অর্জিত ছুটিতে থাকা কালে টিফিন ভাতা বাদ দিতে হয়। এজন্য আইবাস++ এ যদি আপনি বেতন গ্রহণ করে থাকেন তবে মাস্টার ডাটায় গিয়ে Employee Salary Information এ গিয়ে এনআইডি দিয়ে ঢুকে টিফিন ভাতা রিমুভ করতে হবে। টিফিন ভাতা বাদ দিয়ে সেভ করে দিলেই হয়ে গেল।

অর্জিত ছুটি বা পিআরএল ছুটির ক্ষেত্রে টিফিন ভাতা প্রাপ্য নয়। তাই টিফিন ভাতা অটোমেটিক বাদ দিতে চাইলে Service Stage management এ গিয়ে Leave Entry করতে হবে ছুটির আদেশ সংযুক্ত করে। Service stage approved by DDO হতে এন্ট্রিকৃত তথ্য ও এটাসমেন্ট অনুমোদন করলেই পরবর্তী বেতন বিল এন্ট্রি করতে গেলে টিফিন ভাতা ছুটিকালীন দিনের জন্য দেখাবে না।

পুরো মাসের টিফিন ভাতা বিকল্প পদ্ধতিতেও আপনি বাদ দিতে পারেন। এজন্য DDO আইবাস++ আইডিতে লগিন করে Employee Salary Information এ গিয়ে টিফিন ভাতা রিমুভ করে দিয়েই হবে।

Remove Tiffin from Salary / Add and remove Tiffin from ibas++ of an employee Salary.

আইবাস++ এ টিফিন বাদ দিতে ছুটি এন্ট্রি করবেন যেভাবে।

Tiffin Allowance from ibas++

Caption: Service Stage Management এ ছুটি এন্ট্রি পদ্ধতি

How to avoid Tiffin Allowance from ibas++ Entrying Leave at service stage management

  1. Login to ibas++
  2. Click Service Stage Management
  3. Click Leave Entry if it earn leave
  4. Select Earn leave or other leave
  5. Select Nature of Pay
  6. Order Number or Issue Number
  7. Order Date
  8. Leave Starting Date
  9. Leave End Date
  10. Upload Leave Order Scanned Coppy
  11. Click Save
  12. Then Go to Leave Approved By DDO
  13. Entry NID and Search it
  14. Selet Employee and Approve it
  15. you ar done

Auto Deduct tiffin allowance from Bill Entry?

Yes After Leave entry at service stage Management, Tiffin will be disappear from Salary Entry. So Do Leave Entry Every month for every employee who took leave Full pay or Half Pay Basis.