Staff Pay bill with Special Benefit 2023 । ডিটেলস রিপোর্ট বিশেষ সুবিধা কোডটি কি এখন প্রিন্টে আসছে?
সূচীপত্র
ডিডিও আইডি হতে কর্মচারীদের বেতন বিল দাখিল করার পর তা প্রিন্ট করতে হয়-প্রিন্ট কপিতে এখন বিশেষ সুবিধা ভাতার টাকার পরিমাণ দেখাচ্ছে – Staff Pay bill with Special Benefit 2023
বেতন বিল আগে দাখিল করলে কি আগে টাকা পাওয়া যায়? হ্যাঁ। যায়। তবে ১ তারিখের আগে কোনভাবেই বেতন পাবেন না। তবে আপনি যত দ্রুত বেতন বিল দাখিল করবেন তত দ্রুত আপনার সিরিয়াল বা টোকেন বসবে। টোকেন বা ক্রমিক নম্বর অনুসারে বেতন বাংলাদেশ ব্যাংক প্রেরণ করে থাকে। তবে আপনার ব্যাংক যদি দেরিতে ইএফটি রিসিভ করেন তবে আপনার হিসাব দেরিতে ক্রেডিট হবে। অনেক ব্যাংক দিন শেষে ইএফটি রিসিভ করলে দেরিতে বেতন পাবেন এটি ভিন্ন ব্যাপার। তবে আপনার ব্যাংক যদি ইনস্ট্যান্ড রিসিভ করে তবে যার টোকেন আগে পড়বে সে আগে বেতন পাবেন।
ibas++ – এই সফটওয়্যারটির মাধ্যমে সরকারি কর্মকর্তাগণ অনলাইনে বেতন ভাতাদি দাখিল করেন। সফটওয়্যারটি আবিস্কার হওয়ার পূর্বে এমএস. ওয়ার্ডে বেতন বিল তৈরি করে দাখিল করতে হত। সফটওয়্যারটি বেতন বিল দাখিল করা সহজ করেছে।
আইবাস++ এ বেতন বিল দাখিল করার পর তা ডিডিও মডিউল এ এসে জমা হয়। ডিডিও কর্মকর্তাদের বিল হিসাবরক্ষণ অফিসে দাখিল না করা পর্যন্ত তা পেন্ডিং অবস্থায় থাকে। তাই যখনই ডিডিও বা আয়ন ব্যয়ন কর্মকর্তা দাখিলকৃত বিলগুলো ফরওয়ার্ড করে তখনই বেতন বিলে টোকেন পড়ে। টোকেনের মাধ্যমেই হিসাবরক্ষণ কর্মকর্তা বিলগুলো খুজে পাশ করে ইএফটি জেনারেট করে থাকেন।
Pay bill with Special Benefit 2023 / Staff Pay bill Details Report
কর্মচারীদের বেতন বিলের ফ্রন্ট পেইজে বিশেষ সুবিধা কোডটি এতদিন দেখা যাচ্ছিল না। এবং রিপোর্টে মোট বেতনে সেটি না এসে মোট বেতন কম দেখাচ্ছিল। এখন আইবাস++ এ সংশোধনী আনায় এটি আসতেছে।
Caption: Staff Bill details with special benefit code
অনলাইন পে বিল সাবমিসশন পদ্ধতি ২০২৩ । যেভাবে বেতন বিল দাখিল করবেন
- প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে।
- রেজিস্টেশনকৃত ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে লগইন করতে হবে।
- Budget Excecution বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করুন।
- তারপর অনলাইন পে বিল সাবমিসশন অপশনে ক্লিক করুন।
- ফিসক্যাল ইয়ার অব স্যালারি থেকে অর্থ বছর সিলেক্ট করুন।
- Month of Salary এর ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করুন।
- Go Button এ ক্লিক করে নিচের বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ দেখুন ঠিকঠাক আছে কিনা।
- কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Settings অপশন ও যান।
- নিচে Submit বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে।
- সেই পাসওয়ার্ড মোবাইল থেকে দেখে বসিয়ে Ok করে দিলেই আপনার কাজ শেষ। অনলাইনে বেতন সাবমিসশন হয়ে গেল।
Can we submit rest and recreation bill by ibas++?
R&R bill from ibas++ – ibas++ yet doesn’t allow to submit rest and recreation statement from ibas++. The monthly Pay bill and Festival bill can be introduced by ibas++. ibas++ is being upgraded day by day. It will be a complete package of government officials at the end of the day.
ibas++ pay fixation-ibas++2 ibas++ login-অনলাইনে বেতন সাবমিট যেভাবে করবেন।