iBAS- Help Desk pdf । Stock take of Bank Account 2024 । এন্ট্রি সমস্যায় কোথায় যোগাযোগ করবেন?
গত কিছুদিন ধরেই প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাব এন্ট্রি ছাড়া ডিডিওগণ বেতন বিল দাখিল করতে পারছে না – iBAS- Help Desk pdf
প্রথমত জানার বিষয় হলো Stock take of Bank Account বলতে আসলে কি বোঝাচ্ছে? এটি হচ্ছে সাম্প্রতিক সময়ে গৃহীত বাংলাদেশ সরকারের একটি উদ্দ্যোগ যার আওতায় দেশের সকল সরকারি প্রতিষ্ঠানসমুহের লেনদেনের জন্য ব্যবহৃত প্রত্যেক অফিসের নিজস্ব ব্যাংক একাউন্টের তথ্যগুলোকে একত্রিত করে একটি সেন্ট্রাল ডাটাবেজ তৈরী করা এবং অপ্রয়োজনীয় ব্যাংক একাউন্ট এর সংখ্যাকে সীমিত / হ্রাস করা।
সর্বপ্রথমে প্রত্যেক অফিস প্রধান (DDO) তার অফিসের একজন ১৬ তম বা তদুর্ধ্ব গ্রেডভুক্ত একজন কর্মচারীকে ব্যাংক একাউন্টের তথ্য এন্ট্রি দেয়ার জন্য ঠিক করে নিবেন। তিনি হবেন Entry User আর DDO নিজে হবেন Approval Officer অতঃপর অফিস প্রধান সেই Entry User কে মনোনীত করে একটি অফিস আদেশ তৈরী করবেন। ( অফিস আদেশের নমুনা কপি পেছনে সংযুক্ত আকারে দেয়া হলো) । তারপর Entry User সেই অফিস আদেশকে স্ক্যান করে Pdf ফরমেট তৈরী করে নিবেন এবং ibas.finance.gov.bd/ibas2 ওয়েবসাইট এ প্রবেশ করে নিচের ভিডিওতে দেয়া নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ক্যাটাগরি নির্বাচন করে সতর্কতার সাথে রেজিস্ট্রেশন করবেন।
আইবাস++ নিয়ে সমস্যায় পড়লে কোথায় যোগাযোগ করবেন? আপনি হয়তো ঠিকঠাক মতই এন্ট্রি বা ইউজার রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সার্ভার বা টিম হতে কোন রেসপোন্স পাচ্ছে না এক্ষেত্রে আইবাস++ টিমের সহিত সরাসরি যোগাযোগ করার প্রয়োজন পড়ে নিচের পিডিএফ ডাউনলোড করে সহায়তা নিতে পারেন।
আইবাস++ সমস্যায় কোথায় যোগাযোগ করবেন / আইবাস++ টিমের কারও নম্বর আছে?
সরাসরি যোগাযোগ করে তথ্য এন্ট্রিজনিত সমস্যার সমাধান করা যাবে।
ইউজার রেজিস্ট্রেশন 2025 । পাসওয়ার্ড আসার পরবর্তী কার্যক্রম কি?
- তারপর কিছুসময় পরে Entry User এর প্রদত্ত মোবাইলে আইবাস আইডি ও One Time পাসওয়ার্ড মেসেজ আকারে আসবে।
- তিনি তখন আইবাসে লগিন করে তার পাসওয়ার্ড পরিবর্তন করে নিবেন। এর দ্বারা আইডি খোলার ধাপ সম্পন্ন হলো।
- অতঃপর Entry User নিচের ভিডিও অনুযায়ী তার অফিসের ব্যাংক একাউন্টের তথ্যসমূহকে আইবাসে এন্ট্রি করবেন।
- youtube.com/watch?v=gUjOt2214gw অথবা ইউটিউবে Stocktaking of ‘Bank Account Information Entry লিখে সার্চ দিন।
- সর্বশেষে অফিস প্রধান তথা DDO নিচের পদ্ধতি অনুসরণ করে সেই এন্ট্রিকৃত তথ্যকে এপ্রুভ ও ফরোয়ার্ড করে দিবেন। youtube.com/watch?v=fDhVVXKggdk Approval লিখে সার্চ দিন ।
- এর মাধ্যমেই Bank Account এর তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন হবে।
ব্যাংক হিসাব তথ্য এন্ট্রি নিয়ে ভিডিও হেল্প পাওয়া যাবে?
হ্যাঁ। ভিডিও দেখে নিন লিংকঃ youtube.com/watch?v=xp-FwnwK54M অথবা ইউটিউবে Stocktaking of Bank Account User Registration লিখে সার্চ দিন। তারপর ডিডিও আইডিতে Entry User এর আইডি খোলার রিকুয়েষ্ট টি যাবে। তিনি নিচের ভিডিও অনুসরণ করে সেই রিকুয়েস্টকে ফরোয়ার্ড করে দিবেন। youtube.com/watch?v=7Pi_uX_Fc-g অথবা ইউটিউবে Stocktaking of Bank Account DDO Registration Approval লিখে সার্চ দিন।
DDO Pay Bill Submission Problem । ব্যাংক হিসাব এন্ট্রি ছাড়া ডিডিও বিল দাখিল করা যাচ্ছে না, করণীয় কি?