NID Info Re-Fetch 2023 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করলে iBas++ Data রি-ফিচ করতে হবে

NID তথ্য সংশোধন করলে আইবাস++ এ তা অটো Reflect করে না, তাই ম্যানুয়ালী তথ্য রি-ফিচ করতে হয়– NID Info Re-Fetch 2023

এনআইডি তথ্য সংশোধণ যুক্ত করতে রি-ফিচ করতে হবে– জাতীয় বেতন-স্কেল-২০১৫ (বেতন ও ভাতাদি) আদেশ অনুযায়ী কোন কর্মকর্তা/কর্মচারীর বেতন নির্ধারণ (Pay Fixation) করে “বেতন-ভাতা পরিশোধ করতে হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের কোন বিষয় কোন কারণে (যেমন: নাম, জন্ম তারিখ, মাস ও সন) সংশোধন করা হলে, উক্ত সংশোধনীসমূহ বেতন নির্ধারণী বিবরণীতে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিফলিত হয় না। এরূপ অবস্থায়, বর্তমানে মূল বেতন নির্ধারণী বাতিল করে সংশোধিত বা নতুন জাতীয় পরিচয়পত্র দিয়ে পুনরায় বেতন নির্ধারণ করতে হয়, ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বেতন নির্ধারণী বিবরণীতে ইতোঃপূর্বে এন্ট্রিকৃত তথ্যাদি (বদলী/পদোন্নতি/প্রযোজ্য অন্যান্য তথ্যসমূহ) পূর্বের ন্যায় এন্ট্রি দেওয়া সম্ভব হয় না। ibas++ User ID Password Change by OTP Code । আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

এতে ‘বিস্তারিত বেতন নির্ধারণী চাকুরী বিবরণী হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে জটিলতা তৈরী হচ্ছে। অপরদিকে, প্রতিনিয়ত এরূপ বেতন নির্ধারণী বাতিল করতে গিয়ে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আইবাস++ তথ্য আপডেট করতে NID Info Re-Fetch হবে। IBAS++ জরুরি বিজ্ঞপ্তি 2023 । যেভাবে আপনি বার্তা স্কিপ করে আইবাস স্ক্রীনে যাবেন

অনিবার্য কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হলে, সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর Approved তথ্যাদি (বদলী/পদোন্নতি/প্রযোজ্য অন্যান্য তথ্যসমূহ) অপরিবর্তিত রেখে কেবল জাতীয় পরিচয়পত্রে সংশোধিত তথ্য iBAS” 4 Employee Basic Information (common)- এর ন্যায় Refetch’ করার অপশন তৈরী অতীব জরুরী বলে এ কার্যালয় মনে করে। NID ভিত্তিতে মোবাইল রেজিস্ট্রেশন নোটিশ ২০২৩ । একই NID দিয়ে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন থাকতে হবে

পে পুন: ফিক্সেশন, উচ্চতর গ্রেড বা অন্য যে কোন কারণে তথ্য হালনাগাদ থাকতে হয় / তথ্য রিফিচ করলে হালনাগাদ তথ্য আইবাস++ এ শো করে

আপনার জাতীয় পরিচয়পত্রে নাম, জন্ম তারিখ, পিতার নাম বা মাতার নামের অংশ, যে কোন তথ্য পরিবর্তন করলে তথ্য রিফিচ করতে হবে।

NID Info Re-Fetch 2023 । জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন করলে iBas++ Data রি-ফিচ করতে হবে

Caption: NID Info Re-Fetch 2023

NID Info Re-Fetch 2023 । কিভাবে তথ্য রিফিচ করবেন?

  1. প্রথমে ডিডিও বা একাউন্টস অফিসার আইবাস++ এ লগিন করবেন।
  2. Budget Excecution হতে মাস্টার ডাটায় যাবেন।
  3. Employee Basic Information ক্লিক করে এনআইডি দিয়ে Next ক্লিক করলেই কর্মকর্তা/ কর্মচারীর তথ্য দেখাবে।
  4. NID Info Re-Fetch Click করে Next
  5. Next and Save Click
  6. Done

NID Info Re-Fetch করবে কে?

Approved করা মূল বেতন নির্ধারণী অপরিবর্তিত রেখে কর্মকর্তা/কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের কোন বিষয় পরিবর্তন বা হালনাগাদ করার নিমিত্ত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অধীন সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় (সিএএফও ডিসিএ/ডিএএফও (ইউএও) এর অফিস প্রধানের User Id তে NID Refetch’ নামে নতুন একটি অপশন সংযোজন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সাধারণ তথ্য পরিবর্তন করলেই ডিডিও বা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার আইডি হতে তথ্য হালনাগাদ করতে হবে।

ডিডিও পরিবর্তন করার নিয়ম ২০২৩ । DDO Replacement Process by Head of Office

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 310 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *