GPF Subscriber Nominee Entry । মেনুর মাধ্যমে নমিনি এন্ট্রি করার নিয়ম ২০২৪
আইবাস++ এ নতুন করে নমিনি এন্ট্রি করতে হচ্ছে– পুরাতন অথবা নতুন নমিনি যাই থাক না কেন এন্ট্রি করতে হবে – ibas++ Nominee Entry 2024
মোবাইলে কি এই ম্যাসেজ পেয়েছেন? –”আপনি যদি জিপিএফ হিসাবধারী হয়ে থাকেন এবং ইতোমধ্যে আইবাস++ সিস্টেমে নমিনি এন্ট্রি না করে থাকেন তাহলে অবিলম্বে “GPF Subscriber Nominee Entry” মেনুর মাধ্যমে নমিনি এন্ট্রি করুন।- সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়”
প্রথমে আপনাকে আইবাস++ এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। Budget Execution এর নিচে GPF Subscriber Nominee Entry লেখা মেন্যুতে ক্লিক করলে নিচের মত ফরম দেখাবে GO বাটনে ক্লিক করলে একটি ফর্ম আসবে কিছু তথ্য পূরণ করা দেখাবে। যদি তথ্য এন্ট্রি দেওয়া না থাকে তবে NEW NOMINEE INFO ENTRY কলামে গিয়ে যাকে নমিনি দিতে চান তার জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন এন্ট্রি দিতে হবে Monor বা অপ্রাপ্ত বয়স্ক হলে অন্যথায় জাতীয় পরিচয়পত্র ব্যবহার করুন।
আপনাকে ডকুমেন্ট দেখে Nominee Type, NID, Birth Registration No, Date of Birth, Nominee Name, Guardian Name (যদি মাইনর হয়), Relation, Address, Share(%) তথ্য এন্ট্রি করে Save করবেন। মোবাইলে ওটিপি আসবে ইনপুট দিলে ফরম দেখাবে। প্রিন্ট অপশন আসবে সেখান থেকে ফরম প্রিন্ট করে নিয়ে দু’জন স্বাক্ষীর স্বাক্ষর, নাম, পদবী, ঠিকানা লিখে নিজে স্বাক্ষর করে স্ক্যান করে আপলোড করে দিলেই ৯০% কাজ শেষ। অতপর প্রিন্ট কপিটি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে অনুমোদন করিয়ে নিলেই কাজ শেষ।
NEW NOMINEE INFO ENTRY / GPF Subscriber Nominee Entry
Nominee Entry>Print>Sign>Upload>Submit>done
Caption: Nominee Entry File will be approved by Account office
How to Entry Nominee for GPF of ibas++
- Login to ibas++ by user id and password provided by the accounts office
- Go to GPF subscriber Nominee Entry
- Name and GPF Number will be general Automatically by ibas++
- Fill up the new nominee info entry form by selecting inputting the info
- Select Adult or Minor (Minor can be nominated)
- NID or Birth registration number
- Date of Birth, Nominee Name
- Guardian Name for minor
- Select Relations like daughter, son or spouse
- Address of Nominee
- Share of Total GPF Amount. You can nominate two-person by sharing percentage.
- Save and print nominee form
- Sign it and Signed by office authority
- Upload Nominee form and submit it
- just done
পূর্বে ফরম পূরণ করেছেন এখন আবার অনলাইন এন্ট্রি কেন?
পূর্বে যদি ফরম পূরণ করে থাকেন তবুও অনলাইনে নমিনি এন্ট্রি সম্পন্ন করতে হবে। জিপিএফ পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্টের আন্ডারে চলে যাচ্ছে তাই সমস্ত তথ্য অনলাইনের মাধ্যমে এন্ট্রি করেই নিচ্ছে। জিপিএফ পূর্নাঙ্গ হয়ে গেলে CAFOPFM -পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট এর অধীনে যাচ্ছে। তাই নতুন নমিনি বা পুরাতন নমিনি তা অনলাইনে এন্ট্রি করে অনুমোদন করে দিতে হবে।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: ম্যানুয়ালি যারা জিপিএফ হিসাবধারী হয়েছি তাদের ও কি এন্ট্রি দিতে হবে?
উত্তর: আইবাস++ সিস্টেমে জিপিএফ এর নমীনির তথ্য এন্ট্রি দিতে হবে ।
প্রশ্ন:তখন তো শুধু হাজব্যান্ড কে নমিনি দিয়েছিলাম, এখন দেখি শেয়ার অপশন আছে। কিছু করা কি লাগবে না ১০০% দিলেই হবে?
উত্তর: 100 লিখতে হবে,% দেওয়া যাবে না।
প্রশ্ন: ম্যানুয়ালি, আমার আম্মাকে, নমিনি দেওয়া ছিল, এখন কি ibass এ, আম্মাকেই দিতে হবে নাকি wifewife কে নমিনি করতে পারবো?
উত্তর: এখন অনলাইনে আপনার মনোনীত যাকেই দিবেন তিনিই জিপিএফ এর নমীনি হিসাবে থাকবেন।
প্রশ্ন: নমীনি শুধু স্ত্রী দেওয়া ছিল এখন কি বাচ্চাদের এড করা যাবে?
উত্তর: পারবেন।
প্রশ্ন: নমিনী হিসেবে কি স্ত্রী কে রাখা বাধ্যতামূলক ছেলেদের জন্য? আর মেয়ে হলে নাকি স্বামীকে নমিনী করে রাখা যায় না,কথাটা কতটুকু সত্য, দয়া করে বলবেন প্লিজ…….?
উত্তর: কথাটা সম্পূর্ণ মিথ্যা।