Increment Fixation – ১লা জুলাই যেহেতু বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে গিয়েছে বা ইনক্রিমেন্ট লেগে গেছে তাই আপনি হয়তো ভাবছেন ইনক্রিমেন্ট ফিক্সেশন করে কপি বের করতে হবে। বিভিন্ন সরকারি অফিস হুমড়ি খেয়ে পড়েছে ইনক্রিমেন্ট কপি ফিক্সেশন বের করার জন্য। আজ আমরা জানবো এটি কি করা খুবই জরুরি?

প্রথমে বুঝতে হবে ইনক্রিমেন্ট কি? বার্ষিক ইনক্রিমেন্ট হচ্ছে বার্ষিক বেতন বৃদ্ধি যেটি পে স্কেল ২০১৫ তে নির্ধারিত করাই আছে। প্রতিবছর কত টাকা করে বাড়বে সেটি পূর্বে নির্ধারিত। তাই ফিক্সেশন করতে হবে না। ইনক্রিমেন্ট আইবাস++ ১ জুলাই তারিখে অটো লাগিয়ে দিয়েছে। আপনি যদি কোন কিছুই না করেন তবুও জুলাই মাসের বেতন যেটি আগস্ট মাসে পাবেন সেটি বেতন বৃদ্ধিসহই পাবেন।

বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের ক্ষেত্রে কোন ফিক্সেশন করা হয় না। শুধুমাত্র নতুন নিয়োগ, পে স্কেল প্রদানকালে, পদোন্নতি, উচ্চতর গ্রেড ইত্যাদি ক্ষেত্রে বেতন ফিক্সেশন করতে হয়। ইনক্রিমেন্ট অটো লাগে ম্যানুয়ালি অনলাইনে ইনক্রিমেন্ট ফিক্সেশন করার কোন সুযোগ নেই।

এটি সম্পূর্ণ ভুল ধারনা যে, আপনাকে ফিক্সেশন করতে হবে। ফিক্সেশন করার কিছু নাই। বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের অনলাইন কপি বের করলেও সার্ভিস বুক ও অনলাইনে ইনক্রিমেন্ট লেগেই থাকবে আর যদি আপনি এই কপি বের করেন তবুও ইনক্রিমেন্ট লেগেই থাকবে। যদি ফিক্সেশনই করতে হত তাহলে আইবাস++ আপনার মোবাইলে ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন কেন করে নিচ্ছে? সেটি আপনিই বা চাইলে প্রিন্ট করতে পারছেন কেন? যদি এটি অফিসের বাধ্যতামূলক কোন কাজ হতো তবে আপনার কাছে ভেরিফিকেশন কোড যেতে

প্রতিবছর ইনক্রিমেন্ট কপি বের না করলেও হবে / পূর্বে এটি করতে হতো কারণ ম্যানুয়ালি বেতন বিল করা হতো তাই বার্ষিক বেতন বৃদ্ধির অনলাইন কপি বের করতে হতো।

Pay Fixation – Manual Pay fixation is now closed. This is high time to complete pay fixation by online process. This is very simple and easy, and anyone can be done online by putting some information.

ibas++ and Payfixation.gov.bd website are now integrated, so if you have done a pay fixation, that will automatically affect to ibas++ basic salary. So it is not possible to change your ibas++ or EFT basic without changing payfixation.gov.bd basic changes by online pay fixation.

pay fixation

Caption: visit: www.payfixation.gov.bd

How to get increment copy from online www.payfixation.gov.bd

This is very easy to collect increment sheet from online. You just have to visit Pay fixation online by searching google.com. or Directly You can visite website named http://www.payfixation.gov.bd . This website allow you to get increment sheet or increment certificate. It is automaticaly generated sheet only. Integrated Budget And Accounting System is merged with pay fixation website. If any changes made to pay fixation , it will be effect to ibas++. After visiting payfixation.gov.bd. You have to follow the instruction in the video below…

কেন ইনক্রিমেন্ট কপি তাহলে বের করে দেখতে হবে?

ইনক্রিমেন্ট কপি ফাঁকা – সার্ভিস তথ্য বা ব্যক্তিগত তথ্য ঘাটতিজনিত কারণে অনেক সময় ইনক্রিমেন্ট লাগে না। তাই প্রতিবছর নিজে নিজেই ইনক্রিমেন্ট কপি চেক করে দেখা উচিৎ। যদি কোন কারণে আপনার ইনক্রিমেন্ট কপি ফাঁকা থাকে তবে ঐ বছর ইনক্রিমেন্ট লাগবে না অর্থাৎ সমস্যাটি সমাধান করলেই কেবল ইনক্রিমেন্ট আইবাস++ এ যুক্ত হবে। তাই প্রতিটি সরকারি কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির কপি অনলাইনে চেক করা উচিত। বার্ষিক বেতন বৃদ্ধির কপি যদি ফাঁকা আসে তবে হিসাবরক্ষণ অফিসে কথা বলে ঠিক করে নিতে হবে।

Increment check । বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার নিয়ম ২০২২