Pay Fixation । বেতন নির্ধারণ

Payfixation gov bd 2025 – ইনক্রিমেন্ট কপি ২ মিনিটে মোবাইল দিয়ে বের করুন

মোবাইল দিয়ে Increment এর কপি বের করুন খুব সহজেই। প্রথমে Pay Fixation ওয়েবসাইটে প্রবেশ করুন এবং খুব সহজ আপনি ইচ্ছে করলে আপনার একাউন্টে ঢুকে মোবাইলের মাধ্যমে আপনার Increment এর কপি বের করে মোবাইলে সংরক্ষণ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। Increment Copy যা হচ্ছে আপনার প্রতি বছর কি পরিমান বেতন বৃদ্ধি পাচ্ছে তার একটি বিবরনী। এই বিবরণীটি সরকারী চাকুরীজীবীদের জন্য খুবই গুরুত্তপূর্ন একটি ডকুমেন্ট। আসুন আমরা নিচের ধাপ গুলো লক্ষ্য করি কিভাবে মোবাইলের মাধ্যমে তা করা যায়। ১ লা জুলাই ইনক্রিমেন্ট লাগছে কিনা চেক করবেন যেভাবে।

যেভাবে অনলাইন হতে ইনক্রিমেন্ট কপি বের করবেন

ধাপ-১ । প্রথমে মোবাইলে যেকোন ব্রাউজারে যাবেন Chrome, Firefox, Opera, UC Browser (আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি)। আপনার স্মার্টফোনে যে ব্রাউজার আছে সে ব্রাউজারই ব্যবহার করুন। তবে পে ফিক্সেশনের ওয়েবসাইট গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ফ্রেন্ডলি।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-১

পে ফিক্সেশন প্রথম ধাপ

ধাপ-২। Search Bar বা গুগল সার্চ বক্সে Pay Fixation এ লিখবেন। অথবা ব্রাউজারের সার্চ বক্সে পে ফিক্সশন লিখে সার্চ করুন। অনেকগুলো সার্চ রেজাল্ট বা Search Suggestion দেখাতে পারে কিন্তু আপনি Pay Fixation লিখাটি সিলেক্ট করবেন।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৩

সিলেক্ট পে ফিক্সেশন ফ্রম গুগল সার্চ রেজাল্ট

ধাপ-৩। পুরো পেইজ জুড়ে দেখানো সার্চ রেজাল্ট হতে প্রথমে Integrated Budget And Accounting System শিরোনামে দেখানো  www.payfixation.gov.bd লেখাযুক্ত লিংকে ক্লিক করুন। Pay Fixation এই লেখাটিতে ক্লিক করলে ভুল সাইটে চলে যাবে।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৪

পে ফিক্সেশন পরবর্তী ক্লিক করুন

ধাপ-৪। অনলাইন বেতন নির্ধারণী ওয়েবসাইটে ঢোকার পর কিছু বিশেষ সতর্কতা এবং পূর্ব প্রস্তুতি লিখা আছে যা একনজড়ে ভাল ভাবে দেখে নিবেন, একদম নিচে দুইটি বাটন আছে (বন্ধ করুন) (পরবর্তী ধাপ) দুই নম্বর বাটনে Click করুন, অর্থাৎ (পরবর্তী ধাপ) বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে যান।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৫

৪র্থ ধাপে পে ফিক্সেশন

ধাপ-৫। উপরের পেইজ খুলবে আরো কিছু Important লিখা আছে যা একনজড়ে দেখে নিবেন এবং একদম নিচে একটি চেক বক্স সহ “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি” এই লিখাটার বাম পাশে যে চেক বক্স রয়েছে (চার কোণাকৃতির) সেখানে টিক মার্ক দিয়ে (পরবর্তী) বাটনে click করবেন। উপরের নির্দেশনাগুলো মূলত কোন গ্রেড পেলে বা কোন স্কেলে কিভাবে ফিক্সেশন করবেন সে বিষয়ে লেখা রয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৬

ধাপ-৬ পে ফিক্সেশন

ধাপ-৬। এই পেইজে কিছু সাবধানতা সহ মোট ৯টি অপশন দেখাবে। একদম শেষে ‘ইনক্রিমেন্ট’ লিখা আছে যা দুটি ফুটপ্রিন্ট চিহ্ন দেয়া সেখানে Click করবেন। একটি ডাইলগ বক্স আসবে লিখা গুলো পরে ‘হ্যাঁ’ বাটনে Click করবেন।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৭

৭ম ধাপে বার্ষিক ইনক্রিমেন্ট বের করার পদ্ধতি

ধাপ-৭। এবার আপনার কর্মক্ষেত্রের ক্যটাগরি পছন্দ করে Click করবেন। আপনি যদি রেলওয়েতে চাকরি করেন তবে রেলওয়ে, আর যদি বেসামরিক এ চাকরি করেন অর্থাৎ সিভিল এ তবে আপনি বেসামরিক সিলেক্ট করুন। অন্য কোন ক্যাটাগরির চাকরি হলে সেটি সিলেক্ট করুন।

বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করার ধাপ-৮

৭ম ধাপে বার্ষিক বেতন নির্ধারণী

ধাপ-৮। প্রথমে আপনার National ID No. বা এনআইডি নম্বর দিবেন (যেটি দিয়ে আপনি প্রথমে পে ফিক্সেশন করেছেন)। দ্বিতীয়ত আপনার Verification No. দিবেন (২০১৫ সালে বা প্রথম নিয়োগের সময় হিসাবরক্ষণ অফিস যেটি পে ফিক্সেশন ফরমে হাতে লিখে বসিয়েছেন। Verification No. যদি জানা না থাকে আপনার কর্মক্ষেত্রের হিসাব বিভাগে যোগাযোগ করে জেনে নিতে পারবেন অথবা অনলাইনে এই পেইজের নিচে Forget Verification no? নামে যে লিংক আছে সেখান থেকে রিকোভার করে নিতে পারেন। তৃতীয়ত Captcha এলোমেলো লিখা টি নির্ভুল ভাবে উপরে লিখতে হবে। যদি লেখা না বুঝা যায় তবে আপনি Try Another এ ক্লিক করে অন্য একটি লেখা জেনারেট করে তারপর লিখতে পারেন। অতরপর (Login) বাটনে Click করবেন।

ধাপ-৯। আপনার প্রথমে ফিক্সেশনের সময় যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি অন রাখুন এবং আপনার মোবাইলে একটি OTP (One Time Password) আসবে। ৪ ডিজিটের ঐ পাসকোডটি স্ক্রীনে ইনপুট দিবেন এবং সেটি ইনপুট দিয়ে ওকে করার সাথে সাথে আপনার পে ফিক্সেশন একাউন্টে Login হয়ে যাবেন। পে ফিক্সেশন একাউন্ট আপনার নিজের তাই আপনি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এমনটি অফিস কর্তৃপক্ষও না। রাত ১২ টার পর অনলাইনে অটোমেটিক ইনক্রিমেন্ট লেগে গেছে।

লগিন হয়ে গেলে ইনক্রিমেন্ট বছর সিলেক্ট করে GO ক্লিক করলে আপনার ১ লা জুলাই তারিখে মূলবেতন দেখাবে যা ইনক্রিমেন্ট শীট বা বার্ষিক বেতন বৃদ্ধির সনদ নামে পরিচিত। এটি আপনি প্রিন্ট করে আপনার অফিসে জমা দিবেন অন্যথায় অফিস আপনাকে ডেকে মোবাইলে আসা ওটিপি নিয়ে ইনক্রিমেন্ট শীট বা বার্ষিক বেতন বৃদ্ধির কপি বের করবে। ধন্যবাদ

বিস্তারিত জানতে ভিডিও দেখুন…………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *