ibas++ ব্যাংক একাউন্ট পরিবর্তন করার নিয়ম ২০২২
সরকারি কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংক হিসাব পরিবর্তন করা যাবে। বাংলাদেশের যে কোন তফসিলি ব্যাংক হিসাবে সরকারি বেতন ভাতা গ্রহণ করা যাবে। কর্মরত কর্মচারীদেরই নয়, পেনশনারগণও তাদের ব্যাংক হিসাব শুধু সোনালী ব্যাংক হিসাব নয়, যে কোন তফসিলি ব্যাংকের হিসাব নম্বর যুক্ত করা যাবে। আমি অবশ্য পেনশনারদেরকে বেসরকারি ব্যাংক হিসাব যুক্ত করার পরামর্শ দিব।
আইবাস++ এ যেভাবে ব্যাংক হিসাবর পরিবর্তন করবেন
আপনি যদি সেল্ফ ড্রয়িং অফিসার হয়ে থাকেন তবে আপনি প্রথমে আপনার চেক বইয়ের উপরের পৃষ্ঠা স্ক্যান করে নিন। প্রথমেই আপনি আপনার আইবাস++ এ লগিন করবেন। লগিন করার পর বাজেট এক্সিকিউশণ অপশনে যাবে। একবারে শুরুতে একটি নতুন অপশন Employee Bank Account change Request Entry (Self ) নামে একটি নতুন অপশন দেখতে পারবেন।
প্রথমে ধাপ আপনি Employee Bank Account change Request Entry (Self ) ক্লিক করবেন যদি এসডিও হয়ে থাকেন। ক্লিক করার পরই আপনার বর্তমান ব্যাংক হিসাব, নাম ঠিকানা ইত্যাদি তথ্য দেখতে পারেন। নাম পরিবর্তন করতে পারবেন না। ব্যাংক হিসাব নম্বর, হিসাবের ধরন, ব্রাঞ্চ নেইম ইত্যাদি তথ্য দিবে। রাউটিং নম্বর অটো চলে আসবে। আপনার চেক বইয়ের উপরের পৃষ্ঠা এটাচ করে Send Code ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি বা ভেরিফিকেশন কোড পাবেন সেটি ইনপুট করে Submit করলেই তথ্য সেইভ দেখাবে Bank Account Outdate Request has been submitted Successfully নিচে তথ্যগুলো সেইভ অবস্থায় দেখাবে। Withdraw তে ক্লিক করলে রিকুয়েস্টটি বাতিল বা রিমুভ হয়ে যাবে। মনে রাখবেন ৪ মিনিটের মধ্যেই ওটিপি দিতে হবে।
দাখিল করা তথ্য ডিডিও মডিউলে Bank Account Change Request Forward by DDO তে ক্লিক করে ডিডিও আপনার রিকুষ্ট ফরওয়ার্ড করবে। হিসাবরক্ষণ অফিস এটি অনুমোদন করলেই আপনার ব্যাংক হিসাব পরিবর্তন হয়ে যাবে।
Employee Bank Account change Request Entry (Staff
কর্মচারীদের ব্যাংক হিসাব পরিবর্তনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য কিন্তু ভিন্ন অপশন ব্যবহার করতে হবে। বাটেজ এক্সিকিউশন হতে Bank Account Change > Budget Execution এ গিয়ে Employee Bank Account change Request Entry (Staff) ক্লিক করলেই এনআইডি চাইবে সেখানে এনআইডি ইনপুট দিয়ে GO তে ক্লিক করলেই স্টাফের ব্যাংক ডিটেইলস দেখাবে। উপরের মত তথ্য পরিবর্তন করলেই ডিডিও আইডিতে তা দেখাবে।
Bank Account Change Request Forward by DDO
কর্মকর্তা বা কর্মচারী যারই ব্যাংক হিসাব পরিবর্তন করেন না কেন তা Bank Account Change Request Forward by DDO এসে জমা হতে অতপর ডিডিও Forward করলেই হিসাবরক্ষণ অফিসে চলে যাবে। হিসাবরক্ষণ অফিসার এনআইডি দিয়ে সার্চ করে তা Approve বা অনুমোদন করলেই ব্যাংক হিসাব পরিবর্তন হয়ে যাবে।
পূর্বে কর্মচারীদের ব্যাংক হিসাব শুধুমাত্র ডিডিও মডিউল থেকে পরিবর্তন করলেই চলতো কিন্তু বর্তমান Bank Account change অপশন চালু হওয়ার পর ডিডিও এবং হিসাবরক্ষণ অফিস দু’জনেই অবগত হতে হবে এবং তাদের অনুমোদন প্রয়োজন পড়বে।
আইবাস++ এ কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকের তথ্য পরিবর্তন করার নতুন নির্দেশনা ২০২২
আরও জানতে ভিডিও দেখুন……..
পেনশনারেরা কিভাবে পরিবর্তন করবে?
হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে পরিবর্তন করতে হবে।