online gpf account balance check – Online GPF Balance Check – Now GPF Balance check anytime, it’s easiest way to check gpf balance by online. You just have to go to https://www.cafopfm.gov.bd/. You are away of three step only. click GPF Information and you will get a dialogue box, Input NID and Phone Number then Click Submit, You are just done, You will see your gpf Statement. GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক

সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ প্রত্যেক অর্থ বছরের শেষে জুলাই মাসে জিপিএফ (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) স্লিপ হিসাবরক্ষণ অফিস হতে সংগ্রহ করে থাকে । সরকারি হিসাব ব্যবস্থা ডিজিটালাইজ এর অংশ হিসেবে এখন যে কোন সময় যে কোন জায়গা হতে নিজে নিজে অনলাইনে জিপিএফ হিসাব দেখা যায় অথবা online gpf account balance checkকরা যাবে এবং GPF account slip print করা যাবে। online gpf account balance check । Ibas++ gpf balance check । bas++ gpf statement 2021-22 । ibas++ অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম ২০২২

একাউন্টস অফিস ছাড়াও কর্মচারীর অফিস হতে জিপিএফ ব্যালেন্স ও লেজার চেক করা যায়। এছাড়া কর্মচারী চাইলে নিজেই cafopfm.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে জিপিএফ ব্যালেন্স বা জমা চেক করতে পারেন। জিপিএফ ব্যালেন্স চেক । GPF Online Checking System 2022

পুরাতন জিপিএফ হিসাবের স্লিপটি প্রথমে খুজে বের করুন / ভবিষ্য তহবিলের বাৎসরিক সঞ্চয়ের হিসাব বিবরণী ২০২২

২০২০-২১ অর্থ বছরের জিপিএফ স্লিপ এর সাথে ২০২১-২২ অর্থ বছরের জিপিএফ ম্যাচ করে দেখুন প্রারম্ভিক জের উঠেছে কিনা।

জিপিএফ ঠিক করে নিন

Caption: Mannual GPF slip which is issed by Account office.

জিপিএফ অনলাইনে চেক করার নিয়ম ২০২২ । ম্যানুয়ালি মাস ওয়াইজ হিসাবও কষে নিবেন।

  1. কম্পিউটার বা মোবাইলের Firefox বা Google Chrome ব্রাউজার থেকে www.cafopfm.gov.bd লিখে ভিজিট করুন। উপরের চিহ্নে উল্লিখিত GPF Information (জিপিএফ ইনফর্মেশন) অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।
  2. আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন। Fiscal Year অপশন থেকে যে অর্থবছরের হিসাব দেখতে চান তা সিলেক্ট করেন। এবার Submit বাটনে ক্লিক করুন।
  3. Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। ওটিপি কোডটি হচ্ছে ভেরিফিকেশন নম্বর জিপিএফ যেহেতু খুবই গোপনীয় বিষয় তাই আপনার মোবাইলে ওটিপি পাঠিয়ে যাচাই করা হয়। ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন। পরের পেইজে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ তথ্য দেখতে পাবেন। তার নিচে একটি ছকে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance দেখতে পাবেন।
  4. আপনি চাইলে, উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন। জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না। তবে চাইলে আপনি এটি Save as PDF ক্লিক করে সেইভ করে কম্পিউটার বা মোবাইলে রেখে দিতে পারেন। অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম । জিপিএফ ব্যালেন্স চেক

What kind of information provide by online GPF slip?

here are a lots of information which is remain on GPF slip – like your fiscal year,subscribers name, accounts no, NID,vol no, page no, opening balance,subscriptions and refund,total profit, withdrawal and closing balance option. What about iBAS++? The Bangladesh government ensured Financial supporter banking system for all of its employees. Through this software government provide different kinds of services. Why ibas++ is created? pension holder could hold their payment through the Electronic fund transfer (EFT) system by using a pension database Virtual Reports like financial account and appropriate account. Government could be analyze a wide rage of financial data easily. GPF meaning is General Provident Fund, This Article all About GPF information: Like GPF Balance Check, how to check GPF information, how to check GPF Balance Check, how to see GPF Balance.

GPF Balance Check on Mobile । মোবাইলেই জিপিএফ ব্যালেন্স দেখুন