CAFOPFM.GOV.BD – Hishab Bhaban (3rd Floor) Segunbagicha, Dhaka-1000. Open (09:00 AM to 05:00 PM). E-mail: pfmcafo@cga.gov.bd. Web: www.cafopfm.gov.bd – +880 9609 000 555
+8802-41030290, +8802-41030296 help line number to contact with GPF Fund Management Authority.

পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট নাম দেখেই কাজ বুঝা যায় / সিজিএ এর এই অফিসটি পেনশন এবং জিপিএফ ফান্ড নিয়ে কাজ করে থাকে। আপনার জিপিএফ এর সমস্ত তথ্য দেখুন অনলাইনেই। প্রতিমাসে জিপিএফ অগ্রিম এবং জিপিএফ চাঁদা ঠিকমত জমা হচ্ছে কিনা খোজ করুন এখনই- www.cafopfm.gov.bd

GPF Balance কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত তাই আপনি চাইলে অনলাইনে চেক করতে পারেন অথবা ডিডিও’র মাধ্যমে আইবাস++ হতে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারেন। পূর্বে এটি হিসাবরক্ষণ কার্যালয়ের আওতাধীন থাকলেও এখন আপনার নিজ অফিস এবং আপনার নখদর্পণে রয়েছে।

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করা যায় / জিপিএফ দেখুন ১ ক্লিকেই

মুনাফা যেহেতু অটো হিসাব হয় তাই এটি ভুল হওয়ার সম্ভাবনা নেই।

জিপিএফ ব্যালেন্স চেক করুন

Caption: GPF Profit Calculated by Automatic Software/ Profit and Closing balance is not wrong or inaccurate.

How to check gpf balance by online process 2022

  1. প্রথমে আপনি CAFOPFM লিখে মোবাইল বা ফোনে গুগল করুন।
  2. সার্চ রেজাল থেকে ৫ম রেজল্টে গিয়ে
  3. GPF Information – Technical Alamin এ ক্লিক করুন।
  4. অতপর https://www.cafopfm.gov.bd এই লিংকে গিয়ে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট ভিজিট করুন।
  5. GPF Information এ ক্লিক করে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিন এবং মোবাইল নম্বর দিন।
  6. Submit এ ক্লিক করলে মোবাইলে ম্যাসেজ আসবে। ব্যাস মেসেজটি ইনপুট দিয়ে Submit or OK Click করলেই স্টেটমেন্ট দেখাবে।
  7. যেখানে জিপিএফ প্রতিমাসের চাঁদা, ব্যালেন্স মুনাফা ইত্যাদি দেখাবে।

GPF profit calculation কি ভুল থাকতে পারে?

পূর্বে মুনাফার হিসাব ম্যানুয়াল ছিল তাই ভুল হওয়ার সম্ভাবনাও ছিল। গত এপ্রিল/২০২২ মাসে দুটি বেতন একই সাথে হওয়ার কারণে মে/২২ মাসে কোন জিপিএফ চাঁদা জমা হয়নি। তাই জিপিএফ মুনাফার হিসাব কোন জিপিএফ ক্যালকুলেট বা সূত্র দিয়ে বের করা যাবে না। আপনি ম্যানুয়াল পদ্ধতিতে প্রতি মাসের জমার উপর ১৩% মুনাফা ধরে যোগ করতে হবে। যেহেতু মুনাফা কম্পিউটারাইজড তাই ভুল হতেই পারে না। প্রারম্ভিক জের ঠিক ঠাক মত এন্ট্রি দেওয়া হলে মুনাফা এবং ক্লোজিং ব্যালেন্স অবশ্যই ঠিক আসবে। কোন কারণে কিস্তি বা চাঁদা মিস হয়ে থাকলে তা চালানের মাধ্যমে জমা দিতে হবে অথবা হিসাবরক্ষণ অফিসে গিয়ে ম্যানুয়াল এন্ট্রি দিয়ে ঠিক করে নিতে হবে।

GPF Check 2021-22 । মুনাফাসহ জিপিএফ ব্যালেন্স দেখুন।