আইবাস++ বিজ্ঞপ্তি ২০২৩ । সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ
আইবাস++ ব্যবহারকারী প্রতিষ্ঠানের নিকট হতে উক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সরকার সংগ্রহ করছে – মূলত একটি নোটিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে – আইবাস++ বিজ্ঞপ্তি ২০২৩
কোথায় ব্যাংক তথ্য এন্ট্রি করবেন? – আইবাস++ এ বাজেট এক্সিকিউশনে প্রবেশ করুন। Budget Execution এ মাস্টার ডাটার নিচে Master Data (Bank Account) নামে একটি নতুন অপশন চালু হয়েছে। ডিপার্টমেন্ট, মন্ত্রণালয় ইত্যাদি সিলেক্ট করে GO ক্লিক করে তথ্য এন্ট্রি করতে হবে।
সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সম্বলিত একটি ডাটাবেইজ তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের একজন কর্মকর্তা/কর্মচারী iBAS++ এর Stock Take of Bank Accounts সাব-মডিউলে ব্যাংক হিসাবের তথ্য এন্ট্রি করবেন এবং উক্ত কার্যালয়ের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) তা অনুমােদন (Approve) করবেন। নিম্নলিখিতভাবে উক্ত সাব-মডিউলে তথ্য। এন্ট্রি ও অ্যাপ্রুভ করতে হবে।
একজন কর্মকর্তা যে কয়েকটি কার্যালয়ের ডিডিও হিসাবে দায়িত্বপ্রাপ্ত, তিনি সে সকল কার্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে সন্নিবেশনের দায়িত্ব পালন করবেন। যেমন : সহকারি কমিশনার (ভূমি) নিজ কার্যালয় ও তাঁর অধীনে ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা শিক্ষা অফিসার নিজ কার্যালয় ও তাঁর অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক হিসাবের তথ্য সিস্টেমে লিপিবদ্ধ করবেন।
সরকারি আইবাস++ এর মাধ্যমে ব্যাংকের তথ্য সংগ্রহ করছে / সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ
প্রশ্নের উত্তর সিলেক্ট করবো কিভাবে? ১নাম্বারের উত্তর গ এবং ২নাম্বারের উত্তর খ সিলেক্ট করে পেইজ বা আইবাস++ এ প্রবেশ করুন। পরবর্তীতে ৩০ শে নভেম্বরের মধ্যে ব্যাংক ডিটেইল এন্ট্রি করুন।
Caption: Govt Organization Bank Account Entry from ibas++
কিভাবে এন্ট্রি করবো ম্যানুয়াল আছে কি?
- Stock take of Bank Accounts সাব-মডিউলের তথ্য এন্ট্রি করার জন্য এন্ট্রি ইউজারদের iBAS++ (https://ibas.finance.gov.bd/ibas2) সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্টেশন গাইডলাইনের জন্য ক্লিক লিংক করন;
- ইউজার ম্যানুয়ালের জন্য ক্লিক লিংক করুন;
- হেল্প-ডেস্ক সেবার জন্য ক্লিক লিংক করুন;
কত তারিখের মধ্যে এন্ট্রি সম্পন্ন করতে হবে?
আগামী ৩০ নভেম্বর, ২০২২খ্রি. তারিখের মধ্যে সকল সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য বর্ণিত সাব-মডিউলে। এন্ট্রি করতে হবে। এ বিষয়ে সকলের আন্তরিক সহযােগিতা একান্তভাবে কাম্য।