IBAS++ Password Change । Password করতে গেলেই Not connect লেখা আসার কারণ কি?

প্রতি তিনমাস পার পর আইবাস++ ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়-পরিবর্তন না করলে পুরাতন পাসওয়ার্ড Expired হয়ে যাবে – IBAS++ Password Change

পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম – আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তনের সময় আপনি পুরাতন পাসওযার্ড দিবেন এবং নতুন পাসওয়ার্ড তৈরি করবেন। নতুন পাসওয়ার্ড তৈরির সময় বড় হাতের অক্ষর, চিহ্ন এবং সংখ্যা ব্যবহার করবেন যাতে পাসওয়ার্ড স্টং হয়। মোবাইল নম্বরে ওটিপি যাবে তাই ইউজার ছাড়া অন্য কেউ এটি করতে পারবে।

Password করতে গেলেই Not connect লেখা আসার কারণ কি?  অনেক বার চেষ্টা করা যাবে না, ব্লক করে দেয়। পরের দিন ২/৩ চেষ্টা করুন বা হিসাব রক্ষণ অফিসে অথবা জরুরি যোগাযোগ করতে হবে আইবাস কেয়ারে। তাই আপনি সর্বোচ্চ ২/৩ বার চেষ্টা করে ঐ দিনের জন্য ছেড়ে দিন আপনি পুনরায় পরের দিন ট্রাই করুন।

আইবাস++ ওটিপি সমস্যা? – মোবাইলে ওটিপি আসে না, ১৪ দিন থেকে ট্রাই করতেছি, ট্রেজারী অফিসে যোগাযোগ করেছি সামাধান দিতে পারে নি, কোন পরামর্শ থাকলে দয়া করে জনাবেন। আজ আমরা দেখবো কেন মোবাইলে ওটিপি আসে না। মোবাইলে ওটিপি আসবে এটি স্বাভাবিক না আসলে বুঝতে হবে মোবাইলে কারিগরি ত্রুটি রয়েছে।

মোবাইল নয় কম্পিউটারে চেষ্টা করুন / মোবাইলে চেষ্টা না করে আপনি ডেক্সটপ বা ল্যাপটপে পাসওয়ার্ড পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করুন

আইবাস++ যেহেতু আইপি এবং ক্যাচ ফাইল ট্র্যাক করে তাই নতুন নতুন কম্পিউটারে চেষ্টা না করে আপনার নিত্য ব্যবহৃত কম্পিউটারে ট্রাই করুন।

IBAS++ Password Change । Password করতে গেলেই Not connect লেখা আসার কারণ কি?

Caption: Check rules of changing password

আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন পদ্ধতি । How to make strong password to avoid hacking of ibas++

  1. First input your old Password
  2. Now go to second option “New password”
  3. Password should contain letter, Number and symbol also.
  4. You can use on capital letter in your password
  5. Like this “Jamal@1962
  6. This password make your account more secured.
  7. Enter OTP from Mobile Phone or Email
  8. Click Verify
  9. Password Change Done
  10. Thank you.

কয়বার ভুল পাসওয়ার্ড দিলে আইডি লক হয়ে যাবে?

১০ (দশ) বার Unsuccessful Login Attempts এর পর সংশ্লিষ্ট ইউজারের Access স্বয়ংক্রিয়ভাবে Lock হয়ে যাবে। পাসওর্যাড সংক্রান্ত নির্দেশনাটি পরিপালন করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে। আপনার আইডি লক হলে হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে আইবাস++  টিমের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করতে হবে।

ibas++ User ID Password Change by OTP Code । আইবাস++ পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম

ibas2

I am a web developer who is working as a freelancer. I am living in Dhaka, a crowded city of Bangladesh. I am working to help for ibas++ user solving problems of it. My site: Technicalalamin.com

    ibas2 has 318 posts and counting. See all posts by ibas2

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *