Pension Check by online 2025 । সরকারি পেনশনের অবস্থা চেক করার নিয়ম
পেনশন না আসার কারণ জেনে নিন – কি কারণ আপনার পেনশন বন্ধ রেখেছে সরকার দেখে নিন– Pension payment information দেখুন অনলাইনে
Pension payment information –Pension Payment Information. To get Pension Payment Information please click on the website: https://www.cafopfm.gov.bd . এ মাসে একাউন্টে পেনশন ঢোকেনি? এখনই অনলাইনে চেক করে নিন। সবাই পেনশন পাচ্ছে কিন্তু আপনার একাউন্টে পেনশন কেন ঢুকছে না কারণ জেনে নিন।
You can also check Your pension is active or inactive. Pension can be hold for various reason: Overpayment or Life Verification required or other any reason step taken by government. For life verification, pensioner will get an sms for life verification. Pension Payment Information মাসিক পেনশন স্টেটমেন্ট
জিপিএফ মুনাফার হার কত? সরকারী চাকুরীজীবিদের ‘সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) মুনাফা বা সুদের হার কমানো হয়ছে। এত দিন পর্যন্ত এই তহবিলে যে কোন পরিমাণ টাকার জন্যই সুদের হার নির্ধারিত ছিল ১৩ শতাংশ। অর্থাৎ, যে টাকাই জমা হোক না কেন সরকারী চাকুরীজীবি তা রউপর ১৩ শতাংশ লাভ পেতেন চক্রবৃদ্ধি হারে।
অনলাইনে পেনশন দেখার নিয়ম / অনলাইনে দেখুন লাইফ ভেরিফিকেশন লাগবে কিনা
এ পর্যন্ত মোট কত টাকা পেনশন নিয়েছেন বা চলতি অর্থ বছরের কোন কোন মাসের পেনশন নিয়েছেন অনলাইনে দেখুন
https://www.cafopfm.gov.bd এই ওয়েবসাইট হতে পেনশন দেখা যায়
পেনশন স্টেটমেন্ট অ্যাপ ও ওয়েবসাইটে চেক করার নিয়ম
- Do google by CAFOPFM and click first link of search result page
- Pension Payment Information>Click Here
- Input your EFT NID Number which is used for Fixation
- Input your EFT Mobile Number for Fixation used
- Select Financial Year
- Just Click Submit
- You will get mobile message
- Check your handset or mobile for OTP or Passcode
- Input OTP and Click OK
- You are done, you will see your pension statement
গত মাসে কত টাকা পেনশন পেয়েছেন তাও বের করতে পারবেন?
https://www.cafopfm.gov.bd/– এই ওয়েবসাইটে গিয়ে আপনি পেনশনারের এনআইডি এবং মোবাইল নম্বর দিন। অর্থ বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই ঐ অর্থ বছরের পেনশন স্টেটমেন্ট দেখাবে। যেখানে প্রতিমাসে গৃহীত পেনশনের পরিমাণ দেখা যাবে। পেনশন একটিভ রয়েছে কিনা তাও চেক করা যাবে।
বি:দ্র: এনআইডি লেখার সময় জন্মসাল প্রথমে দিয়ে নিন। অন্যথায় এনআইডি ভুল দেখাবে। মোবাইল নম্বর অবশ্যই পেনশনারের টি ব্যবহার করুন।