UDA to Administrative Officer 2024 । ইউডিএ হতে প্রশাসনিক অফিসার পদে পদোন্নতি হয়?

একজন প্রশাসনিক কর্মকর্তা, বা প্রশাসনিক কর্মকর্তা, একটি সংস্থাকে প্রশাসনিক সহায়তা প্রদানের জন্য দায়ী ৷ তাদের দায়িত্বের মধ্যে রয়েছে কোম্পানির রেকর্ড সংগঠিত করা, বিভাগের বাজেট তত্ত্বাবধান করা এবং অফিস সরবরাহের তালিকা বজায় রাখা-উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা হতে প্রশাসনিক কর্মকর্তা ২০২৪

কোন আদেশ বলে প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে? বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের ০৯ জানুয়ারি ২০২৪ তারিখের ৮০.০০.০০০০.১১০.১২.০১৩.২৩-১৫ সংখ্যক স্মারকে প্রাপ্ত বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশ মোতাবেক  উপ-প্রশাসনিক কর্মকর্তা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাগণ’কে (পূর্বতন অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারী হিসাবরক্ষক, পরিসংখ্যান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর ১৬,০০০-৩৮,৬৪০/-টাকা (১০ম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

প্রশাসনিক প্রধান কে? সচিব বাংলাদেশের সরকারী প্রশাসনযন্ত্রের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। জনপ্রশাসনের সর্বোচ্চ পদ হলো সিনিয়র সচিব । একজন সচিব সাধারণত কোন মণ্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান বা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয়ের প্রধান জবাবদিহিতা কর্মকর্তা। মন্ত্রিপরিষদ সচিব হলেন সচিবদের মধ্যে জ্যেষ্ঠ। তিনি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের যাবতীয় কাজের ভার সচিবের উপর থাকে। মন্ত্রীর কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। সচিব মন্ত্রীকে সর্বতোভাবে সবক্ষেত্রেই সাহায্য করে। বাংলাদেশের সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্নে আছেন সহকারী সচিব এবং সবার উপরে মন্ত্রী। এটি মূলত স্তরভিত্তিক নীতির উপর ব্রিটিশ কাঠামোর অনুকরণে গড়ে উঠেছে। ছকে তা দেওয়া হলো: মন্ত্রী >> সিনিয়র সচিব>> সচিব>> অতিরিক্ত সচিব >> যুগ্ম সচিব >> উপসচিব >> সিনিয়র সহকারী সচিব >> সহকারী সচিব।

     

প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেল ১৮৪ জন : ডাউনলোড পিডিএফ

প্রশাসনিক কাঠামো ২০২৪ । কোন পদের পর কোন পর ক্ষমতাপ্রাপ্ত হয়?

  • মন্ত্রী > নির্বাহি প্রধান
  • সচিব > প্রশাসনিক প্রধান ও মূখ্য হিসাব নিরীক্ষক
  • অতিরিক্ত সচিব > উপ–বিভাগের প্রধান
  • যুগ্মসচিব > উপ–বিভাগের প্রধান
  • উপ–সচিব > একাধিক শাখার প্রধান
  • সিনিয়র বা জ্যেষ্ঠ সহকারী সচিব > শাখা বা সেকশন প্রধান
  • সহকারী সচিব > শাখা বা সেকশন প্রধান

প্রশাসনিক কর্মকর্তার কাজ কি?

প্রশাসনিক কাজ পরিচালনায় সহায়তা করা। গৃহীত কার্যক্রম এবং সকল তথ্যাদি সংশ্লিষ্টদের অবহিত করা। কর্মকর্তা/কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন হালনাগাদ করণের ব্যবস্থা গ্রহণ ও সংরক্ষণ (কর্মচারীগনের) এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ নিশ্চিত করণ। আদেশ, নিদের্শ বাস্তবায়ন, নিয়োগ, বদলীর আদেশ নিশ্চিতকরণ এবং সদর দপ্তর কর্তৃক চাহিত তথ্যাদি প্রেরণের ব্যবস্থাকরণ। প্রতিষ্ঠানের ভূমি সমূহের দলিল দস্তাবেজ সংরক্ষণ এবং যথাসময়ে খাজনা/ভূমি উন্নয়ন করাসহ এতদসংক্রান্ত পাওনা পরিশোধের ব্যবস্থা গ্রহণ। প্রধান অফিসের আদেশ নির্দেশ সংরক্ষণ এবং চাহিত তথ্যাদি প্রধান অফিসে প্রেরণের ব্যবস্থা গ্রহণ। প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিঘ্ন সৃষ্টি হলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।

 
AO Duty and Job Description । একজন প্রশাসনিক কর্মকর্তা এর দায়িত্ব ও কর্তব্য কি?

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 311 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *