ibas++ অ্যাপ চালু – এখন কর্মকর্তাগণ গাড়ি বা চলমান অবস্থায় যেখানে আছেন সেখান থেকেই অ্যাপ ব্যবহার করে বেতন বিল দাখিল করতে পারবেন। শুধু বেতন বিল দাখিল নয়, বেশি কিছু রিপোর্টও দেখা যাবে অ্যাপ থেকে। যদি বর্তমানে অ্যাপ থেকে কর্মচারীদের বেতন বিল দাখিলের অপশন চালু হয়নি।

এসডিও বা সেল্ফ ড্রয়িং অফিসারগণ আইবাস++ এর মাধ্যমে বেতন বিল দাখিল করে আসছেন ২০১৮-১৯ অর্থ বছরে থেকেই। এখন অ্যাপটি চালু হওয়ার ফলে বেতন বিল দাখিল আরও একধাপ সহজ হলো। শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি ibas++ App Android Version টি আপনি ডাউনলোড করে নিজের বিল নিজেই দাখিল করতে পারবেন খুব সহজেই।

ibas++ Salary Submission, Festival Bill Submition, Token Report, Bill Status Report Generate এসব কাজ এখন আরও সহজতর হয়ে গেল। আপনি আপনার অ্যাপ ব্যবহার করে এখন বেতন ভাতা সংক্রান্ত সকল কাজ সেরে নিতে পারবেন।

গুগল অ্যাপের মাধ্যমে বেতন বিল দাখিল প্রক্রিয়া ২০২২ / ibas++ google app দিয়ে বেতন বিল দাখিল করার নিয়ম।

just login to ibas++ App>Click 3 Dash>Salary Submission>Select Month of Salary >GO>Submit>Input OTP>Click Ok> Done

ibas++ google play apk

Caption: ibas++ google play apk to submit monthly pay bill of Gezetted officers.

আইবাস++ অ্যাপ দিয়ে বেতন বিল দাখিল করার নিয়ম ২০২২

  1. প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ibas++ অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করুন।
  2. Open App and input User ID and Password and click Login
  3. লগিন করার পর একটি ড্যাসবোর্ড দেখতে পাবেন।
  4. থ্রি ড্যাস এ ক্লিক করলে অনেকগুলো মেন্যু দেখতে পাবেন।
  5. Salary Submission এ ক্লিক করলে একটি পেইজ আসবে যেখানে Pay Point, office, Fiscal year অটো সিলেক্ট হবে।
  6. আপনি শুধু Month of Salary সিলেক্ট করে GO ক্লিক করবেন।
  7. Gross and net Salary দেখতে পাবেন এবং বিস্তারিত নিচে দেখাবে।
  8. স্ক্রল করে নিচে গেলেই Submit দেখতে পাবেন। সাবমিট করলে মোবাইলে ওটিপি যাবে সেটি ইনপুট করে Ok করলেই বেতন বিল দাখিল হয়ে যাবে। কাজ শেষ।

কর্মচারীদের বেতন বিল কি অ্যাপ হতে সাবমিট করা যাবে?

না। – ডিডিও আইডি থেকে লগিন করলেও ডিডিও আইডি’র কর্মচারীদের বেতন বিল দাখিল করার অপশন অ্যাপে দেখাবে না। আপনাকে ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেই কর্মচারীদের বেতন বিল দাখিল করতে হবে। ধন্যবাদ

বি:দ্র: ডেভেলপমেন্ট মুডে এখনও থাকায় একই বিল দুবার সাবমিট দেখাতে পারে। তবে একটি ক্যানসেল হয়ে অন্যটি একটিভ থাকবে। চিন্তার কিছু নেই।

প্রশ্ন: Online এ দাখিলকৃত বিলে Drawing and disbursing officer (DDO) কি কোন ধরনের Correction করত পারে?

উত্তর: গেজেটেড কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত Online বিলে Drawing and disbursing officer (DDO) কোন ধরনের Correction করতে পারে না। তবে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিস (সিএএফও) কর্তৃক বিল Send Back করলে Self Drawing officer বাড়ি ভাড়া ভাতা ও আয়কর Correction করতে পারবেন।

প্রশ্ন: কর্মকর্তাদের Online Pay Bill কি Drawing and disbursing officer (DDO) এর মাধ্যমে ছাড়া দাখিল করা যাবে ?

উত্তর: কর্মকর্তাদের Online Pay Bill Drawing and disbursing officer (DDO) এর মাধ্যম ছাড়া সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল করা যাবে না ।

আরও কোন প্রশ্ন থাকলে +99 02 55110546-55 ডায়াল করুন অথবা Support_dhaka@ibas.gov.bd তে মেইল করুন।