ibas++ Staff Festival Bill Submission । দূর্গাপূজা উৎসব ভাতার বিল দাখিল করার নিয়ম
দূর্গাপূজোর উৎসব ভাতার বিল দাখিল করা যাচ্ছে – বর্তমানে আইবাস++ এ হিন্দু ধর্মাবম্বীদের উৎসব ভাতার বিল দাখিল করার নিয়ম– ibas++ Staff Festival Bill Submission Process 2024
২টি উৎসব ভাতার বিল একই সাথে দাখিল ২০২৪– মুসলমানদের দুটি ঈদে ঈদুল আযহা বা ঈদুল ফিতর উৎসব ভাতার বিল পেয়ে থাকে – হিন্দু ধর্মাবম্বীদের একই সাথে দুটি মূল বেতন প্রদান করা হয়। জুলাই মাসের ইনক্রিমেন্টসহ দুটি উৎসব ভাতার বোনাস একই সাথে পেয়ে থাকেন। সম্মানিত সনাতন ধর্মাবলম্বী চাকরিজীবি, দূর্গাপূজা- ২০২৩ এর উৎসব বোনাস বিল সাবমিট করা যাচ্ছে। আপনারা চাইলে বিল সাবমিট করতে পারেন।
ibas++ Staff Festival Bill Submission- ডিডিও কর্মচারীদের হয়ে দূর্গাপূজার উৎসব ভাতার বিল দাখিল করে থাকে। কর্মকর্তাগণ নিজ নিজ আইডি হতে দূর্গাপূজার উৎসব ভাতার বিল দাখিল করেন। উৎসব ভাতার বিল ডিডিও’র মাধ্যমে ফরওয়ার্ড করার প্রয়োজন হয় না। Login to ibas++ >Staff Festival Bill Entry>Select All>Save and Go to Employee Pay bill Submission>Click Submit>done. আইবাস++: দূর্গাপূজার উৎসব ভাতার বিল দাখিল সংক্রান্ত।
কর্মচারী দূর্গাপূজার বিল দাখিল করা গেলেও Staff Bill Details Print করা যাচ্ছে না। শুধুমাত্র Staff bill Summary প্রিন্ট করা যায়। আবার টোকেন নম্বর প্রিন্টে আসছে না। টোকেন নম্বর অফিসের নাম ইত্যাদি ম্যানুয়ালি লিখে দিতে হচ্ছে। Employee Bill Submission এ গিয়ে Staff Summary Print করে যুক্ত করে রাখা যেতে পারে যেহেতু Bill Details প্রিন্ট করা যাচ্ছে না। কর্মকর্তাগণ প্রিন্ট করতে পারবেন। কর্মচারীদের ক্ষেত্রে টপ পেইজ প্রিন্ট হবে কিন্তু টোকেন নম্বর লিখা আসবে না তাই অবশ্যই হাতে লিখে দিতে হবে।
হিন্দুদের উৎসব ভাতার বিল দাখিল পদ্ধতি / দূর্গাপূজার উৎসব ভাতার বিল দাখিল করার নিয়ম ২০২৪
Click Online Pay bill>Staff Festival Bill Entry>Select Fiscal Year>Select Month of Accounting>Select DDO and Click GO>Select Staff All>Save Now
Caption: Click Employee Pay bill Submission>Select Fiscal Year>Select Month of Accounting>Select DDO>Submit>done
How to Submit Durga puja Festival Bill from ibas++
- প্রথমে আইবাস++ এ লগিন করে বিল এন্ট্রি সম্পন্ন করতে হবে।
- Click Online Pay bill>Staff Festival Bill Entry>Select Fiscal Year>Select Month of Accounting (Durga Puja -OCT-2020 )> Select DDO and Click GO
- Select Staff All>Save Now
- দ্বিতীয়ত Employee Pay bill Submission দাখিল সম্পন্ন করতে হবে।
- Select Fiscal Year>Select Month of Accounting>Select DDO>Submit>done
- তৃতীয়ত Report থেকে Staff Bill Summary প্রিন্ট করতে হবে। বিল ডিলেটেইলস আসবে না।
দূর্গাপূজার বিল দাখিলে যদি কোন স্টাফের নাম না আসে?
ধর্ম চেক করুন – দূর্গাপূজার বিল দাখিল করতে গিয়ে যদি কোন স্টাফ বা কর্মকর্তার নাম না পাওয়া যায় তবে চেক করুন ধর্ম ঠিক ঠিক উল্লেখ রয়েছে কিনা। আইবাস++ এ মাস্টার ডাটায় চেক করুন যে, উক্ত কর্মকর্তা বা কর্মচারীর Islam ঠিক আছে কিনা। যদি ভুল ক্রমে হিন্দু ধর্মের পরিবর্তে অন্য কোন ধর্ম এন্ট্রি করা থাকে তবে দূর্গাপূজার বিল দাখিলের সময় স্টাফ বা কর্মকর্তার বিল দাখিল করা যাবে না।