GPF Sub Ledger from SDO ID – আইবাস++ সেল্ফ ড্রয়িং অফিসারগণ খুব সহজেই অনলাইন বা আইবাস আইডি হতে যেভাবে জিপিএফ স্লিপ সংগ্রহ করেন ঠিক একইভাবে জিপিএফ সাব লেজার সংগ্রহ করতে পারেন। GPF sub Ledger from ibas++ । জিপিএফ সাবস্ক্রিপশন ব্রেকডাউন

কর্মকর্তাদের জিপিএফ সাব লেজার বের করার নিয়ম– ibas++ User ID and Password> Click Login> Go to Budget Execution> select reports from below> Click Pay bill reports> Select My GPF sub Ledger from drop down list> Select last year from drop down menu> Select Language English> Click Run Report> You are done

যদি আপনার জমা চাঁদা কর্তনের হিসাব ভুল মনে হয় অথবা জিপিএফ অগ্রিমের কর্তনগুলো ঠিক মতো আসেনি মনে হয় তবে জিপিএফ সাব লেজার উঠিয়ে নিন। জিপিএফ মুনাফার হিসাব করে করবেন যেভাবে সেটি একবার দেখে নিতে পারেন।

সাব লেজারে প্রতি মাসে জমা হওয়া চাঁদা ও অগ্রিমের কিস্তি আলাদা আলাদা ভাবে উল্লেখ থাকে / জিপিএফ সাব লেজার দেখুন

এপ্রিল/২২ মাসে দুইটি বেতন পেয়েছেন। ঈদের কারণে অগ্রিম ঈদ উল ফিতরের বেতন পরিশোধ করায় এমনটি হয়েছে। জিপিএফ হিসাব বের করার নিয়ম। সরকারি কর্মচারীদের লাভজনক বিনিয়োগ

জিপিএফ সাব লেজার দেখুন

Caption: How to get gpf sub ledger from ibas++/ GPF sub Ledger from ibas++ । জিপিএফ সাবস্ক্রিপশন ব্রেকডাউন

Staff GPF Sub Ledger যেভাবে আইবাস++ হতে পেতে পারেন

  1. ডিডিও আইডি হতে আইবাস++ এ লগিন করে Accounting Module এ ঢুকতে হবে।
  2. Click GPF Management
  3. click GPF Reports
  4. Select GPF Sub -Ledger
  5. Select Fiscal Year 2022-23
  6. Input staff’s NID
  7. Click Run Report
  8. done

জিপিএফ চাঁদা কম দেখাচ্ছে মনে হচ্ছে?

প্রথমে মাসে অর্থাৎ জুন মাসে (মে মাসের বেতন বিল) কত কাটিয়েছিলেন? – হ্যাঁ এটি হয়তো আপনার মনে নেই। যারা প্রতিবছরই বেতন বৃদ্ধি হলে জিপিএফ কর্তন বৃদ্ধি করেন তাদের হয়তো এটি মনে রাখা কঠিন। আপনি জিপিএফ সাব লেজার বের করে দেখে মিলিয়ে নিন আপনার জিপিএফ হিসাব ঠিক আছে কিনা। সাব লেজারের সব জমার তথ্য মাস ভিত্তিক দেখায় তাই বুঝতে সুবিধা হয়। উপরের চিত্রে সব ঠিক ঠাকমত দেখাচ্ছে দেখুন।

বি:দ্র: পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট –www.cafopfm.gov.bd ওয়েবসাইট থেকে জিপিএফ চেক আপতত বন্ধ রয়েছে।