জিপিএফ ডাবল কাটতেছে, এর সমাধান কি?
আইবাস++ জিপিএফ কর্তন অনেক সময় ডাবল কর্তন হয়, এতে ভয়ের কিছু নেই আপনি চেক করে দেখুন গত মাসে কর্তন হয়েছিল কিনা। সাধারণত গত মাসে কোন কারণে জিপিএফ কর্তন করে না থাকলে পরবর্তী মাসে ডাবল কর্তন করা হয়। অন্য দিকে যদি এ মাসে ডাবল কর্তন দেখায় তবে পরবর্তী মাসে কর্তন দেখাবে না। এছাড়াও আপনি জিপিএফ হয়তো ডাবল কাটছে তা কিন্তু ইএফটি হিসাবে একবারই জমা হবে।
ডাবল কর্তন বন্ধ বা সমাধান করা যাবে কিভাবে?
আপনি অতিসত্ত্বর হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করুন। তারাই সমাধান করে দিবে অর্থাৎ হিসাবরক্ষণ অফিসারের জিপিএফ সাবস্ক্রিপশন এ গিয়ে সমস্যাটি সমাধান করা যাবে। তাই চলতি মাসে এমন সমস্যা দেখা দিলে আপনি হিসাবরক্ষণ অফিসে যোগাযোগরে মাধ্যমে সমস্যাটির সমাধান করতে হবে।
আরও একটি উপায় রয়েছে তা হলো, হেল্প ডেক্সে সমস্যাটি দিয়ে রাখা। এতে করে সময় ব্যয় হবে কিন্তু আইবাস++ টিম ঠিকই আপনার সমস্যাটি সমাধান করে দিবে।
কেউ হয়তো বা বলবে, এটা ভালো তো ২৫ % এর বেশি কাটা যায় না , সেক্ষেত্রে যদি ডাবল হয় ভালো হবে , আপনার একাউন্টে টাকা বেশি জমা হবে! মূল ব্যাপারটা এমন নয়। অতিরিক্ত জিপিএফ টাকা জিপিএফ একাউন্টে যাচ্ছে না অর্থাৎ CAFOPFM.GOV.BD ওয়েবসাইটে গিয়ে চেক করলে দেখবেন জিপিএফ একবারই জমা হয়েছে। ইতোপূর্বে দেখা গেছে যে, সেপ্টেম্বর/২১ মাসে কারও জিপিএফ কর্তন না করা হয়ে থাকলে পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবর/২১ মাসে দ্বিগুন কর্তন হয়েছে আইবাস++ হতে যা একটি সমাধান।