সর্বশেষ প্রকাশিত

Pay Fixation 2015 । চলমান বেতন নির্ধারণ

সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণী একটি চলমান প্রক্রিয়া। কর্মচারী বা কর্মকর্তার বেতনে কোন পরিবর্তন আসলে অনলাইনে বা ম্যানুয়াল বেতন নির্ধারণী সম্পন্ন করতে হয়। যদি ২০১৫ এর পূর্বে বকেয়া মঞ্জুরী প্রদান করা হয় সেক্ষেত্রে ম্যানুয়াল পে ফিক্সেশনের প্রয়োজন পড়ে।

www.pay.fixation.gov.bd 2022

কোন সরকারি কর্মচারী নতুন যোগদান করলেই অনলাইনে পে ফিক্সেশন সম্পন্ন করতে হয়। অনলাইনে পে ফিক্সেশন করতে চাইলে প্রথমেই www.pay.fixation.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হয়। যোগদানের সকল কাগজপত্র সামনে নিয়ে অনলাইনে পে ফিক্সশন কার্যক্রম সম্পন্ন করতে হয়। ফিক্সেশন করতে গেলে প্রথমেই এনআইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করতে হয়। সকল কাগজপত্র আপলোড করে ফিক্সেশন সম্পন্ন করতে হয় এবং ফিক্সেশন শেষ করে হিসাবরক্ষণ অফিস হতে Approve করতে হয়।

অনলাইনে বেতন নির্ধারণী বর্তমানে

২০১৫ সালের পরে যে কোন প্রকার বেতন পরিবর্তন বা বেতন নির্ধারণী সঠিকভাবে সম্পন্নের জন্য www.pay.fixation.gov.bd এই ওয়েবসাইটের সাহায্য নিতে হয়। কোন ভাবেই অন্য কোনভাবে মূল বেতন পরিবর্তন করা যাবে না। ইচ্ছা করলেই দুটি ইনক্রিমেন্ট বেশি দেওয়া যাবে না অথবা ইচ্ছু করলেই কারও বেতন কমানো যাবে না। অনলাইন প্রসেসের মাধ্যমে বেতন পরিবর্তন করলে তা আইবাস++ এ হিট করে তাই যে কোন পরিবর্তন একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া।

পে ফিক্সেশন ২০২২

উচ্চতর গ্রেড, পদোন্নতি, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড যে কোন প্রকার সুবিধা প্রাপ্য হইলেই পে ফিক্সেশন করতে হয়। পে ফিক্সেশনের মাধ্যমে কর্মস্থল ও হিসাবরক্ষণ অফিসের অনুমোদনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে বেতন নির্ধারণী সম্পন্ন করতে হয়। পে ফিক্সেশনে কোন প্রকার ভুল ভ্রান্তি সন্নিবেশিত হইলে পে ফিক্সেশন বাতিল করে পুনরায় তা সম্পাদন করতে হয়।

অনলাইনে বেতন নির্ধারণ ২০২২

সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।

অনলাইন পে ফিক্সেশন

ধীর-স্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। তাড়াহুড়ো করতে যেয়ে কোন ভুল করলে আপনার কাজটি নিষ্পন্ন করতে বিলম্ব হতে পারে।
কেবলমাত্র সরকারি কর্মচারীগণ এই সাইট ব্যবহার করবেন। ব্যাংক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সাইটটি প্রযোজ্য নয়। পে ফিক্সেশন বাতিল

Online pay fixation 2022

১. জাতীয় পরিচয়পত্র,  ২. মোবাইল ফোন নম্বর, ৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে), ৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে), ৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’, ৬. প্রিন্ট করার ব্যবস্থা

উপরোক্ত পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেই বেতন নির্ধারণী সম্পন্ন করতে হয়।

ইনক্রিমেন্ট 2022

প্রতি বছরই বার্ষিক বেতন বৃদ্ধির ফরম বের করার প্রয়োজন পড়ে। ইনক্রিমেন্ট সাধারণত ৫% হারে নির্ধারণ হয়। জাতীয় বেতন বৃদ্ধির সারণী মোতাবেক প্রতিবছর ইনক্রিমেন্ট হয়ে থাকে। বিভাগীয় মামলা, বরখাস্ত, বিনা বেতনে ছুটি ইত্যাদি কারণ না থাকলে বার্ষিক বেতন বৃদ্ধি হয়। অনলাইনে খুব সহজেই বেতন বৃদ্ধি চেক করা যায়। রাত ১২ টার পর অনলাইনে অটোমেটিক ইনক্রিমেন্ট লেগে গেছে।

Pay Fixation 2015

জরুরী নির্দেশনা-(প্রিন্ট নিন এবং বেতন নির্ধারণের সময় নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে অনুসরণ করুন)- ১. এই ওয়েবসাইটটি কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য এই ওয়েবসাইটটি প্রযোজ্য নয়। ২. অনলাইনে ০১.০৭.২০১৫ তারিখের বেতন নির্ধারণ সম্পন্ন করার পর বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরণ এবং হিসাবরক্ষণ কার্যালয় হতে তা’ প্রতিপাদন করতে হবে। সাবধান: কৌতুহলবশতঃ অপ্রয়োজনে কোন অপসনে এন্ট্রি দিলে পরবর্তীতে প্রয়োজনীয় অপসনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে। ৩. যে সকল কর্মচারী ০১.০৭.২০১৫ তারিখের পর ইতোমধ্যে এ সকল সুবিধাদি গ্রহণ করেছেন তাঁদেরকেও অনলাইনের মাধ্যমে ফরম পূরণ এবং প্রতিপাদন সম্পন্ন করতে হবে। এসব সুবিধাদির মধ্যে যেটি আগে প্রাপ্য সেটির বেতন নির্ধারণ এবং প্রতিপাদন আগে সম্পন্ন করতে হবে। এন্ট্রি দেয়ার সময় 17 ডিজিটের (জন্ম সালসহ) এনআইডি এবং পূর্ণ ভেরিফিকেশন নম্বর (যেমন ২২০০-১৪২৫) লিখতে হবে। প্রয়োজনে ‘বেতন নির্ধারণী’ স্ক্রিনের ‘প্রিন্ট প্রিভিউ’ অপসন হতে পূর্ণ ভেরিফিকেশন নম্বর পাওয়া যাবে। ৪. আপলোড করতে হবে এমন কোন আদেশের সাইজ ৩ পৃষ্ঠার অধিক হলে এর ১ম পৃষ্ঠা, সংশ্লিষ্ট নামসম্বলিত পৃষ্ঠা এবং আদেশকারীর স্বাক্ষরযুক্ত শেষ পৃষ্ঠার সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে) আপলোড করতে হবে। ৫. প্রয়োজনে বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরনের নিয়মাবলী ‘ব্যবহার নির্দেশিকা’ তে দেখা যেতে পারে ।

বার্ষিক বেতন বৃদ্ধি: দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *