Gpf balance । জিপিএফ স্লিপ

cafopfm.gov bd gpf information balance check । অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম দেখে নিন

সরকারি কর্মচারীদের জন্য জিপিএফ এবং আধা-সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠানের জন্য সিপিএফ থাকে-এটির মাধ্যমেই সরকারি বা স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী শনাক্ত করা যায় – অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম দেখে নিন

জিপিএফ চেক – বাংলাদেশ সরকার হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে জিপিএফ এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংস্থান করে থাকে। এক্ষেত্রে মুনাফা ১৩% প্রদান করা হয়। যা অন্য কোন সোর্সের উপর প্রদান করা হয় না। সরকারি কর্মকর্তা কর্মচারীগণও তাই সঞ্চয়ের প্রথম ভিত্তি হিসেবে জিপিএফ কেই বেছে নেয়। যদিও মূল বেতনের ৫% অর্থ বাধ্যতামূলকভাবে জিপিএফ এ কর্তনের বিধান রয়েছে। এখন পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে জিপিএফ তথ্য যাচাই করা যায় বা ব্যাংক ব্যালেন্স এর মত জমাকৃত অর্থ এবং মুনাফা চেক করা যায়।

জিপিএফ বর্তমানে সবচেয়ে লাভজনক বিনিয়োগ – সরকারি কর্মচারীদের জমাকৃত অর্থের ব্যালেন্স অনলাইনে নিজে নিজেই চেক করা যায়। পূর্বে শুধু জিপিএফ স্লিপ আসতো তাও ভিন্নভাবে। বর্তমানে আইবাস++ এর সাথে সংযুক্ত করা হচ্ছে তাই জিপিএফ স্লিপ এবং লেজার দেখতে পারবেন কর্মচারী নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই। GPF slip from ibas++ । কর্মচারীদের জিপিএফ আইবাস++ হতেই পাওয়া যাবে।

এখনতো সাদা পেইজ দেখাচ্ছে করণীয় কি? আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেখান থেকে চেক করেন না কেন সাদা পাতা আসবে। যদি আপনি ব্রাউজার পরিবর্তনও করেন তবুও সাদা পাতা বা কাগজ আসবে। একটু অপেক্ষা করুন। সার্ভার ও তথ্য আপগ্রেডের কাজ চলছে। আপগ্রেড বা সার্ভার মেইনটেইন্স শেষ হলে আপনি তথ্য দেখতে পারবেন। GPF Sub Ledger from ibas++ DDO ID । কোন মাসে কত জমা হয়েছে দেখবেন যেভাবে

আপনি যে কোন সময়ই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন / অনলাইনে জিপিএফ স্লিপ বা লেজার দেখা যায়

দীর্ঘদিন সাইটটি বন্ধ থাকার পর অর্থাৎ ওটিপি আসছিল না। ৩-৬ মাস পর সাইটটি ঠিক হয়েছে এখন জিপিএফ চেক করা যায়।

Caption: Check GPF by Click here

জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম । অনলাইনে নিজের এনআইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে ভেরিফিকেশনের মাধ্যমে ফান্ডের তথ্য যাচাই করা যায়

  1. প্রথমে জিপিএফ চেক বা GPF Check লিখে গুগল করতে হবে অথবা সরকারি cafopfm.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  2. NID Number and Mobile Number Input দিয়ে Submit এ ক্লিক করলেই মোবাইলে ওটিপি আসবে।
  3. ওটিপি ইনপুট দিয়ে Ok করলেই একটি ড্যাশবোর্ড আসবে।
  4. ড্যাশবোর্ডে GPF ACCOUNTS SLIP এবং GPF SUBSIDIARY LEDGER দুটি মেন্যু দেওয়া থাকবে যেখানে ড্রপ ডাউন হতে অর্থ বছর সিলেক্ট করে GO কে ক্লিক করলেই তথ্য দেখাবে।
  5. জিপিএফ ব্যালেন্স জানতে GPF ACCOUNTS SLIP মেন্যু ব্যবহার করুন এবং জিপিএফ লেজার দেখতে GPF SUBSIDIARY LEDGER ব্যবহার করুন।
  6. অর্থ বছর সিলেক্ট করে GO ক্লিক করলেই স্লিপ বা লেজার দেখাবে।

জিপিএফ লেজারে কি আপডেট তথ্য দেখায়?

হ্যাঁ দেখায়। তবে লেজারে শুধু চলতি মাসের জমাটি ঠিক ঠাক দেখায়। কিন্তু ব্যালেন্স ও মুনাফা সঠিক দেখায় না। অর্থ বছর শেষ না হওয়ার পর্যন্ত হিসাবরক্ষণ অফিস লেজার অনুমোদন করে না তাই রিয়েলটাইম বা ইন্সট্যান্ট সঠিক তথ্য দেখা যাবে। অর্থ বছর শেষে জিপিএফ স্লিপ সংগ্রহ করে সঠিক হিসাব জানা যাবে। আপনি এখানে লগিন করেও জিপিএফ স্লিপ নিজে নিজেই সংগ্রহ করতে পারেন।

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: অনলাইনে জিপিএফ চেক করতে হবে কেন?

উত্তর: জিপিএফ জমা হচ্ছে কিনা নিয়মিত দেখে রাখা জরুরি।

প্রশ্ন: যে কোন কর্মচারী জিপিএফ চেক করতে পারবেন?

উত্তর: হ্যাঁ। ওটিপি দিয়ে যে কেউ চেক করতে পারবে।

GPF Check by New Way । জিপিএফ ফান্ড চেক করার নতুন নিয়ম ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *