ভ্রমন ভাতা বিধিমালা ২০২২ । দৈনিক ভাতা, ভ্রমণ ও বদলিজনিত ভাতার নতুন হার
প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ– ভ্রমণ ভাতার নতুন হার নির্ধারণ করে প্রজ্ঞাপন – ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২
টিএ / ডিএ রুলস ২০২২ – ভ্রমণ ভাতা শ্রেণী অনুসারে নির্ধারিত ছিল বর্তমানে তা গ্রেড ভিত্তিক ক্যাটাগরি করে পুন:নির্ধারণ করা হল। পূর্বে চারটি শ্রেণীতে বিভক্ত ছিল ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণী কিন্তু বর্তমানে শ্রেণী উঠিয়ে দিয়ে ক্যাটাগরি তৈরি করা হয়েছে।
প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ ২০২২ মোতাবেক দৈনিক ভাতা সর্বনিম্ন ৪০০ এবং সর্বোচ্চ ১৪০০ টাকা করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকা রাখা হয়েছে। নতুন হিসেবে ময়মনসিংহ, কক্সবাজার, নারায়গঞ্জ যুক্ত করা হয়েছে।
বিমান যোগে ভ্রমণের জন্য প্রতি কি:মি ৩০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে এবং লঞ্চ/সড়ক ও রেলপথে ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ক্যাটাগরি ২ এ ২০০ কি:মি: এর নিচের জন্য প্রতি কি:মি: ১৫ টাকা হারে এবং উর্ধ্বের জন্য ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। নিম্নগ্রেড ক্যাটাগরি ৩ ও ৪ এর জন্য ২০০ কি:মি: আগ পর্যন্ত ৮ টাকা এবং উপরের জন্য ৬ টাকা ধরা হয়েছে।
নিম্নগ্রেড ক্যাটাগরি ৪ অনুসারে একাকী ভ্রমণের ক্ষেত্রে ৫০০ টাকা প্যাকিং চার্জ পূর্বে যা ৪০০ টাকা ছিল। স্ব পরিবারের ভ্রমণের ক্ষেত্রে প্যাকিং চার্জ ৬০০ টাকা করা হয়েছে। অন্যদিকে মাইলেজ পূর্বে ছিল ১.৫ টাকা (প্রতি কি:মি:) যা বর্তমানে ৮ টাকা প্রতি কি:মি: নির্ধারণ করা হয়েছে।
প্যাকিং চার্জ ও মাইলেজ বৃদ্ধি করা হয়েছে / দৈনিক ভাতা নিম্নগ্রেডে ১০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
ক্যাটাগরি ৩ ও ৪ অনুসারে ১৯৫ কি:মি: ভ্রমণের জন্য ৬ টাকা প্রতি কি:মি: হারে বাস ভাড়া বা মাইলেজ নির্ধারিত হবে।
Caption: TA Rules 2022 / 30% Extra Allowance for Expensive area
কর্মচারীর বদলিজনিত ভ্রমণ ভাতা কিভাবে নির্ধারিত হবে?
- ১-৪ নম্বর ক্যাটাগরি অনুসারে একাকী ভ্রমণ ও সপরিবারের ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত অর্থ বা ফিক্সড অর্থ প্রযোজ্য হইবে।
- দূরত্বের জন্য পরিবহন খরচ সর্বনিম্ন ৮ টাকা হতে ৫০ টাকা পর্যন্ত প্রযোজ্য হইবে।
- নির্ধারিত পরিমান (Fixed Amount)+ঢাকা হতে টাঙ্গাইল দূরত্ব*হার (টাকা/কি:মি:)
- কর্মকর্তা অর্থাৎ ক্যাটাগরি ১ অনুসারে কোন কর্মকর্তা ৩০০ কি: মি: ভ্রমণের জন্য ৩০০*৫০ = ১৫,০০০ টাকা পরিবহন খরচ পাবেন। যেখানে একজন কর্মচারী ৩০০*৮ = ২৪০০ টাকা পরিবহন খরচ পাবেন।
পার্বত্য অঞ্চলের জন্য কি পূর্বের হার প্রযোজ্য হইবে?
না। এ আদেশ কার্যকরের তারিখ থেকে পার্বত্য অঞ্চলের জন্য আলাদা কোন হার প্রযোজ্য হইবে না। এ প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতার হার সমগ্র দেশের জন্য একই হবে। কোন বিশেষ অঞ্চলের (যেমন- পার্বত্য অঞ্চল) জন্য আলাদা কোন হার প্রযােজ্য হবে না। তাহলে পূর্বে সকল আদেশ কি বাতিল? না। সামঞ্জস্য করে পরিবর্তিত ও সংশোধিত হয়েছে বলে গণ্য হবে।
ভ্রমন ভাতা বিধিমালা ২০২২ । দৈনিক ভাতা, ভ্রমণ ও বদলিজনিত ভাতার নতুন হার: ডাউনলোড