iBAS++ এ Management কি? যেভাবে ব্যবহার করবেন।
ibas++ Management Option – Now Service Management will be easy – ibas++
Management Option-iBAS++ তথ্য কণিকা iBAS++ এ Management অপশন চালু করা হয়েছে। মেনুতে রয়েছে। Attachment Entry, Lien Entry, Deputation Entry, Suspension Entry, PRL Entry, Leave Entry.
Attachment কি- একটি দপ্তরের স্হায়ী পদধারী কর্মকর্তা তার মূল পদের বিপরীতে একই মন্ত্রণালয়/ বিভাগের মধ্যে অন্য ক দপ্তরে সংযুক্ত থেকে সাময়িক কাজ করে থাকে সংযুক্ত বলা Attachment বলে।
Attachment Entry না দিলে কি সমস্যা হবেঃ সংযুক্ত থাকাকালীন সময়ে যদি কেহ স্বেচ্ছায় Attachment Entry না দিয়ে অতিরিক্ত হারে বাড়ি ভাড়া গ্রহণ করেন তাহলে পেনশনের আনুতোষিকের সময় কর্তণ করতে হবে। Attachment Entry কে করবেনঃ যে কর্মকর্তা সংযুক্ত পদে জয়েনিং করবেন তিনি তার আইবাস অাইডি থেকে নিজে করবেন।
ibas++ attachment enry is madatory /Employee Attachment Entry
ibas++ Management Entry
Caption: ibas++ Management Entry is for accounts office and DDO ID-Sevice stage Management
Details of Management Entry প্রসেস । সার্ভিস স্টেজ ম্যানেজমেন্ট
- iBAS++ Budget Execution মেনুতে করতে হবে
- Master Data
- Attachment Entry
- Upload Attachment order
- Approved Accounts Office
- N.B.
- Lien Entry
- Deputation Entry একই রকম।
iBAS++ এ Management এন্টি ব্যাখ্যা?
Leave Entry- আজকে আমি ১ম মেনুটি সম্পর্কে কিছুটা আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করছি। আমার ভুল হলে অবশ্যই সংশোধন করবেন। Attachment কি- একটি দপ্তরের স্হায়ী পদধারী কর্মকর্তা তার মূল পদের বিপরীতে একই মন্ত্রণালয়/বিভাগের মধ্যে অন্য ক দপ্তরে সংযুক্ত থেকে সাময়িক কাজ করে থাকে সংযুক্ত বলা Attachment বলে। Attachment Entry কেন দিতে হবেঃ সংযুক্ত থাকাকালীন সময়ে কর্মস্থল বাংলাদেশের যে কোন স্থানে হোক বাড়ি ভাড়া রেট সঠিক ভাবে প্রাপ্তি হবেন। Attachment Entry না দিলে কি সমস্যা হবেঃ সংযুক্ত থাকাকালীন সময়ে যদি কেহ স্বেচ্ছায় Attachment Entry না দিয়ে অতিরিক্ত হারে বাড়ি ভাড়া গ্রহণ করেন তাহলে পেনশনের অানুতোষিকের সময় কর্তণ করতে হবে। Attachment Entry কে করবেনঃ যে কর্মকর্তা সংযুক্ত পদে জয়েনিং করবেন তিনি তার আইবাস অাইডি থেকে নিজে করবেন।