GPF Slip ও GPF Subledger ডাউনলােড –আগামী অর্থ বছর ২০২৩-২৪ খ্রিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ (বন বিভাগ, ডাক বিভাগ ও বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) যারা Self Drawing Officer তারা তাদের নিজে User ID ব্যবহার করে IBAS+System এর Report Menu অপশনে Pay Bill Menu এ মধ্য হতে GPF Slip ও GPF Subledger ডাউনলােড করতে পারবেন। অপরদিকে, Self Drawing ব্যতিত অন্যান্য কর্মচারীগণ সংশ্লিষ্ট অফিসের “আয়ন-বায়ন কর্মকর্তা (DD0) এর মাধ্যমে তাদের ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত নিৰৱণী (GPF slip ও GPF Subledger) ডাউনলােড করতে পারবেন।

আগামী অর্থ বছর ২০২২-২৩ মিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ বন বিভাগ, ডাক বিভাগ ও
বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) www.pension.gov.bd ওয়েবসাইট হতে প্রত্যেকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র ও তাদের নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মােবাইল নম্বর ব্যবহার করে নিজ ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত বিবরণী (GPF Slip ও GPF Subledger) ডাউনলােড করতে পারবেন।।

আগামী অর্থ বছর ২০২২-২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে এ কার্যালয়ের অধীনস্ত সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্য তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না।

ম্যানুয়াল পদ্ধতি জিপিএফ স্লিপ দেওয়া হবে না / অনলাইন হতে দুইভাবে জিপিএফ স্লিফ পাওয়া যাবে

ibas++ এবং www.pension.gov.bd এই দুটি ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ সংগ্রহ করা যাবে।

Caption: ibas++ system to download gpf slip / www.pension.gov.bd or cafopfm.gov.bd 

How to use www.pension.gov.bd website to download gpf slip 2024-25

  1. Go to https://www.pension.gov.bd/ or Search writing cafopfm in google
  2. You will have to go by your browser address bar using Google Chrome or Mozilla Firfox
  3. Just Click https://www.pension.gov.bd/
  4. Then Click GPF Information Under Link Named Click Here
  5. After Click here, You will get A dialogue box for inputing NID/Smart ID
  6. Phone No (Which is used for EFT in Ibas++)
  7. Select Fiscal Year (it will be past Financial year)
  8. Click Submit
  9. You will get an OTP or Passcode to your registered mobile
  10. Enter 4 Digit OTP Like 5768
  11. Enter OTP and Click Submit
  12. You got your GPF statement

এজি অফিস কি তাহলে জিপিএফ স্লিপ দেবে না?

না – আগামী অর্থ বছর ২০২৪-২৫ খ্রিঃ এর ১লা জুলাই হতে এ কার্যালয়ের অধীনস্ত সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্য তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না। অনলাইন হতে ডাউনলোড করে এটি ব্যবহার করা যাবে কোন সাইন লাগবে না।

ভবিষ্য তহবিল হিসাব বিবরণী ডাউনলোড নির্দেশনা ২০২৫ দেখতে ক্লিক করুন