মোবাইল দিয়ে Increment এর কপি । বার্ষিক বেতন বৃদ্ধির কপি ডাউনলোড

Pay Fixation মোবাইলের মাধ্যমে Increment এর কপি বের করা খুব সহজ আপনি ইচ্ছে করলে আপনার একাউন্টে ঢুকে মোবাইলের মাধ্যমে আপনার Increment এর কপি বের করে মোবাইলে সংরক্ষণ করতে পারবেন।

Increment এর কপি যা হচ্ছে আপনার প্রতি বছর যে বেতন বৃদ্ধি পাচ্ছে তার একটি বিবরনী। এই বিবরণীটি সরকারী চাকুরীজীবীদের জন্য খুবই গুরুত্তপূর্ন একটি কাগজ, যা আপনি হার্ড কপি প্রিন্ট করে রেখে দিতে পারবেন।  আসুন আমরা নিচের ধাপ গুলো লক্ষ্য করি কিভাবে মোবাইলের মাধ্যমে তা করা যায়।

Step 1: প্রথমে মোবাইলে যেকোন ব্রাউজারে যাবেন Crome, Firefox, Opera, UC Browser (আমরা ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি)।

Step 2: Search Bar এ লিখবেন Pay Fixation.

Step 3: একধম প্রথমে www.payfixation.gov.bd এই সাইটটি দেখাবে সেখানে Click করবেন।

Step 4: ওয়েবসাইটে ঢুকার পর কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল ভাবে, একদম সবার নিচে দুইটি বাটন আছে (বন্ধ করুন) (পরবর্তী ধাপ) দুই নম্বর বাটনে Click করুন, অর্থাৎ (পরবর্তী ধাপ) বাটনে।

Step 5: আরো একটি পেইজ খুলবে আরো কিছু Important লিখা আছে যা একনজরে দেখে নিবেন ভাল ভাবে। একদম নিচে একটি চেক বক্স সহ “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।” এই লিখাটার বাম পাশে যে চেক বক্স রয়েছে (চার কোণাকৃতির) সেখানে টিক মার্ক দিয়ে (পরবর্তী) বাটনে click করবেন।

Step 6: একদম শেষে ‘ইনক্রিমেন্ট’ লিখা আইকনে Click করবেন। একটি ডাইলগ বক্স আসবে লিখা গুলো পরে ‘হ্যাঁ’ বাটনে Click করবেন।

Step 7: এবার আপনার কর্মক্ষেত্রের ক্যটাগরি পছন্দ করে Click করবেন।

Step 8: ক. আপনার National ID No. দিবেন খ. আপনার Verification No. দিবেন। (Verification No. যদি জানা না থাকে আপনার কর্মক্ষেত্রের হিসাব বিভাগে যোগাযোগ করে জেনে নিতে পারবেন।) গ. Captha এলোমেলো লিখা টি নির্ভুল ভাবে লিখে (Login) বাটনে click করবেন।

Step 9: আপনার মোবাইলে একটি OTP (One Time Password) আসবে সেটা প্রবেশ করার সাথে সাথে আপনার একাউন্টে Login হয়ে যাবেন।

এ বিষয়ে বাংলদেশ সার্ভিস রুলস এ বর্ণনা করে ভিডিও প্রকাশ করা হয়েছে। নিচের লিংক হতে দেখে নিতে পারেন।

মোবাইল দিয়ে Increment এর কপি বের করুন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *