ibas++: অনলাইনে কর্মচারীদের জিপিএফ হিসাব খোলার নিয়ম ২০২২
সূচীপত্র
সরকারি চাকরিতে নতুন নিয়োগ প্রাপ্তির পর কর্মচারীগণ চাইলে জিপিএফ হিসাব খুলতে হয়। ২ বছর পর বাধ্যতামূলকভাবে জিপিএফ হিসাব খুলতে হবে। আইবাস++ এ ডিডিও আইডি হতে কর্মচারীদের জিপিএফ হিসাব খুলতে পূর্বে হার্ড কপি ফরম ব্যবহার করা হতো এখন অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। ম্যানুয়াল পদ্ধতি নয়, ডিজিটাল জিপিএফ নম্বর পাওয়া যাবে আইবাস++ এ অনলাইন আবেদনের মাধ্যমে।
জিপিএফ ওপেনিং কি ডিডিও আইডি হতে খোলা যায়?
জি, ডিডিও আইডিতে লগিন করে আপনাকে কর্মচারীদের জিপিএফ হিসাব খোলার আবেদন করতে হবে। আইবাস++ হতে কর্মচারীর তথ্য এন্ট্রির পর, চাঁদা ইত্যাদি নির্ধারণ করে, কর্মচারীর নমিনি এন্ট্রি করে হিসাবরক্ষণ অফিসে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন করার সময় কর্মচারী নিজে এবং ডিডিও স্বাক্ষর করে অনলাইনে আইবাস++ আপলোড করে দাখিল করতে হবে এবং হার্ড কপি হিসাবরক্ষণ অফিসে পাঠালে হিসাবরক্ষণ অফিসার ডকুমেন্ট নিশ্চিত হয়ে অনুমোদন করলেই জিপিএফ নম্বর বসবে।
আইবাস++ জিপিএফ ওপেনিং ফর্ম ২০২২
ডিডিও আইডি হতে কর্মচারীদের জিপিএফ হিসাব খোলার আবেদন করতে হবে।
আইবাস++ এ জিপিএফ হিসাব খোলার আবেদন করার ধাপগুলো কি কি?
- আপনি ডিডিও আইডি হতে লগিন করে Accounting Module এ ঢুকবেন।
- GPF Transactions অপশনে ক্লিক করলে GPF Account Opening মেন্যু আসবে। সেখানে ক্লিক করলে ডানপাশে উপরের চিত্রের মত ফরম দেখাবে।
- Staff Select করে NID Input দিয়ে GO তে ক্লিক করলে কর্মচারীর নাম, পদবী, মূল বেতন অফিস ইত্যাদি দেখাবে। সাবস্ক্রিপশন ইয়ার দেখাবে।
- Subscription Input দিবেন। মূল বেতনের ৫%-২৫% এর মধ্যে হতে হবে।
- মুনাফা নিতে চইলে Yes , নিতে না চাইলে NO Selection করতে হবে।
- Nominee তথ্য এন্ট্রি করতে হবে। Adult or Minor Select করুন, NID or Birth Certificate NO, Date of Birth Input তথ্য দিলে নাম এবং গার্ডেন নেইম অটো আসবে। Relation Select করবেন, ঠিকানা, শতকরা হার উল্লেখ করে Add এ ক্লিক করতে হবে। Edit সিলেক্ট করে সংশোধন করা যাবে।
- Save এ ক্লিক করে প্রিন্ট করে নিন।
- প্রিন্ট করা ডকুমেন্টে কর্মচারী নিজে এবং ডিডিও স্বাক্ষর করার পর এটি কম্পিউটারে স্ক্যান করে নিবেন।
- Select File এ ক্লিক করে স্ক্যান করা ফাইলটি আপলোড করে Submit এ ক্লিক করলেই Confirm করতেই ডিডিও মোবাইলে ওটিপি যাবে।
- ৪ মিনিটের মধ্যে ওটিপি ইনপুট করে Submit ক্লিক করলেই অনলাইন কপি হিসাবরক্ষণ অফিসে চলে যাবে।
- ব্যাস আপনার কাজ শেষ। এখন হিসাবরক্ষণ অফিস হার্ড কপি পাওয়ার পর অনুমোদন করবে।
কর্মচারী কি কোন নোটিফিকেশন পাবেন?
জি। অনলাইন জিপিএফ হিসাব খোলার আবেদন সম্পন্ন করার পর একাউন্টস অফিসার অনুমোদন করলেই জিপিএফ নম্বর পড়বে এবং গ্রাহক বা কর্মচারী একটি ডিজিটাল জিপিএফ নম্বর মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাবেন। পূর্বে জিপিএফ নম্বর সিএও/কৃষি/৪৫৮ এমন হতো কিন্তু এখন ১২৫৪৪৭৮৮৪ এমন নম্বর হয়ে থাকে। জিপিএফ হিসাব খোলার পর গ্রাহকের বেতন বিল দাখিল করার সময় মুল বেতন হতে নির্ধারিত অর্থ জিপিএফ এ জমা হবে। তা নতুন কর্মচারী বা পুরাতন কর্মচারী cafopfm.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন।
এরপরও বুঝতে সমস্যা হলে GPF Guideline দেখে নিন: ডাউনলোড
অনলাইনে আপলোড করার কপি গ্রাহক বা কর্মচারী সংরক্ষণ করবে। জিপিএফ হিসাব অনুমোদন হওয়ার পর জিপিএফ নম্বরটি প্রিন্ট করা ফর্মে লিখে রাখবে।