গেজেটেড কর্মকর্তাদের জিপিএফ পরিবর্তন– কর্মকর্তাদের SDO (Self Drawing Officer) ID থেকে GPF correction অপশনটি চালু হয়েছে। জুলাই মাসের মূল বেতন অনুযায়ী 5-25% সিলিং ঠিক রেখে GPF SUBSCRIPTION বৃদ্ধি/ হ্রাস করতে পারবেন।

সে সব কর্মকর্তা জুলাই মাসের বেসিক অনুসারে জিপিএফ পরিবর্তন করে নিতে চান তারা বেতন বিল দাখিলের পূর্বে জিপিএফ কারেকশন অপশন ব্যবহার করে বিল দাখিল করুন। তবে বাজেট ছাড়া গত মাসের বিল দাখিল করা গেলেও এ মাসে এখনও পর্যন্ত যাচ্ছে না। সাধারণ জুলাই মাসের বাজেট বিল দাখিলের পূর্বে বন্টন করে দেওয়া হয়। উপজেলা দপ্তর বাজেট না পেলে অধিদপ্তর, সংস্থা, মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে বাজেট পেয়ে গেছে।

চলতি সপ্তাহের বাজেট প্রাপ্তি আসা করা যায়। বাজেট না পাওয়া পর্যন্ত বিল দাখিল করতে গেলে নিচের মত ম্যাসেজ দেখাবে। যাই বাজেট বরাদ্দ নিশ্চিত করেই বেতন বিল দাখিল করতে হবে। আগস্ট মাসের বেতন বিলেও জিপিএফ পরিবর্তনের সুযোগ গত বছর দেওয়া হয়েছিল। এ বছর দেওয়া হবে কিনা সে বিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা না থাকলেও পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটে আগস্ট মাসের বেতন বিলেও জিপিএফ পরিবর্তন করা যাবে বলে ঘোষনা দেওয়া হয়েছে।  জিপিএফ চাঁদার পরিমান/হার পরিবর্তনের সময়কাল ২০২২

Use GPF correction option before submit your pay bill / SDO Can change gpf by himself

বরাদ্দ না থাকলে নিচের মত ম্যাসেজ দেখাবে এবং কোন কোডে বাজেট নাই সেই কোড দেখাবে।

বাজেট বরাদ্দ নাই

Caption: No Budget No bill submission

Login To SDO ibas++

  1. click Budget Execution
  2. Click Pay bill Submission
  3. Select Fiscal Year of Salary
  4. Select Month of Salary
  5. Click GO
  6.  Check below GPF correction Menu
  7. Click GPF Correction and Edit your GPF amount
  8.  Save
  9. Submit your bill

আইবাস++ এ কখন জিপিএফ পরিবর্তন করা যাবে?

অর্থ বিভাগের সাম্প্রতিক পরিপত্র অনুযায়ী, প্রতি অর্থ বছরের শুরুতে মূল বেতনের সাথে বাৎসরিক ইনক্রিমেন্ট পাওয়ার পর সরকারি কর্মচারীগণ তাদের জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন। যেসব সরকারি কর্মচারী iBAS++ ব্যবহার করে বেতন উত্তোলন করে থাকেন, তাদের জন্য iBAS++ এর জিপিএফ অপশনটি EDIT করার জন্য অগাস্ট মাসের বেতন দাখিলের সময় পর্যন্ত খোলা থাকবে। যারা এখনো iBAS++ এর বাইরে থেকে বেতন উত্তোলন করে থাকেন, তারা সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করে জিপিএফের চাঁদার পরিমান নির্ধারণ করতে পারবেন।

অনলাইনে নিজেই জিপিএফ পরিবর্তন করতে পারবো কিনা।