ইনক্রিমেন্ট বের করার নিয়ম ২০২৪ । ১ লা জুলাই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি
সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়। তবে বেসরকারি প্রতিষ্ঠানে প্রতি বছর বেতন বৃদ্ধি করা থাকলেও মালিকের কর্তৃত্বে কোন কোন বছর ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা হয়। সরকারি প্রতিষ্ঠানের বার্ষিক বেতন বৃদ্ধি প্রতি বছর একটি নির্ধারিত তারিখ ১ জুলাই হয়ে থাকে।
ইনক্রিমেন্ট মানে কি?
ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি। এই শব্দটি বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও ব্যাংক সুদ হার বা ইনক্রিমেন্ট শব্দটি ব্যবহার করা হয়। সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মকর্তা বা কর্মচারিদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট শব্দটি বেতন বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার হয়।
সরকারি চাকরির ইনক্রিমেন্ট ২০২৪
সরকারি চাকরির ইনক্রিমেন্ট বা বার্ষিক ইনক্রিমেন্ট বিভিন্ন কারণে হয়ে থাকে। বার্ষিক বেতন বৃদ্ধি এখন একটি নির্ধারিত তারিখেই হয়ে থাকে। পূর্বে জনপ্রতি কর্মচারীদের যোগদান অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি হত। বর্তমানে সকল কর্মকর্তা / কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধি একটি নির্দিষ্ট তারিখ অর্থাৎ ১ লা জুলাই নির্ধারণ করা হয়েছে ২০১৫ সালের পে স্কেল জারির পর থেকে। সরকারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে মূল বেতনের ৩-৫% বৃদ্ধি হয়ে থাকে। বার্ষিক বেতন বৃদ্ধি হতে হতে সিলিং এ পৌছে গেলে আর বেতন বৃদ্ধি পায় না।
মূল বেতন বের করার নিয়ম ২০২৪
নতুন মূল বেতন বের করার নিয়ম হচ্ছে পূর্বের মূল বেতনের সাথে ৫% ইনক্রিমেন্ট যোগ করা। অন্যদিকে বর্তমান মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট যোগ হয়ে নতুন মূল বেতন নির্ধারণ হবে। তাই অনলাইন ফিক্সশন কপি বা ইনক্রিমেন্ট কপি বের করলে যেখানে বর্তমান বা বৃদ্ধি প্রাপ্ত মূল বেতন দেখা যায়। তাই মূল বেতন জানতে ibas.finance.gov.bd/ibas2/Fixation এই ওয়েবসাইটে গিয়ে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির শীট বের করলেই বর্তমান মূল বেতন দেখা যাবে।
ইনক্রিমেন্ট বের করার নিয়ম ২০২৪
Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে >পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক> NID Number, Verification No. , Capcha Entry>Login>OK>Verification Code> 5352 >Validate > ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট >Click GO>Increment Sheet>Go bellow to See Basic.
ইনক্রিমেন্ট চেক ২০২৪
আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন হতে ইনক্রিমেন্ট দেখে নিতে পারেন। এজন্য আপনার এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়বে। আবশ্যিকভাবে আপনার পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটি একটিভ থাকতে হবে। উপরের স্টেপগুলো ফলো করে আপনি ইনক্রিমেন্ট চেক করতে পারবেন।
সরকারি চাকরির ইনক্রিমেন্ট ২০২৪
হ্যাঁ ১ জুলাই প্রথম প্রহরেই ইনক্রিমেন্ট লেগে গেছে। যদি কারও ইনক্রিমেন্ট অটোমেটিক না লেগে থাকে তবে অবশ্যই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে আপডেট করে নিতে হবে। যদি কারও ইনক্রিমেন্ট স্থগিতের প্রয়োজন পড়ে তবে আইবাস++ এ Service Stage management এ Leave or Suspension Entry করতে হবে। যদি কোন কর্মচারীর ইনক্রিমেন্ট স্থগিতাদেশ থাকে এবং পে ফিক্সেশনে ইনক্রিমেন্ট লেগেও যায় তবে হিসাবরক্ষণ অফিসকে অবহিত করণের মাধ্যমে তা বাতিল করতে হবে।
পে ফিক্সেশন ২০২৪
ইনক্রিমেন্ট শিট আপনার সার্ভিস বুকে এন্ট্রি করে অফিস প্রধান কর্তৃক প্রতিপাদন করে সংযুক্ত করতে হবে। আপনাকে ছাড়া আপনার অফিস কর্তৃপক্ষ ইনক্রিমেন্ট শিট বের করতে পারবে না। আপনার মোবাইলে যেহেতু ভেরিফিকেশন কোড যায় তাই আপনি নিজেও এটি বের করে আপনার দপ্তরের প্রশাসন বা হিসাব শাখায় জমা দিন। অনলাইনে ইনক্রিমেন্ট লাগছে কি না এটি এখন পরীক্ষা করা অতি জরুরি কারণ পে ফিক্সেশনে ইনক্রিমেন্ট না লেগে থাকলে আপনার মাসিক বেতন সাবমিট করতে গিয়ে ঝামেলা পোহাতে হবে। আইবাস++ এর সাথে পে ফিক্সেশন ওয়েবসাইট সংযুক্তি থাকায় ইনক্রিমেন্ট না লাগলে আপনার মাসিক বেতন পুরাতন বেসিকেই সাবমিট হবে।
বার্ষিক ইনক্রিমেন্ট ২০২৪
১ জুলাই তাহলে ইনক্রিমেন্ট লেগে গেছে? হ্যাঁ ১ জুলাই প্রথম প্রহরেই ইনক্রিমেন্ট লেগে গেছে। যদি কারও ইনক্রিমেন্ট অটোমেটিক না লেগে থাকে তবে অবশ্যই হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে আপডেট করে নিতে হবে। যদি কারও ইনক্রিমেন্ট স্থগিতের প্রয়োজন পড়ে তবে আইবাস++ এ Service Stage management এ Leave or Suspension Entry করতে হবে। যদি কোন কর্মচারীর ইনক্রিমেন্ট স্থগিতাদেশ থাকে এবং পে ফিক্সেশনে ইনক্রিমেন্ট লেগেও যায় তবে হিসাবরক্ষণ অফিসকে অবহিত করণের মাধ্যমে তা বাতিল করতে হবে।
Pay Fixation 2015
Pay Fixation – After publishing of pay scale 2015, all government employee has completed Pay fixation from www.payfixation.gov.bd. চলমান বেতন নির্ধারণী অপশনের মাধ্যমে কর্মকর্তা/ কর্মচারীগণ পে স্কেল জনিত বেতন নির্ধারণী কাজ সম্পন্ন করেন।
Yet time scale is getting under back date. Some staff is applicable past time scale from 2012 or 2014, in This case pay fixation is mandatory from manual process. Increment needs to be cancelled to pay fixation completing. Pay Fixation is online process after 2015, but previous fixation will be manual.