ibas++ Month of Accounting অটোমেটিক আসছে না কেন?
সূচীপত্র
অর্থ বছর ২০২১-২২ হলেও একাউন্টিং মাস হবে ২০২২-২৩ – জুন প্রি বেতন বাজেট না থাকলেও বেতন বিল দাখিল করা যাবে – আইবাস++ বেতন বিল দাখিল ২০২২
বেতন বিল দাখিল ২০২২ – জুন প্রি ২০২২ পরবর্তী অর্থ বছরের বাজেট হতে বিয়োগ হবে – আইবাস++ হতে একজন কর্মকর্তা ২০২১-২২ অর্থ বছরে দাখিল হলেও ড্যাসবোর্ডে ২০২২-২৩ অর্থ বছর সিলেক্ট করলে জুন/২২ মাসের বেতন বিল টোকেন নম্বর দেখাবে।
চলতি অর্থ বছর June pre 2022 মাসের বিল দাখিলের সময় বা দাখিল করার পর আমরা বিল খুজে পাচ্ছি না। এমনটি হওয়ার কারণ হচ্ছে আপনি সঠিকভাবে একাউন্টিং মাস সিলেক্ট করতে পারছেন না। Select month -এ Month of Accounting অটোমেটিক মাসের নাম আসছে না কেন? এবং আমরা জুন/22 মাসের কর্মচারীদের বিল কিভাবে লাগাবো? খুব সহজে আপনি Fiscal Year of Salary 2021-22 সিলেক্ট করলেও Month of Account 2022-23 সিলেক্ট করুন।
২০২১-২২ অর্থ বছরের বাজেট অবশিষ্ট রয়ে যাবে না? – না। প্রতি বছর ১২ মাসের বেতন ভাতাদি একক অর্থ বছর হতে পরিশোধ হয়। সে হিসেবে গত বছরের জুন মাসের বেতন বিল চলতি ২০২১-২২ অর্থ বছর হতে কর্তন হয়ে মে পর্যন্ত মোট ১২ মাসের বেতন পরিশোধ হয়েছে। তাই চলতি জুন মাসের বেতন ভাতাদি পরবর্তী বাজেট ২০২২-২৩ হতে পরিশোধ হবে। আপনি আইবাস++ হতে বাজেট শীট ডাউনলোড করে দেখুন আপনার পর্যাপ্ত বাজেট নাই। বকেয়া বিলের বরাদ্দ কি আইবাস++ এ দেখার কোনো সুযোগ আছে?
ibas++ Accounting month next fiscal year / June Pre Salary will be deducted from next Fiscal Year
কর্মচারীদের বেতন বিল দাখিলের ক্ষেত্রে ডিডিওগণ Fiscal Year of Accounting 2022-23 অর্থ বছর সিলেক্ট করুন।
Caption: ibas++ budget Execution DDO ID Dashboard
Bill Submission and EFT File Generated 2022
- Login to ibas++
- Bill Submission to DDO
- DDO forwarded the officer’s bill
- Bill forwarded to the accounts office
- The accounts office Approved the bill
- EFT File Generated by accounts office on 1st day of the month
- EFT Transmitted SMS is sent to the respected bill submitter
- Bangladesh Bank Credited staff and officer’s bank Account by next of EFT
- Bill Amount received by Bank Account against staff and officer’s bill
জুন মাসের বেতন কোন বেতন বিল হতে যাবে?
জুন মাসে উৎসব ভাতা দাখিল করলেও বাজেট থাকা সাপেক্ষে সেটি ২০২১-২২ অর্থ বছর হতেই কর্তন হয়েছে। কিন্তু বেতন বিলে বাজেট না থাকলেও সেটি বিয়োজন দেখিয়ে ২০২২-২৩ অর্থ বছর হতে কর্তন করা হবে। তাই নিশ্চিন্তে ২০২২-২৩ অর্থ বছর একাউন্টিং ইয়ার এবং জুলাই/২২ একাউন্টিং মাস সিলেক্ট করে বেতন বিল দাখিল করুন।
Pay Bill of Officer or Staff for June Pre 2022 । আগামীকাল হতেই বেতন বিল দাখিল করা যাবে।