BKKB Under ibas++ । বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সহ বেশ কয়েকটি স্বশাসিত প্রতিষ্ঠান আইবাস++ এর আওতায় এসেছে

স্বশাসিত প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে আইবাস++ এর আওতায় আনা হয়েছে – BKKB Under ibas++

কয়টি প্রতিষ্ঠান আইবাস++ এ আসে? – বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর ৩৭তম বোর্ড সভা ২৫ জুন, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ibas++ পদ্ধতিতে অন্তর্ভুক্ত হওয়া সাপেক্ষে কিছু প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত করার নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

আইবাস++ এ অন্তর্ভুক্ত হতে কি কি শর্ত রয়েছে?  বোর্ড সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহকে কিছু শর্তে নির্দেশক্রমে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর অন্তর্ভুক্ত করা হয়।

  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত সাংগঠনিক কাঠামো প্রেরণ;
  • বিদ্যমান জনবলের পূর্ণাঙ্গ তালিকা প্রেরণ;
  • ibas++ পদ্ধতিতে অন্তর্ভুক্ত কর্মকর্তা-কর্মচারীগণের তালিকা;
  • বিদ্যমান জনবল কর্তৃক কর্তৃনকৃত কল্যাণ তহবিলের চাঁদা ও যৌথবীমার প্রিমিয়ারের অর্থ নিয়মিত একাউন্টপেয়ী চেকের মাধ্যমে (চেয়ারম্যান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড) প্রেরণ।

আইবাস++ ও বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

ibas2 has 311 posts and counting. See all posts by ibas2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *