জেনারেল প্রভিডেন্ট ফান্ড চেক –পূর্বে জিপিএফ তথ্য জানার জন্য আর্থিক বছর শেষ হলে অপেক্ষা করতে হতো এবং জিপিএফ স্লিপ পেতে ২-৩ মাস লেগে যেত। অর্থাৎ জুলাই মাসে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে জিপিএফ একাউন্ট স্লিপ সংগ্রহ করতে হত। যা বর্তমানে অনেক সহজ হয়ে গেছে তাই আপনি অনলাইনেই আপনার সাধারণ প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স জানতে পারছেন।

সরকারি চাকরীজীবিদের বেতন ও ভাতাদি পরিশোধ ইএফটি এর আওতায় আনা হয়েছে। ইএফটি চালু করার পর জিপিএফ হিসাব পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে আনা চলে যায়। তাই এখন থেকে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা জিপিএফ ফান্ডের হিসাব নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করবে। বেতন হলেই জিপিএফ cafopfm.gov.bd ওয়েবসাইটে হিট করে। তাই এই ওয়েবসাইট হতে চাঁদা দাতা জিপিএফ তথ্য পেতে পারে। অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম । জিপিএফ ব্যালেন্স চেক

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে কি কি জিনিস লাগবে? প্রথমেই লাগবে একটি স্মার্টফোন/ কম্পিউটার/ ট্যাব বা বন্ধুর বা পরিচিত কারও হলেও হবে। দ্বিতীয়ত ইন্টারনেট সংযোগ নিজের বা অফিসের হলেও চলবে। তৃতীয়ত NID / SMART ID নম্বর (পে ফিক্সেশন করার সময় যেটি ব্যবহার করেছেন) যা অবশ্যই একান্তই নিজের হতে হবে। ৪র্থত মোবাইল নম্বর (পে ফিক্সেশনে যেটি ব্যবহার করেছেন) সেটিও নিজেরই হতে হবে।

www.cafopfm.gov.bd । অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

সহজভাবে বলা যায় জিপিএফ হিসাব দেখার জন্য ইন্টারনেট কানেকশন আছে এমন কম্পিউটার বা মোবাইল ফোন থেকে ভিজিট করুন- www.cafopfm.gov.bd > GPF Information এ ক্লিক করুন এবং আপনার এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে সাবমিট করুন। সবশেষে OTP কোড ভেরিফিকেশন করার পর জিপিএফ ব্যালেন্স দেখতে পারবেন।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম | জিপিএফ ব্যালেন্স চেক

GPF balance check on mobile । অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম । জিপিএফ ব্যালেন্স চেক করুন

মোবাইলেই জিপিএফ ব্যালেন্স চেক করতে হলে যে ধাপগুলো অনুসরণ করতে হবে।

  1. মোবাইল বা কম্পিউটারে Firefox বা Google Chrome ব্রাউজার থেকে www.cafopfm.gov.bd লিখে ভিজিট করুন।
  2. উপরের মত কয়েকটি অপশন দেখতে পাবেন সেখান থেকে GPF Information (জিপিএফ ইনফর্মেশন) অপশন থেকে Click Here বাটনে ক্লিক করুন।
  3. আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর (NID/ Smart ID নম্বর) দিন। তারপর, আপনার মোবাইল নম্বর দিন যে নম্বরটি আপনার পে ফিক্সেশন বা ইএফটি করার সময় দিয়েছিলেন। Fiscal Year অপশন থেকে যে অর্থবছরের হিসাব দেখতে চান তা সিলেক্ট করে Submit বাটনে ক্লিক করুন।
  4. Submit বাটনে ক্লিক করার পর Employee Verification এর জন্য আপনার মোবাইলে ৪ ডিজিটের একটি OTP কোড পাঠানো হবে। OTP or One Time Passcode বা ওটিপি কোডটি দিয়ে আবার Submit করুন।
  5. ব্যাস জিপিএফ স্লিপ চলে আসবে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। সেই পেইজে আপনার নাম, এনআইডি নম্বর এবং জিপিএফ এর হিসাব নম্বর সহ সকল জিপিএফ তথ্য দেখতে পাবেন। নিচে ছকে Opening Balance, Subscription, Refund, Profit, Withdrawal and Closing Balance  তথ্য দেখতে পাবেন।

জিপিএফ স্লিপটি প্রিন্ট করা যাবে না?

অবশ্যই যাবে। মোবাইলে হতে প্রিন্ট আইকনে ক্লিক করে ডাউনলোড করুন। কম্পিউটারে হলে প্রিন্ট আইকনে ক্লিক করুন বা CTRL P ক্লিক করুন অর্থাৎ উপরের ডান পাশের Print বাটনে ক্লিক করে জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন।জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য এই প্রিন্ট কপি ব্যবহার করা যাবে। এটিতে কোন প্রকার অফিসিয়াল স্বাক্ষরের প্রয়োজন হয় না।

GPF Statement । জিপিএফ হিসাব দেখার নিয়ম