ibas++ Budget Check । অবশিষ্ট বাজেট কত আছে তা চেক করার নিয়ম

আইবাস++ হতে খুব সহজেই অবশিষ্ট বাজেট দেখা যায়-যদিও প্রতিটি দপ্তর তাদের ব্যয়ের হিসাব রাখে তবুও আপনি যে কোন সময় বাজেট চেক করতে পারেন – ibas++ Budget Check Process

বাজেট কি?– বাজেট হল একটি আর্থিক পরিকল্পনা যা একটি সরবরাহকারী সংস্থা, সরবরাহকারী দেশ বা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবহার করে তৈরি হয়। বাজেট হল আর্থিক আয় ও ব্যয়ের পরিকল্পনা যা নির্ধারণ করে কোন প্রকল্প, কার্যক্রম, প্রজেক্ট বাস্তবায়ন করা হয়।

গেজেটেড কর্মকর্তা বা কর্মচারীগণের বেতন বিল অনলাইনে সেইভ বা দাখিল করা যাচ্ছে না। বাজেট বরাদ্দ না থাকলে জুলাই মাসের বেতন বিল দাখিল করা যাবে না। পূর্বের মাসের বেতন বাজেট নেগেটিভ দেখিয়ে আইবাস++ বিল দিয়ে কিন্তু এ মাসে যেহেতু বাজেট বরাদ্দ দেয়া হয়েছে তাই বাজেট বরাদ্দ বিতরণ না হওয়া পর্যন্ত বিল সাবমিট করা যাবে না। ibas++ Budget Check 2022 । নতুন বাজেট পেয়েছেন কিনা তা চেক করার নিয়ম

জুন মাসের বরাদ্দ নেগেটিভ দেখিয়ে পরিশোধ করা হলেও জুলাই মাসের বেতন বিল দাখিলের ক্ষেত্রে অবশ্যই বাজেট বরাদ্দ পেতে হবে। ইতোমধ্যে বাজেট বিভিন্ন দপ্তর অধিদপ্তর গুলোতে ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সদর দপ্তরগুলো শাখা বা কেন্দ্র গুলো বাজেট ডিস্ট্রিবিউশন করছে। ২৫ তারিখের মধ্যে সকল দপ্তর বাজেট পেয়ে যাবে বলে আশা করা যায়।

বাজেট উদ্বৃত্ত ও ঘাটতি চেক করার নিয়ম / ব্যয় রিকনসাইল বা বাজেট সমর্পণের ক্ষেত্রে আইবাস++ এ প্রকৃত ব্যয় বা বাস্তবায়িত ব্যয়ের পরিমাণ জানা যায়

দপ্তর বা মন্ত্রণালয় যদি বাজেট কেটে নেয় তবে আপনি খুব সহজেই তা চেক করে দেখতে পারেন।

ibas++ Budget Check । অবশিষ্ট বাজেট কত আছে তা চেক করার নিয়ম

Caption: Click Ibas++

Check your budget from ibas++ । Budget 2022-23

  1. Login to ibas++ by DDO user ID and Password
  2. Click Accounting
  3. Click Report
  4. Click Progress Report (Budget vs Actual)– Accounting
  5. Click Gerneral Activity
  6. Select Fiscal year and other steps
  7. Select Field office
  8. Select Fiscal Year
  9. Select Bangla Language
  10. Click Run Report
  11. Done

আইবাস++ হতে প্রকৃত ব্যয় জানা যায়?

হ্যাঁ। আইবাস++ হতে আপনি বাজেট, সংশোধিত বাজেট, বিতরণ প্রত্যাহার, মোট বাজেট, প্রকৃত ব্যয় এবং অবশিষ্ট বাজেট জানতে পারবেন। এছাড়াও মোট বিতরণকৃত অর্থ ব্যয়ের হারও দেখা যায়। সম্পূর্ণ বাজেট বাস্তবায়ন হয়েছে কিনা তা জানা যায়।

ibas++ Budget Check । অবশিষ্ট বাজেট কত আছে তা চেক করার নিয়ম

Budget Check 2022-23 । বাজেট এসেছে কিনা দেখে নিন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 311 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *