আইবাস++ ইনক্রিমেন্ট যুক্ত করণ ২০২৪ । ইনক্রিমেন্ট লাগাতে অনলাইনে কিছু করতে হয় কিনা
সূচীপত্র
সরকারি কর্মচারীদের জন্য Payfixation.gov.bd ওয়েবসাইট তৈরি করা হয়েছে – বেতন নির্ধারণী কাজ এটি মাধ্যমেই সম্পন্ন হয়– ইনক্রিমেন্ট চেক ২০২৪
Increment copy – অনলাইনে যে কোন সরকারি কর্মচারী তার নিজের বার্ষিক বেতন বৃদ্ধি Payfixation.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন। মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড আসে যার মাধ্যমে কর্মচারী নিজেই মোবাইল থেকে এটি চেক করতে পারেন। তবে অফিস হতে ইনক্রিমেন্ট লাগাতে কিছুই করতে হয় না। ফিক্সেশন কপি বা ইনক্রিমেন্ট সার্টিফিকেট কিছুই অনলাইন হতে বের করতে হয় না। আইবাস++ এ বেতন সেকশনেও কিছু করতে হয় না। প্রতি বছর অটো ইনক্রিমেন্ট লেগে যায় এবং আইবাস++ এ কিছু না করলেও বেতন বিল দাখিলের সময় ইনক্রিমেন্ট যুক্ত হয়েই বেতন বিল দাখিল হয়।
ইনক্রিমেন্ট কি অটো লাগে? হ্যাঁ। সকল সরকারী চাকুরীজীবি গণের ১লা জুলাই ২০২৪ খ্রিঃ নতুন ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়েছে। যাহার বেতন ইএফটিতে হয় তাদের ইনক্রিমেন্ট ফরম ছাড়াই বেতন যথারীতি হবে। অর্থ্যাৎ ইনক্রিমেন্টের জন্য কোন কাজ করতে হবেনা। বার্ষিক বেতন বৃদ্ধিও অটো হয় তাই কোন রকম কিছু করতে হয় না। এটি বার্ষিক ভিত্তিতে একবার চেক করে দেখা দরকার কারণ সফটওয়্যারজনিত কারণে কোন কোন সময় কারও ইনক্রিমেন্ট নাও লাগতে পারে। তখন ম্যানুয়ালি ইনক্রিমেন্ট লাগাতে হয়।
বার্ষিক বেতন বৃদ্ধি দেখার উপায় ২০২৪ – Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code>5352>Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic. ibas++ Increment 2024 । আপনার বার্ষিক বেতন বৃদ্ধি কত দেখে নিন
বার্ষিক বেতন বৃদ্ধি দেখার উপায় ২০২৪ / বার্ষিক বেতন বৃদ্ধি দেখার পদ্ধতি দেখে নেয়া যাক।
Increment check । বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২৪
Caption: Pay Fixation- Annual Pay Fixation by payfixation.gov.bd
যেভাবে নিজের ইনক্রিমেন্ট নিজেই দেখবেন । মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই যাচাই করা যায়।
- Chrome/ Google
- www.payfixation.gov.bd
- Integrated Budget & Accounting System
- পরবর্তী ধাপ
- আমি প্রিন্ট নিয়েছি টিক চিহ্ন টিক দিয়ে পরবর্তী ধাপে চাপ দিবেন।
- ইনক্রিমেন্ট
- হ্যাঁ
- বেসামরিক
- Nid, verification no এবং সঠিক ভাবে কেপচা /এলোমেলো সংখ্যা লিখে Login করুন।
- Ok
- Verifications code /OTP মোবাইলে ম্যাসেজে যাওয়া চার সংখ্যার কোড দিবেন।
- Validate চাপ দিন।
- বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ ড্রপডাউন লিস্ট হতে সিলেক্ট করুন। Click GO >done
বার্ষিক ইনক্রিমেন্ট কি অনলাইনে চেক করা যায়?
বার্ষিক বেতন বৃদ্ধি ২০২৪ – ইনক্রিমেন্টের তারিখের টিক চিহ্নে চাপ দিলে ০১/০৭/২০২৪ এ চাপ তারপর GO তে চাপ দিলে আপনার ফরম আসাবে, স্ক্রিন সর্ট দিয়ে গ্যালারিতে সংরক্ষণ রাখবেন অথবা আপনি পিডিএফ সেইভ বা ডাউনলোড করে মোবাইল বা পিসিতে সংরক্ষণ করে রাখতে পারবেন। উপরের পদ্ধতি অনুসরণ করে ইনক্রিমেন্ট সার্টিফিকেট বা শীট বের করার কোন প্রয়োজনীয়তা নেই। অটোমেটিক আইবাস++ বর্ষ অনুসারে মুল বেতনে ইনক্রিমেন্ট ও বাড়ি ভাড়া যুক্ত করে দেয়। ibas++ Salary information আপডেট করারও কোন দরকার নেই। ২১ তারিখের পর বেতন বিল দাখিল করার সময় মূল বেতন ও বাড়ি ভাড়া অটো আপডেট দেখাবে।