন চাকরি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে বেতন সংরক্ষণ করতে হবে। অর্থাৎ চাকরির ধারাবাহিকতা রক্ষা করা হলেও পেনশনযোগ্য চাকরিকাল বৃদ্ধি পাবে। ধরুন আপনি কোন একটি দপ্তরে ৫ বছর চাকরি করেছেন এবং  ৫বছর পর অন্য কোন দপ্তরে চাকরি হল তবে আপনি যদি উচ্চতর পদে চাকরি নিয়ে থাকেন তবে বেতন সংরক্ষণের মাধ্যমে উক্ত মূল বেতন সংরক্ষণের মাধ্যমে সেই স্কেল বা মূল বেতন থেকেই নতুন চাকরি শুরু হবে অথবা নতুন স্কেলে নতুন বেতন শুরু হবে কিন্তু সরকারি চাকরিকাল গণনা করা হবে। বেতন সংরক্ষণ কি? বেতন সংরক্ষণে কি কি কাগজপত্র লাগে?

হিসাবরক্ষণ অফিস বা এজি অফিস বরাবর প্রমানকসহ আবেদন করতে হবে/ পে ফিক্সেশন বাতিল করার জন্য পূর্বের পে ফিক্সশন এবং অব্যাহতি পত্র আবশ্যক।

পে ফিক্সেশন বাতিল না করার পর্যন্ত পরবর্তী পুন:রায় পে ফিক্সশন করা যাবে না। প্রধান হিসাবরক্ষণ অফিস/ বিভাগীয় অফিস ছাড়া পে ফিক্সশন বাতিল করা যায় না।

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২২ । চাকরি হতে ইস্তফার পর পে ফিক্সেশন বাতিল করতে হয়

উপজেলা বরাবর চাকরি হতে ইস্তফা প্রদানকারীর আবেদন প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সাথে অবশ্যই অব্যাহতি পত্র সংযুক্ত করে দিতে হবে এবং পূর্বে পে ফিক্সেশন কপি যুক্ত করে দিতে হবে।

Caption: Pay Fixation Cancel Application Format

পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২২

  1. প্রথমে ইস্তফা পত্র দিয়ে অব্যাহতি পত্র বা চাকরি হতে ইস্তফা কার্যকর আদেশ জারি করাতে হবে।
  2. উপরের ফরম্যাট অনুসারে এজি অফিসে আবেদন করতে হবে। ইস্তফাপত্র বা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আদেশ সংযুক্ত করে।
  3. যেহেতু প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ছাড়া স্থানীয় এজি অফিস বা হিসাবরক্ষণ অফিস পে ফিক্সেশন বাতিল করতে পারে না তাই স্থানীয় হিসাবরক্ষণ অফিস কাগজপত্র যুক্ত করে একটি পত্র প্রধান হিসাবরক্ষণ অফিস বরাবর প্রেরণ করবে।
  4. পে ফিক্সশন বাতিল হলে পুনরায় নতুন কর্মস্থলে পে ফিক্সেশন করা যাবে। একই এনআইডি দিয়ে একাধিক কর্মস্থলে পে ফিক্সেশন করা যায় না।

পে ফিক্সশন বাতিলকারী কর্তৃপক্ষ কে?

স্থানীয় অফিস বা উপজেলা অফিস বাতিল করতে পারে না – পে ফিক্সেশন বাতিল প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ঢাকা বা সকল বিভাগীয় হিসাবরক্ষণ অফিস ক্ষমতা সংরক্ষণ করেন। তাই এটি বাতিলের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বা স্থানীয় হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুরোধ পত্র প্রেরণ করতে হয়।

পে ফিক্সেশন বাতিল করার নিয়ম ২০২২