সরকারি বাসা ভাড়া কর্তন করা নিয়ম ২০২৫– যারা সরকারি বাসায় থাকেন তাদের নামের পার্শ্বে বা বেতন বিলে কোন বাসা ভাড়া বা বাড়ি ভাড়া যুক্ত করা হয় না। বাড়ি ভাড়া হিসেবে (০) শুন্য দেখানো হয়। যারা বাসা ভাড়া প্রাপ্য তাদের কারও বেতন গত বছর ১৭ গ্রেডে মূল বেতন ১৫৪৬০ টাকা হলে উপজেলা পর্যায়ে বাড়ি ভাড়া হবে ১৫৪৬০*৪৫% = ৬৯৫৭ টাকা। চলতি বছর বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন হল ১৬২৪০ টাকা। তাহলে তার বাড়ি ভাড়া দাড়াবে ১৬২৪০x৪০% = ৬৪৯৬ টাকা কিন্তু এক্ষেত্রে ন্যূনতম বাড়ি ভাড়া ৭০০০ টাকা প্রাপ্য হবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড

বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, (ডিসেম্বর ১৫, ২০১৫ খ্রিঃ তারিখ), জাতীয় বেতন-স্কেলে যে বাড়ি ভাড়ার সারণী দেওয়া হয়েছে, তা অত্র ব্লগের সম্মানীত ভিজিটরদের জন্য নিচে নিবেদন করা হল। সরকারি বাসায় যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কোন বাসা ভাড়াই বেতন ভাতায় যোগ হয় না। মোট কথা সরকারি বাসায় থাকলে বাসা ভাড়া প্রাপ্য নয়।  Pay scale 2015 । জাতীয় বেতন স্কেল ২০১৫

বাড়ি ভাড়া কি কমতে পারে? হ্যাঁ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে বাসা ভাড়া কমতেও পারে। যেমন ধরি ১৪ গ্রেডের একজন কর্মচারী ১৫৮৮০ টাকা বেতন পেতে তখন তিনি বাড়ি ভাড়া ৪৫% হারে ৭,১৪৬ টাকা পেতেন। বর্তমানে মূল বেতন ১৬৮৮০ টাকা হওয়ার কারণে তিনি ১৬৮৮০*৪০% = ৬৭৫২ টাকা প্রাপ্য। ন্যূনতম বাড়ি ভাড়া হিসেবে ৭০০০ টাকা পাবেন। এক্ষেত্রে ১৪৬ টাকা বাড়ি ভাড়া কমে গেল সিলিং ক্রস করার কারনে।

সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ২০২৫ / বাড়ি ভাড়া নির্ণয় করার নিময়

মূল বেতনের সিলিং অনুসারে বাড়ি ভাড়া নির্ধারিত হয়।

পে স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ pdf download, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রাপ্য মূল বেতন বিবরণী, চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৫ pdf ,বাড়ি ভাড়া হিসাব, সরকারি বাসা ভাড়া কর্তন, জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট pdf download, জাতীয় বেতন স্কেল ২০২২, বাড়ী ভাড়া

Caption: House rent according to pay scale 2015

বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে সকল জেলা ব্যয় বহুল এলাকা হিসেবে ঘোষিত রয়েছে।

  1. ঢাকা
  2. নারায়নগঞ্জ
  3. চট্টগ্রাম
  4. খুলনা
  5. রাজশাহী
  6. বরিশাল
  7. গাজীপুর
  8. সিলেট
  9. কক্সবাজার

কোন এলাকার জন্য ডিএ অতিরিক্ত ৩০% প্রাপ্য হবেন?

অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত প্রজ্ঞপন নম্বর ০৭.০০.০০০০.১৭৩.৩৪.০১১.১১-২০০ তারিখ: ০২/১০/২০১১ (কপি সংযুক্ত)তে উল্লেখ রয়েছে যে, ব্যয়বহুল স্থানের অর্থাৎ ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, কক্সবাজার, গাজীপুর এবং সিলেট শহরের জন্য সাধারণ হারে অতিরিক্ত ৩০% দৈনিক ভাতা প্রাপ্য।

Pay Scale 2015 । জাতীয় বেতন স্কেল । জাতীয় বেতন স্কেল ২০১৫ ও ২০০৯