Bangla New Year Bill Submission 2025 । আইবাস++ এ বাংলা নববর্ষ ভাতা দাখিল করার নিয়ম
নববর্ষ ভাতা দাখিল করা এখনই খুবই সহজ। অনলাইনে আইবাস++ এর মাধ্যমে একজন কর্মকর্তা মাত্র ২ মিনিটে উৎসব ভাতা অর্থাৎ বাংলা নববর্ষ ভাতার বিল দাখিল করতে পারেন। ডিডিও কর্মচারীদের পক্ষে আইবাস++ এ বৈশাখী ভাতার বিল দাখিল করতে পারেন। বাংলা নববর্ষ ভাতা বা বৈশাখী ভাতার বিল ডিডিও মডিউলে জমা হয় না সরাসরি হিসাবরক্ষণ অফিসে দাখিল হয়-Bangla New Year Bill Ibas++ Submission 2025
কর্মকর্তাদের বাংলা নববর্ষ ভাতা দাখিল পদ্ধতি
কর্মকর্তাগণ তাদের মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন। বাংলা নববর্ষ ভাতা পেতে একজন কর্মকর্তাকে অনলাইনে আইবাস++ এ বোনাস বা উৎসব ভাতার বিল দাখিল করতে হবে। কর্মকর্তাদের বাংলা নববর্ষ ভাতা ডিডিও-কে আর ফরওয়ার্ড করতে হবে না। এটি সরাসরি হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ হবে।
কর্মকর্তাদের বৈশাখী ভাতার বিল দাখিল প্রক্রিয়া
ক্যাপশন: বিল দাখিলের পর টোকেন পড়ে যাবে। টোকেন ব্যবহার করে রিপোর্ট এ গিয়ে বাংলা নববর্ষ ভাতার বিল প্রিন্ট করে নিতে হবে।
নববর্ষ ভাতা বিল দাখিল করবেন যেভাবে। How to Submit New Year Festival Bill
- প্রথমে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে আইবাস++ এ লগিন করতে হবে।
- Pay Bill এ ক্লিক করুন।
- Festival Bill Submission এ ক্লিক করুন।
- Festival Fiscal Year 2024-2025 সিলেক্ট করুন।
- Festival Type-Bangla New Year 2025 সিলেক্ট করুন।
- GO তে ক্লিক করলেই মূল বেতনের ২০% হারে উৎসব ভাতা দেখাবে।
- ১০ টাকা রেভিনিউ স্ট্যাম্প কর্তন দেখাবে।
- Submit এ ক্লিক করলেই মোবাইলে একটি ওটিপি বা One time password আসবে সেটি ইনপুট করে Ok করলেই বিল দাখিল সম্পূর্ণ হবে।
নববর্ষ ভাতার বিল প্রিন্ট করবো কিভাবে?
বিল সাবমিট হলেই একটি টোকেন নম্বর স্ক্রীনে দেখাবে সেটি লিখে রাখুন বা কপি করে নিন। টোকেন নম্বর ব্যবহার করে আপনি খুব সহজেই Reports এ ক্লিক করে বিল প্রিন্ট করতে পারবেন। Steps: Reports>Pay Point>Fiscal year>Month>Festival Bill Summary>Run Report>done Bangla New Year Festival Bill Submission । আইবাস++ এ বাংলা নববর্ষ ভাতার বিল Submit করবেন যেভাবে
ডিডিও আইডি থেকে কর্মচারীদের বিল কিভাবে দাখিল করবো?
১০০ জন কর্মচারী থাকলেও এখন আর বিল দাখিল করে মূল বেতনের ২০% হিসাবে করে ম্যানুয়ালী ইনপুট দিতে হবে না। আপনি আইবাস++ অন্যান্য উৎসব ভাতার বিল যেভাবে দাখিল করেন ঠিক একই ভাবে নববর্ষ ভাতার বিলও দাখিল করতে হবে। প্রথমে বিল এন্ট্রি করে সেইভ করবেন এবং Online Pay bill Submission এ গিয়ে সেইভ করা বিল দাখিল করবেন।
কর্মচারীদের বিল এন্ট্রি ও দাখিল পদ্ধতি
- প্রথমে ডিডিও আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আইবাস++ এ লগিন করে Budget Execution এ যাবেন এবং পরবর্তীতে budget Execution এ ক্লিক করবেন।
- Online Pay bill এ গিয়ে Festival Bill Entry তে ক্লিক করে অর্থ বছর মাস সিলেক্ট করে Go তে ক্লিক করবেন এবং Select All ক্লিক করে Save এ ক্লি করে বিল এন্ট্রি সম্পন্ন করবেন।
- তারপর Online Pay bill Submission এ ক্লিক করলেই সেইভ করা উৎসব ভাতা দেখাবে।
- Submit এ ক্লিক করলেই দাখিল হয়ে টোকেন পড়বে।
- এখন Report এ গিয়ে Staff Bill এ ক্লিক করে বেতন বিলের মতই Festival Bill Summary সিলেক্ট করে ফ্রন্ট পেইজ প্রিন্ট করে নিবেন এবং ডিটেলস প্রিন্ট করবেন।
- অনেক সময়ই কর্মচারীদের উৎসব ভাতার বিল ডিটেলস প্রিন্ট করা যায় না তাই Online Pay bill Submission গিয়ে টোকেনের পাশে Bill Summary তে ক্লিক করলে একটি তালিকা দেখাবে সেটি সিলেক্ট করে MS Word এ গিয়ে পেস্ট করে প্রিন্ট করে বিল সামারির সাথে যুক্ত করে রাখুন। ব্যাস কাজ শেষ।
সর্বপরি হিসাবরক্ষণ অফিসে কর্মকর্তাদের নববর্ষ ভাতার বিল টোকেন এবং কর্মচারীদের দাখিলকৃত বিলের টোকেন ব্যবহার করে বিল অনুমোদন (Approve) করে EFT Transmit করলেই কাজ শেষ। ইএফটি ম্যাসেজ আসার পরের দিনই সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যাংক হিসাবে টাকা (বাংলা নববর্ষ ভাতা) চলে আসবে।
নববর্ষ ভাতার বিল সাবমিট করা হয়েছে কিন্তু প্রিন্ট করতে পারছেন না? করণীয়।