সর্বশেষ প্রকাশিত

পবিত্র ঈদ উল আযহার উৎসব ভাতা বিল দাখিল সংক্রান্ত।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতাদি আইবাস++ এর মাধ্যমে পরিশোধ করা হয়। অনলাইনে বোনাস বিল দাখিলের পর হিসাবরক্ষণ অফিস অনুমোদন করে ইএফটি জেনারেট করে। ইএফটি জেনারেট করার পর বাংলাদেশ ব্যাংক ইএফটি ট্রান্সমিট করলেই ব্যাংক হিসাবে টাকা বা বোনাস ভাতা জমা হয়। ইতোমধ্যে অনেক কর্মকর্তা ও কর্মচারীর বোনাস বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়ে গেছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

হিসাব শাখা

নং০৭,০০,০০০০.০৮৮.৯৯.০০১.২২-৫৭।

তারিখ: ২১/০৬/২০২২খ্রি:

বিজ্ঞপ্তি

বিষয়ঃ পবিত্র ঈদ-উল-আযহার উৎসব ভাতা আগামী ২৬/০৬/২০১২ তারিখের মধ্যে দাখিল সংক্রান্ত।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে জানানাে যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার উৎসব ভাতা আগামী ২৬/০৬/২০১২ তারিখের মধ্যে দাখিল করার জন্য চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, অর্থ বিভাগ কর্তৃক অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, পবিত্র ঈদ-উল-আযহার উৎসব ভাতা আগামী ২৬/০৬/২০১২ তারিখের মধ্যে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

(শামীম হােসেন)

হিসাবরক্ষণ কর্মকর্তা

অর্থ বিভাগ।

বিতরণঃ (সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে) ১। অতিরিক্ত সচিব (প্রশাসন ও টিডিএম/বাজেট ও ব্যবস্থাপনা/প্রবারা), অর্থ বিভাগ। ২। অনুবিভাগ প্রধান (সকল), অর্থ বিভাগ। ৩। মহাপরিচালক, মনিটরিং সেল, অর্থ বিভাগ। ৫। মাননীয় অর্থ মন্ত্রীর একান্ত সচিব। ৬। সিনিয়র সচিবের একান্ত সচিব, অর্থ বিভাগ। ৭। চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, অর্থ বিভাগ, সেগুনবাগিচা, ঢাকা। ৮। সিনিয়র সিস্টেম এনালিস্ট, অর্থ বিভাগ (বিজ্ঞপ্তিটি অর্থ বিভাগের ওয়েব সাইটে প্রকাশের অনুরােধসহ)। ৯। অফিস কপি।

পবিত্র ঈদ উল আযহার উৎসব ভাতা বিল দাখিল সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *