iBAS++ । আইবাস সম্পর্কিত তথ্য

IBAS++ Staff All Mobile Number 2025 । এক ক্লিকেই কর্মচারীদের এনআইডি ও মোবাইল নম্বর বের করুন

সরকারি কর্মচারীদের মোবাইল নম্বরগুলো আপনি আইবাস++ হতে বের করে নিতে পারেন-অনলাইন হতে লিষ্ট বের করার নিয়ম দেখে নিব আজ –IBAS++ Staff All Mobile Number

সব মোবাইল নম্বর এক ক্লিকেই? হ্যাঁ। আপনি আপনার দপ্তরের সকল কর্মচারী মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর এক ক্লিকেই বের করে নিতে পারেন। তবে আপনার আইডি টি অবশ্যই ডিডিও আইডি হতে হবে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সফটওয়্যার যা সকল তথ্য সুসজ্জিতভাবে রাখে।

বেতন বিবরণী কি?– স্যালারি স্টেটমেন্ট বা বেতন বিবরণী হচ্ছে ইমপ্লয়ি এর বেতনের বিবরণ সম্বলিত একটি স্ট্রাকচার। সেখানে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতার ১২ মাসের বিবরণ থাকে। যারা রিটার্ন দাখিল করবে তাদের অবশ্যই গত অর্থ বছরের বিবরণী সংগ্রহ করতে হবে যেখানে গত বছরের জুলাই মাস হতে চলতি বছরের জুন মাস পর্যন্ত ১২ মাসের তথ্য দেয়া থাকে।

একাউন্টিং মেন্যু হতে বেতন বিবরণী পাওয়া যায় কি? হ্যাঁ। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিবরণী বের করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। যদিও ডিডিও আইডি হতে কর্মচারী বা কর্মকর্তার বেতন বিবরণী বা স্যালারী স্টেটমেন্ট বের করা যায়।কর্মকর্তার ক্ষেত্রে তার আইডির budget execution> report >pay bill reports > my salary statement >fiscal year>Run Report । কর্মচারীর ক্ষেত্রে তার ডিডিও আইডির accounting> report search by nid> employee salary statement> fiscal year> Run Report

সকল কর্মচারীদের মোবাইল নম্বর আইবাস++ হতে বের করে নিতে পারেন/এনআইডি এবং মোবাইল নম্বর খুবই জরুরি তথ্য যা আপনি এক ক্লিকেই আইবাস++ হতে বের করে নিতে পারেন

আইবাস++ এর নতুন ওয়েবসাইট এবং পুরাতন ওয়েবসাইটের মেন্যুগুলো একই শুধুমাত্র ইন্টারফেস পরিবর্তন করা হয়েছে।

Caption: Employee Reports (Staff)

Mobile Number Generate 2025 । যেভাবে এক ক্লিকেই সব মোবাইল নম্বর দেখতে পারবেন

  1. প্রথমে আইবাস++ এর ডিডিও আইডিতে লগিন করুন।
  2. Click Reports
  3. Click Staff Bill
  4. Click Employee Reports (Staff)
  5. Select List of Employee (DDO Wise)
  6. Select DDO
  7. Click Run Report 
  8. Done

যে কারও আইডি হতে বের করা যাবে?

না। শুধুমাত্র ডিডিও আইডি হতে বের করা যাবে। প্রতিটি সরকার অফিসে আয়ন ও ব্যয়ন কর্মকর্তা থাকে। আইবাস++ এ ডিডিও আইডি থাকে সেটির মাধ্যমে কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করতে হয়। আপনার কাছে যদি ডিডিও আইডি পাসওয়ার্ড থাকে বা আপনি যদি ডিডিও হয়ে থাকেন তবে আপনিই কেবল তথ্য বের করতে পারবেন।

     
     
     
https://ibas2.xyz/salary-statement-ibas-%e0%a5%a4-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *