২০২১-২২ সালের My GPF Account Slip চেক করলে হিসাব সঠিক আসে না।

জিপিএফ স্লীপ সবসময়ই অর্থ বছর শেষ হওয়ার পর সেটি সঠিক দেখায় এর কারণ হচ্ছে হিসাবরক্ষণ অফিস প্রারম্ভিক জের এন্ট্রি করে অনুমোদন করে দেয়। তাই চলতি ২০২১-২২ অর্থ বছরের জিপিএফ স্লীপ সঠিক পেতে হলে আপনাকে জুন/জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও জিপিএফ স্লিপ অক্টোবর মাসের মধ্যে প্রদানের বিধান রয়েছে।

জিপিএফ হিসাব চেক ২০২০-২১

চলতি ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী অর্থ বছরের জিপিএফ স্লীপ পাওয়া যাবে। অনলাইনে যদি আপনি জিপিএফ স্লিক চেক করতে চান তবে আর্থিক বছর বা ফিসক্যাল ইয়ার আপনাকে ২০২০-২১ সিলেক্ট করতে হবে। যদি আপনি ২০২১-২২ সিলেক্ট করেন তবে তা সঠিক আসবে না।

কিভাবে জিপিএফ হিসাব চেক করে?

প্রথমত, আপনার কম্পিউটার বা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে। আপনার ক্রোম ব্রাউজার টিতে https://www.cafopfm.gov.bd/ এড্রেসটি লিখুন অথবা সরাসরি https://www.cafopfm.gov.bd/gpf-info-html.php এই এড্রেস এ যান।

দ্বিতীয়ত, তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন  (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন।

তৃতীয়ত, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি ওটিপি বা Passcode যাবে আপনি সেটি সরবরাহ করুন। ওটিপিটি চার ডিজিটের হবে। যেমন, ৭২৫৩ এ রকম।

চতুর্থত, ওটিপিটি সবরবরাহ করে Submit button এ ক্লিক করুন। সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ একাউন্ট নম্বর দেখাবে  এবং সাথে ইএফটি হওয়ার পর থেকে কত কর্তন করেছেন এবং কত উত্তোলন করেছেন মুনাফা কত পেয়েছে ইত্যাদি তথ্য শো করবে।

আরও দেখুন: ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করুন।

মোবাইলেও জিপিএফ তথ্য দেখা যাবে? জি

  1. Do google by gpf balance check bd
  2. Click GPF Balance Check BD । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক
  3. Then https://www.cafopfm.gov.bd
  4. Click here for GPF Information
  5. Input your NID Number and Mobile Number. Select Fiscal Year 2020-2021 or 2021-2022
  6. Click Submit
  7. Input OTP from your mobile phone
  8. Just click OK
  9. You will See GPF statement

উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি মোবাইলেও জিপিএফ চেক করতে পারেন।

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *