সর্বশেষ প্রকাশিত

ibas++ Payfixation Cancel 2023 । ইস্তফা দিলে ঠিক কখন পে ফিক্সেশন বাতিল করবেন?

পারিবারিক বা ব্যক্তিগত কারণে চাকরি ছেলে দিয়ে পে ফিক্সেশন বাতিল করতে হয়-নতুন চাকরি নিলেও পে ফিক্সশন বাতিল করতে হয় যদি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নতুন চাকরি না নেয়া হয় – ibas++ Payfixation Cancel 2023

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি নিয়ে? – আপনি যদি নতুন কোন চাকরি পেয়ে থাকেন এবং সেই চাকরির আবেদন এবং ভাইভা যদি আপনি কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে অর্জন করে থাকেন তবে পে ফিক্সেশন বাতিল করতে হবে না। আপনার পেনশনযোগ্য চাকরিকাল বৃদ্ধি পাবে এবং পূর্বের প্রতিষ্ঠানের জিপিএফ স্থানান্তর হবে এবং পে প্রটেকশনের মাধ্যমে আপনি নতুন চাকরিতে যোগদান করতে পারবেন। পে ফিক্সেশন বাতিলের নিয়ম ২০২২ । চাকরি হতে ইস্তফার পর পে ফিক্সেশন বাতিল করতে হয়

অননুমোদিতভাবে নতুন চাকরি হলেই ফিক্সেশন ক্যানসেল? এটি করতে যাবেন না। আপনি যদি  পে ফিক্সেশন বাতিল করে ফেলেন তবে আপনি আপনার জিপিএফ এ জমাকৃত অর্থ আর উত্তোলন করতে পারবেন না। আবার নতুন চাকরিতে যোগদান করে পে ফিক্সশন করলে জিপিএফ অটো ট্রান্সফার হয়ে আটকে যাবে। অন্যদিকে পূর্বের পে ফিক্সেশন বাতিল করে নতুন চাকরিতে যোগদান করতে পারবেন না। Resign Letter Format 2023 । চাকুরি হতে ইস্তফা প্রদানের দরখাস্ত (নমুনা)

উপজেলা অফিস কি পে ফিক্সশন বাতিল করতে পারে? না। উপজেলা এজি অফিস পে ফিক্সশন বাতিল করার ক্ষমতা রাখে না। বিভাগীয় অফিস এবং প্রধান হিসাবরক্ষণ অফিস ছাড়া পে ফিক্সশন বাতিল করা যায় না। অন্যদিকে একই এনআইডি দিয়ে একাধিক পে ফিক্সেশনও করা যায় না। আপনি তাই পূর্বের পে ফিক্সেশন বাতিলের জন্য উপজেলা হিসাবরক্ষণ অফিসে আবেদন করলে উপজেলা হিসাবরক্ষণ অফিস সেই আবেদন বিভাগীয় বা মহাহিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে সেটি ফরওয়ার্ড করে দিলেই পে ফিক্সেশন বাতিল হবে। পে ফিক্সেশন বাতিল হলে আপনার মোবাইলে একটি ম্যাসেজ আসবে।

Pay Fixation Cancelled Process / পে ফিক্সেশন বাতিল হলে কি মোবাইলে মেসেজ আসে?

পে ফিক্সেশন বাতিল করতে ন্যূনতম ৩ কার্যদিবস সময় লাগে। অন্যদিকে পে ফিক্সশন বাতিল যেহেতু এজি অফিসের কাজ সেটি ধীর গতিতে হবে এটিই স্বাভাবিক।

Caption: Source of information

পে ফিক্সেশন বাতিল ২০২৩ । ঠিক কখন পে ফিক্সেশন বাতিল করা উচিৎ?

  1. প্রথমে জিপিএফ এর টাকা উত্তোলনের জন্য আবেদন করতে হবে তারপরে
  2. টাকা তোলা হলে।
  3. আইবাসের মাস্টার ডাটা রিলিজ করাতে হবে।
  4. তারপরেপুরাতন ফিক্সেশন বাতিল করাতে হবে।
  5. তারপরে নতুন জায়গায় গিয়ে নতুন ফিক্সেশন করতে হবে।
  6. তারপরে আইবাসের মাস্টার ডাটা জয়েনিং করাতে হবে।
  7. তারপরে নতুন বেতন কোড আপডেট করে বেতন সাবমিট করলেই হয়ে যাবে ইনশাল্লাহ।
  8. ঐ সিরিয়াল অনুযায়ী করতে হবে কাজগুলো।
  9. জিপিএফ একাউন্ট যদি না থাকে তা হলে ৩ নং সিরিয়াল অনুযায়ী কাজ শুরু করতে হবে))

ডিডিও আইডি হতে রিলিজ করার নিয়ম কি?

ইস্তফা পত্র প্রদানের পর অব্যাহতি অফিস আদেশ জারি হওয়ার পরই পে ফিক্সেশ বাতিল করা যাবে। তবে জিপিএফ এ জমাকৃত অর্থ ফেরত পাওয়ার পরই পে ফিক্সেশন বাতিল করতে হবে। পে ফিক্সেশন বাতিলের পর ডিডিও আইডি হতে রিলিজ করিয়ে নিতে হবে। online pay bill> master data> release an employee তে গিয়ে NID NUMBER দিয়ে ইনপুট দিয়ে সাবমট করলে রিলিজ হয়ে যাবে।

সরকারি চাকরির ধারাবাহিকতা রক্ষায় ibas++ ব্যবহার ২০২৩ । কেবল মাত্র পেনশনযোগ্য চাকরির ক্ষেত্রেই ধারাবাহিকতা রক্ষা করা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *