জিপিএফ ব্যালেন্স চেক ২০২২ – বর্তমানে অনলাইনেই শুধুমাত্র আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে অনলাইন থেকেই প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ব্যালেন্স চেক করতে পারেন। অনলাইনে সাধারণ ভবিষ্য তহবিল ফান্ড বা জিপিএফ হিসাব দেখার নিয়ম তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ভবিষ্য তহবিল বানানটি কিন্তু ভুল নয়, ভবিষ্যৎ নয় বরং এটি ভবিষ্য হবে। আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে।

পূর্বে জিপিএফ তথ্য জানার জন্য আর্থিক বছর শেষে অর্থাৎ জুলাই মাসে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করতে হতো। যা বর্তমানে অনেক সহজ হয়ে গেছে। অনলাইনেই আপনি আপনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানতে পারছেন। শুধু তাই নয়, জিপিএফ স্লিপের জন্য আপনাকে অতিরিক্ত কোন অর্থও ব্যয় করতে হবে না। ৫০/ ১০০ টাকা করে কোন উৎকোচ ও দিতে হবে না। জিপিএফ স্লিপটিতে কারও স্বাক্ষরও প্রয়োজন নেই।

সরকারি চাকরীজীবিদের বেতন ও অন্যান্য ভাতাদি সুবিধা পরিশোধ বা বন্টনের জন্য ইএফটি পদ্ধতি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) চালু করার পর জিপিএফ হিসাব পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে আনা হয় এবং cafopfm পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতেই জিপিএফ  ও পেনশন চেক করা যাবে। তাই এখন থেকে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা জিপিএফ ফান্ডের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবে।

www cafopfm gov bd gpf । জিপিএফ চেক এখনেই করুন

জিপিএফ বিষয়ে জানতে এবং জিপিএফ ব্যালেন্স মুনাফা ইত্যাদি তথ্য দেখতে এখানে ক্লিক করুন। cafopfm gov bd। GPF Balance Check । জিপিএফ ব্যালেন্স দেখুন

জিপিএফ ব্যালেন্স চেক ২০২২ । অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম জেনে নিন

Caption: CAFOPFM.GOV.BD । cafopfm and pension gov bd

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২২ জেনে নিন

  1. প্রথমে আপনি CAFOPFM লিখে মোবাইল বা ফোনে গুগল করুন।
  2. সার্চ রেজাল থেকে ৫ম রেজল্টে গিয়ে
  3. GPF Information – Technical Alamin এ ক্লিক করুন।
  4. অতপর https://www.cafopfm.gov.bd এই লিংকে গিয়ে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট ভিজিট করুন।
  5. GPF Information এ ক্লিক করে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিন এবং মোবাইল নম্বর দিন।
  6. Submit এ ক্লিক করলে মোবাইলে ম্যাসেজ আসবে। ব্যাস মেসেজটি ইনপুট দিয়ে Submit or OK Click করলেই স্টেটমেন্ট দেখাবে।
  7. যেখানে জিপিএফ প্রতিমাসের চাঁদা, ব্যালেন্স মুনাফা ইত্যাদি দেখাবে।

জিপিএফ চেক করতে কি কি কাগজপত্র লাগে?

GPF balance check online – অনলাইনে জিপিএফ হিসাব বের করার নিয়ম খুবই সহজ একটি প্রক্রিয়া। অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে যে জিনিসগুলো লাগবে তা হল- একটি স্মার্টফোন/ কম্পিউটার/ ট্যাব।  ইন্টারনেট।  NID / SMART ID নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ব্যবহার করেছেন)।  মোবাইল নম্বর (পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন)