Pay bill submission by DDO from iBAS++ System ডিডিও’র মাধ্যমে বিল দাখিল।

iBAS++ এ যেভাবে একজন SDO এর মাসিক বেতন ভাতাদি পরিশােধ হয়। গ্রাম পুলিশদের চাকরি জাতীয়করণ সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের রায়। জমি ও ফ্ল্যাটের দলিল রেজিস্ট্রি খরচ কমে ১% হয়ে গেল। যে হারে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় (Chart সহ) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়ােগ বিধিমালা, ২০২০। Ibas bill submit by DDO, iBAS++ System এ বর্তমানে Self Drawing Officer গণের Online Pay Bill সংশ্লিষ্ট অফিসের ডিডিও কর্তৃক হিসাবরক্ষণ অফিসসমূহে Forward করা হয়।

ডিডিও মডিউল ব্যবহার করে অনলাইনে বিল দাখিল প্রসঙ্গে।

iBAS++ System এ বর্তমানে Self Drawing Officer গণের Online Pay Bill সংশ্লিষ্ট অফিসের ডিডিও কর্তৃক হিসাবরক্ষণ অফিসসমূহে Forward করা হয়। কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে, কোনাে কোনাে ক্ষেত্রে Self Drawing Officer এর Online Pay bil| সরাসরি হিসাবরক্ষণ অফিসসমূহে দাখিল হয়ে যাচ্ছে যা সঠিক আর্থিক ব্যবস্থাপনার অন্তরায়।

Public Money & Budget Management Act, 2009 অনুযায়ী নির্বাহী বিভাগের সাথে হিসাব রক্ষণ অফিসের রিকনসিলিয়েশন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখিত রিকনসিলিয়েশন প্রক্রিয়া সহজতর করার জন্য সংশ্লিষ্ট ডিডিও এর মাধ্যমে বিল দাখিলের আবশ্যকতা রয়েছে। এ বিষয়ে SPFMS কর্মসূচীকে নিম্নোক্ত বিষয়াদি নিশ্চিত করার জন্য ইতিপূর্বে অত্র কার্যালয় হতে প্রয়ােজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছিল যা নিম্নরূপ:

১। Self Drawing কর্মকর্তা কর্তৃক বিল দাখিলের পর তা ডিডিও কর্তৃক হিসাবরক্ষণ অফিস এ Forward করার পূর্ব পর্যন্ত System এ “Bill Submitted by Self Drawing Officer” শিরােনামে প্রদর্শিত হবে। ডিডিও কর্তৃক বিল Forward করা হলে তা “Bill Forwarded by DDO” হিসেবে প্রদর্শিত হবে। iBAS++ এর Budget Execution এবং Accounting উভয় Module এ এই Status প্রদর্শিত হবে।

২| Budget Execution Module এ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেক DDO এর জন্য ক্রমানুসারে Bill no. generate হবে। Self Drawing Officer তার Bill দাখিলের পর Bill no. টি দেখতে পাবেন।

৩| DDO কর্তৃক বিল Forward করার পর Bill এর টোকেন নম্বর Generate হবে। Bill Forward না হলে তা Accounting Module এ দৃশ্যমান হওয়া সমীচীন হবে না।

এক্ষনে, অনলাইন বিলসমূহ DDO এর মাধ্যমে হিসাব রক্ষণ অফিস সমূহে প্রেরণের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সকল ডিডিও কে iBAS++ সিস্টেমে Registration করা আবশ্যকতা রয়েছে। সে লক্ষ্যে DDO অফিসসমূহকে নিম্নবর্ণিত সময়সীমা অনুযায়ী User Registration নিশ্চিত করার জন্য সকল DDO দেরকে এতদসঙ্গে সংযুক্ত ফরম পূরণ করে (সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে) সংশ্লিষ্ট সাপাের্ট ইঞ্জিনিয়ার এর মাধ্যমে SPFMS কর্মসূচীতে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। । ঢাকা মেট্রোপরিলন এরিয়াসহ সকল বিভাগীয় অফিসসমূহ আগামী ১০ জুন ২০২০ এর মধ্যে। । জেলা এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসসমূহ আগামী ১৫ জুন ২০২০ এর মধ্যে।

অফিস সমূহ  নির্ধারিত সময়সীমা
ঢাকা মেট্রোপ্লিটন এরিয়া সহ সকল বিভগিয় অফিস সমূহ আগামী ১০ জুন, ২০২০ সাল এর মধ্যে।
জেলা এবং উপজেলা হিসাবরক্ষণ অফিস সমূহ আগামী ১৫ জুন, ২০২০ সাল এর মধ্যে।

Pay bill submission by DDO from iBAS++ System ডিডিও’র মাধ্যমে বিল দাখিল:  DOWNLOAD

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 311 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *