Track Your LPC 2025 । LPC রিসিভ হয়েছে তবুও employe information not found দেখাচ্ছে, করণীয়?
কোন কর্মচারী বা কর্মকর্তার এলপিসি ইস্যু হলে এলপিসি ইস্যুর পর অনলাইনে ট্রান্সফার রিকুয়েস্ট হলে কর্মচারী বা কর্মকর্তা একটি ম্যাসেজ পায়।
এলপিসি রিসিপ্ট হওয়ার পর বেতন বিল দাখিল করতে গেলে employe information not found দেখায় সেক্ষেত্রে কিছু বিষয় বা কাজ সম্পন্ন হয়নি। হিসাবরক্ষণ অফিসারের আইডি হতে ডিডিও আইডি’র সাথে Joining দেখাতে হবে। কর্মকর্তা হলে SDO হিসেবে কানেক্ট করতে হবে।
LPC রিসিভ করার পরই বেতন বিল দাখিল করা যাবে
এলপিসি রিসিভ করা একটি সহজ কাজ হলেও এটিতে খুব ভোগান্তি পোহাতে হয়। উপরোক্ত সমস্যা সমাধানে SDO হিসাবে joining হিসাবরক্ষণ অফিস করবেন। নিজে অথবা আপনার পক্ষ থেকে কেউ স্বশরীরে উপস্থিত হয়ে কাজটি সম্পন্ন করুন। তাহলে কাজটি দ্রুত সম্পন্ন হবে।
এলপিসি রিসিভ হলেও কি বেতন বিল দাখিল করা যাবে?
না। এল পি সি গৃহীত হওয়ার পরে আরো কিছু কাজ বাকি আছে যা হিসাবরক্ষন অফিস থেকে সম্পন্ন করতে হবে। তারপর বিল সাবমিট করতে পারবেন। তাই এলপিসি রিসিভ করিয়ে এসডিও হিসেবে ডিডিও আইডি’র সাথে কানেক্ট করে নিতে হবে। কর্মচারী হলেও ডিডিও আইডি’তে জয়েনিং দেখাতে হবে।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: SDO হিসাবে জয়নিং কে করাবে?
- উত্তর: SDO হিসাবে joining হিসাবরক্ষণ অফিস করবেন।
- প্রশ্ন: ডিডিও আইডি থেকে যোগদান করাতে হবে?
- উত্তর: হ্যাঁ কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও আইডি হতেও জয়েনিং করাতে হবে।
- প্রশ্ন: কর্মকর্তা হলে কিভাবে জয়েনিং দেখাতে হবে?
- উত্তর: যেহেতু আপনি SDO তাই এলপিসি এর পাশাপাশি আপনাকে SDO হিসাবে আপনার একাউন্টস অফিস জয়েন করে নেবে। আপনি আপনার একাউন্টস অফিসে যোগাযোগ করুন।