Stock take of Bank Account Entry করার প্রক্রিয়া 2023 । iBAS ++ এন্ট্রি ছাড়া এ মাসের বেতন বিল ফরওয়ার্ড করার সুযোগ নাই।
প্রতিষ্ঠানির কোন ব্যাংক থাকলে ডিডিও’কে তা এন্ট্রি করতে হবে-ব্যাংক তথ্য এন্ট্রি ছাড়া বেতন বিল দাখিল করা যাবে না – Stock take of Bank Account
Stock take of Bank Account কি? রকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের একজন কর্মকর্তা/কর্মচারী iBAS++ এর Stock Take of Bank Accounts সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করবেন এবং উক্ত কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমোদন (Approve) করবেন।
আইবাস++ এ ব্যাংক এন্ট্রি সংক্রান্ত তথ্য –Stock take of Bank Account এন্ট্রি iBAS ++ এন্ট্রি ছাড়া এ মাসের বেতন বিল ফরওয়ার্ড করার সুযোগ নাই। এজন্য সম্মানিত ডিডিও গণকে মার্চ /২৩ মাসের বেতন বিল ফরওয়ার্ড করার পূর্বে Stock Take of Bank Entry করতে হবে।
Stock take of Bank Account Entry করার প্রক্রিয়া কি? প্রথম ডাটা এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন করতে হবে। আইবাস++ লগইন করার পর ইউজার রেজিষ্ট্রেশন ক্লিক করে এনআইডি নম্বর দিয়ে গো ক্লিক করতে হবে। সংশ্লিষ্ট ইউজারে ওটিপি যাবে।ওটিপি নম্বর লিখে ওকে করার পর স্কীনে একটি ইউজার রেজিষ্ট্রেশন স্বয়ংক্রিয় ভাবে প্রদর্শিত হবে।
এন্ট্রি ইউজার সিলেক্ট করে ও ক্যাপচা দিয়ে আপলোড অপশনে এন্ট্রি ইউজারের আদেশ আপলোড করতে হবে।ওকে করার পর সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে।ডিডিওর আইডিতে এন্ট্রি ইউজার অনুমোদন করলে এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন হবে। এন্ট্রি ইউজার রেজিষ্ট্রেশন করার পর আইডি ও পাসওয়ার্ড প্রাপ্তি পর নিম্নোক্ত প্রক্রিয়ায় ব্যাংক তথ্য সিষ্টেমে অন্তর্ভুক্ত করতে হবে
Stock take of Bank Account এন্ট্রি কেন করতে হয়? যেমন ধরুন স্বাস্থ্যখাতে আপনাদের কোড থেকে এসএসএন এবং মিডওয়াইফ ছাড়া অন্য কেউ বেতন নিতে পারেনা বিধায় আপনাদের মধ্যে যে কোন কাউকে দিয়ে ইউজার আইডি খুলতে হবে। এতে করে সরকারি বাজেট নিয়ন্ত্রণ আরও সহজ হবে।
Stock take of Bank Account Entry করার প্রক্রিয়া 2023 / মূলত সরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যাংক তথ্য এন্ট্রির নির্দেশনা কার্যকর করা হয়েছে
Caption: Stocktaking of Bank Account Entry
ibas++ bank Details Entry । যেভাবে Stocktaking of Bank Account Entry করবেন।
- Budget Execution
- Master Data( Bank Account)
- Budgetary Central Goverment
- Stocktaking of Bank Account Entry
কত তারিখের মধ্যে ব্যাংক তথ্য দাখিল করার কথা ছিল?
সরকারের নগদ ব্যবস্থাপনাকে শক্তিশালী করার লক্ষ্যে সরকারের কার্যকর নগদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠান ও আওতাধীন অধিদপ্তর/পরিদপ্তর এবং মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও প্রকল্প এবং বাজেট বহির্ভূত তহবিলের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত ডাটাবেজ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের একজন কর্মকর্তা/কর্মচারী iBAS++-এর “Stock Take of Bank Accounts” সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করবেন এবং উক্ত কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমোদন (Approve) করবেন। আগামী ১৫ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য বর্ণিত সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও)-কে অবহিত করার জন্য iBAS++ এ ডিডিও’র লগইন স্ক্রিনে সংযুক্ত নোটিশটি দেওয়া হয়েছে। এমতাবস্থায়, ডিডিও’র লগইন স্ক্রিনে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি সংক্রান্ত নোটিশ দেওয়ার বিষয়টি মহোদয়ের সদয় অবগতি এবং সকল হিসাবরক্ষণ কার্যালয়-কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছিল।
ম্যানুয়াল PDF দেখে নিন: ডাউনলোড