ibas++ Mobile No Change Request Entry– প্রথমেই আইবাস++ ডিডিও আইডিতে  লগিন করে ibas++ Mobile No Change Request Entry (Staff) মেন্যুতে ক্লিক করলে এনআইডি নম্বর চাইবে। এনআইডি নম্বর দিয়ে সার্চ করলে কর্মচারীর বিস্তারিত তথ্য দেখাবে সেখান থেকে আপনি কর্মচারীর মোবাইল নম্বর পরিবর্তনের রিকুষ্ট পাঠাতে হবে।

মোবাইল নম্বর পরিবর্তন রিকুয়েষ্ট পাঠানোর পর এটি হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করতে হবে। হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করলে হিসাবরক্ষণ অফিস অনুমোদন করবে। অনুমোদন করলেই মোবাইল নম্বর পরিবর্তন হবে। পূর্বে বিষয়টি এমন ছিল না। ডিডিও আইডি হতে মাস্টার ডাটায় গিয়েই সরাসরি মোবাইল নম্বর পরিবর্তন করা যেত।

Mobile No Change Request Forward (DDO)- প্রথম ধাপে মোবাইল নম্বর এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ডিডিও আইডি হতে হিসাবরক্ষণ অফিসে ফরওয়ার্ড করতে হবে। মোবাইল নম্বর পরিবর্তন রিকুষ্ট ফরওয়ার্ড করতে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। Mobile No Change Request Forward (DDO) এই মেন্য ব্যবহারের মাধ্যমে হিসাবরক্ষণ অফিসে রিকুয়েস্ট প্রেরণ করতে হবে। হিসাবরক্ষণ অফিস NID ব্যবহার করে অনুমোদন করবে।

আইবাস++ এ মোবাইল নম্বর পরিবর্তন করার নিয়ম / কর্মকর্তা বা কর্মচারীর Mobile Number Change Process 2022

ibas++ Mobile No Change Request Entry (Self) অপশন ব্যবহারের মাধ্যমে কর্মকর্তা তার মোবাইল নম্বর পরিবর্তনের রিকুস্ট প্রেরণ করতে পারে।

Caption: ibas++ Mobile NO Change 2022 । যেভাবে অফিসের মোবাইল নম্বর পরিবর্তন করতে হয়।

সরকারি কর্মচারীদের মোবাইল নম্বর পরিবর্তন করার নিয়ম ২০২২

  1. First Login to DDO ID of ibas++
  2. Click Mobile No Change
  3. Click Mobile No Change Request Entry (Staff)
  4. Input NID and click Search
  5. Click Send Code
  6. Check DDO’s Mobile
  7. Input OTP
  8. Entry Done

ডিডিও কি রিকুয়েস্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে?

জি। মোবাইল নম্বর পরিবর্তনের রিকুয়েস্ট ডিডিও কর্তৃক ফরওয়ার্ড না করা পর্যন্ত হিসাবরক্ষণ অফিস তা রিকুয়েস্ট খুজে পাবে না। তাই ডিডিও আইডি’র মাধ্যমে মোবাইল নম্বর পরিবর্তনের রিকুয়েস্ট হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে। হিসাবরক্ষণ অফিস এনআইডি ব্যবহার করে রিকুয়েস্ট অনুমোদন করবে।

পে ফিক্সেশন মোবাইল নাম্বার পরিবর্তন । Change mobile number in payfixation