নিজে নিজেই জিপিএফ হিসাব ২০২৫। সরকারি জিপিএফ হিসাব মিলছে না?!!
GPF Calculation is now very easy – আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি পদ্ধতিতে জিপিএফ মুনাফা হিসাব করবো – জিপিএফ ক্যালকুলেশন ২০২৫
জিপিএফ হিসাব করুন – আপনার জিপিএফ প্রারম্ভিক জের যদি ১৫ লক্ষ টাকার নিচের হয় তবে স্ল্যাবভিত্তিক হিসাব আপনার প্রয়োজন নেই। ১৫ লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফাই কার্যকর রয়েছে। ১৫লক্ষ টাকার উপর হতে ৩০ লক্ষ টাকা পর্যন্ত ১২% এবং ৩০ লক্ষ টাকার উপরের ব্যালেন্সের জন্য ১১% মুনাফা প্রযোজ্য।
আসুন আমরা একটি ম্যানুয়াল জিপিএফ হিসাব দেখি একটি প্র্যাকটিক্যাল জিপিএফ স্লীপের হিসাবের মাধ্যমে। যেখানে ১৫ লক্ষ টাকার নিচের ব্যালেন্স তাই স্লাব হিসাব করার কোন প্রয়োজন নেই। কিন্তু এই জিপিএফ সাব লেজার বা চাঁদা জমা হওয়ার উপর একটু জটিলতা রয়েছে অর্থাৎ তিনি প্রতিমাসে সমান অর্থ জমা করেন নি। প্রথম জুলাই/২১ মাসে ৩৪০০ টাকা জমা করেছে এবং এপ্রিল/২২ মাসে ৭২০০ টাকা জমা করেছেন এবং অন্যান্য মাসে ৩৬০০ টাকা জমা করেছেন। প্রারম্ভিক জের ২,৭৮,০৯৩.৩৭ টাকা, মোট চাঁদা জমা করেছেন ৪৩ হাজার টাকা। GPF slip from ibas++ । কর্মচারীদের জিপিএফ আইবাস++ হতেই পাওয়া যাবে।
৪৩,০০০ টাকার উপরও ১৩% মাসিক ভিত্তিতে অসম জমার হিসাব দেখুন
জিপিএফ মুনাফার হিসাব / সমহারে কর্তন হতে প্রতিমাসের কর্তনকে ০.০৮৪৫ দিয়ে গুন করলেই বের হয়।
অসম কর্তনের ক্ষেত্রে মাস ভিত্তিক মুনাফা বের করাই ভাল। তবে এটি জিপিএফ অগ্রিম যারা নেয়নি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।
Caption: Opening Balance at 13% and Subscription at 13% monthly with compound Interest
জিপিএফ লেজার কিভাবে বের করতে হয়?
- DDO ID Logging
- Accounting
- GPF Management
- Report
- GPF Sub-ledger
- Financial Year
- NID
- Run Report
SDO এবং ডিডিও আইডি থেকে জিপিএফ লেজার বের করা যায়?
জিপিএফ সাব লেজার – আপনি যদি গেজেটেড কর্মকর্তা হউন বা ডিডিও হউন তবে আপনি আপনার আইডি হতে জিপিএফ সাব লেজার প্রিন্ট করে দেখতে পারবেন কোন মাসে কত জমা হয়েছে। সাব লেজার অনুসারে জিপিএফ হিসাব করতে হবে। GPF Statement from ibas++ অফিসার বা কর্মচারীর যে কারও জিপিএফ সাব-লেজার দেখুন।